Valobashar kotha
মানুষের জীবনে চাওয়ার শেষ নেই,
স্বপ্নের সমাপ্তি নেই,আকুলতার অন্তি নেই ,
আমার চাওয়া তুমি,স্বপ্ন তুমি ,
আমার সব আকুলতা শুধু তোমার মাঝে
আমার জীবন শুধু তোমাকে ঘিরে॥
ভুলতে পারিনা তারে,,ভালবাসি আমি যারে..
মনে পড়ে তারে,,শুধু বারেবারে..
জানিনা সে কত দূরে,,তবুও আছে মন জুরে..
এখনো যে ভাবি তারে,,
সে কি আজো ভালবাসে আমারে..??
কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে,,
বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে..
আর কেউ যদি না দেখে কাঁদে,,
বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!!
যারা ভালবাসা নিয়ে খেলা করে,,
তারাই ভালবাসা পায়..
আর যারা মন থেকে ভালবাসে,,
তারা ভালবাসা পায়না ঠিক কিনা..??
যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার??
আমি বলব চোখের পাতা নড়ে যতবার..
যদি বলো তোমায় ভালবাসি কত??
আমি বলব আকাশে তারা আছে যত..!!
তুমি রাজি থাকলে প্রেম করবো,
কাজী এনে বিয়া করব,
রাগ করলে কিস করবো,
দূরে গেলে মিস করবো,
পাশে থাকলে আদর করবো,
আর ভুলে গেলে খুব কষ্ট পাবো…!!
তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়,,
তাহলে আমি ভুলে যেতে রাজি..
ভুলতে হয়তো কোনদিন ও পারবো না,,
তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো..!!
ভালবাসা মানে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত
হৃদয়ের অভ্যন্তরীণ একটা অনুভুতি,
যা কেবল – শুধু মাত্র ভালবাসার মানুষের সামনে
ভাষায় অথবা আচরণে প্রকাশ হয় ।
Sms হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুরে,,
রিংটোন হয়ে বাজবো আমি মিষ্টি মধুর সুরে,,
কখনো ভেবোনা আমি তোমার থেকে দুরে,,
বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুরে,,
বন্ধু আমি চাইনা তোমায় অসীম সুখের ভাগ,,
কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমার ডাক,,
তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি??
মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি!!!
দুর নিলিমায় রয়েছি তোমার পাশে।
খুজে দেখ আমায় পাবে হ্রিদয়ের কাছে।
শুনাব না কোন গল্প,গাইব শুধু গান।
যে গানে খুজে পাবে ভালবাসার টান।
দেখো চাঁদের দিকে,,কত যে কষ্ট
তার বুকে.. কখনো কালো মেঘ ঢেকে
যায়,,কখনো সে জোত্সনা হারায়.. তবুও
জোত্সনা ছড়িয়ে সে হাসে,,কারন সে
আকাশ কে ভালবাসে..!!
যার রাগ বেশি সে নিরবে অনেক
ভালোবাসতে জানে,
যে নিরবে ভালোবাসতে জানে তার
ভালোবাসার গভীরতা বেশি,
আর যার ভালোবাসার গভীরতা বেশি
তার কষ্টও অনেক বেশি।
হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক
দূরে যেখানে রয়েছে তোমার
ভালোবাসার সূখের নীড়। আর সেই
নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম।
আমি কল্পনার সাগরে ভেসে চলে
যাবো,যাবো তোমার হৃদয় সৈকতে,
তুমি দিবেনা ধরা?
প্রেমের কথা
মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো,
হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো.
স্বপ্ন গুলো দিলাম তাতে আরও দিলাম আশা,
মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা..
ভালোবাসার মানুষ যতোই দূরে থাকুননা কেনো,
কখনো মনে হবে না যে সে দূরে আছে,
যদি সে অনুভবে মিশে থাকে ।
ভালবাসা কি ? তপ্ত মরুর বালুর শিখা,
ভালবাসা কি ? নদীর স্রোতে
ভাসমান কোনো ণৌকা,ভালবাসা কি?
ভেসে আসা কোনো সুখের ভেলা,
ভালবাসা কি? দুখের মাঝে হাসি
মিশ্রিত কান্না,ভালবাসা কি? কোনো
এক অজানা ঠিকানা?
ভালোবাসা মানে আবেগের পাগলামি,,
ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি ।
ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা,,
ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা ।
ভালোবাসা পরিমাপ এর একক হলো “বিশ্বাস”
একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে,
তাদের ভালবাসার পাল্লা তত ভারী হবে ।
ভালবাসা এক অদ্ভুত অনুভূতি_
যখন ছেলেটি বুঝে,তখন মেয়েটি বুঝে না_
যখন মেয়েটি বুঝে তখন ছেলেটি বুঝে নাহ্_
আর যখন উভয়ই বুঝে তখন দুনিয়া বোঝে নাহ্_
এক ফোঁটা শিশিরের কারনেও বন্যা
হতে পারে যদি বাসাটা পিঁপড়ার হয়,
তেমনি এক চিমটি ভালবাসা দিয়ে ও
সুখ পাওয়া যায় যদি সেই ভালবাসা খাঁটি হয়..
জানিনা ভালোবাসার আলাদা
আলাদা নিয়ম আছে কিনা,
তবে আমি কোন নিয়মে তোমাকে
ভাল বেসেছি তাও জানিনা,
শুধু এইটুকু জানি আমি
তোমাকে অনেক অনেক ভালোবাসি…
তুমি যমুনা হলে হব অামি যমুনা ব্রিজ।
তুমি চায়ের কাপ হলে হব চায়ের প্রিজ।
তুমি জিবন হলে হব অামি প্রেম,
তুমি দরজা হলে হব অামি দরজার ফ্রেম।
মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা।
সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা।
চাঁদ মেঘে লুকালো তোমাকে দেখে প্রিয়া_
রাত বুঝি ঘুমালো এসো না বুকে প্রিয়া_
ঝিরি ঝিরি হাওয়া শিরি শিরি ছোয়া_
ঝড় উঠেছে এ মনে হায় এ মনে কেউ জানেনা
রোম্যান্টিক কথা
খুঁজিনি কারো মন,তোমার মন পাব বলে।
ধরিনি কারো হাত,তোমার হাত ধরবো বলে।
হাঁটিনি কারো সাথে,তোমার সাথে হাঁটবো বলে।
কাউকে বাসিনি ভালো,তোমাকে ভালবাসি বলে।
হৃদয় জুড়ে আছ তুমি,সারা জীবন থেক.
আমায় শুধু আপন করে,বুকের মাঝে রেখ.
তোমায় ছেড়ে যাবনাতো,আমি খুব দূরে.
ঝড় তোপান যতই আসুক,আমার জীবন জুড়ে”
যদি চাদঁ হতাম সারা রাত পাহারা দিতাম !
যদি জল হতাম-সারা দেহ ভিজিয়ে দিতাম।
যদি বাতাস হতাম- তোমার কানে চুপি চুপি বলতাম-
“আমি তোমাকে ভালবাসি
ফোন করতে পারিনা নাম্বার নাই বলে,
খবর নিতে পারিনা সময় নাই বলে,
দাওয়াত দিতে পারিনা বেশি খাও বলে,
শুধু এসএমএস করি ভালবাসি বলে!
রাত যেভাবেই আসুক,নীরবতা থাকবেই।
চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎসনা ছড়াবেই।
সূর্য যতই মেঘের আড়ালে থাকুক,পৃথিবীতে আলো আসবে।
R নিজেকে যতই লুকিয়ে রাখ না কেনো
ভালোবাসা তোমাকে কাছে টানবেই।
তোমার মুখের হাসি টুকু লাগে আমার ভালো,
তুমি আমার ভালবাসা বেঁচে থাকার আলো।
রাজার যেমন রাজ্য আছে আমার আছ তুমি,
তুমি ছাড়া আমার জীবন শূধু মরুভুমি।
ভালবাসার তালে তালে চলব দুজন এক সাথে।
কাছে এসে পাসে বসে মন রাখ আমার মনে।
শপ্ন দেখ্ব দুজন মিলে,ঘর কর ছি এক সাথে।
আর কি লাগে পৃথিবীতে??? বউ আনব ভালবেসে।
লাগবে যখন খুব একা,চাঁদ হয়ে দিবো দেখা ..
মনটা যখন থাকবে খারাপ,স্বপ্নে গিয়ে করবো আলাপ ..
কষ্ট যখন মন আকাশে,তাঁরা হয়ে জ্বলবো পাশে ।
মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালবাসা,
যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই,
ভালোবাসার জন্য মানুষ সব কিছু ছেড়ে দেয়।
আর সেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাড়ায় !!!
মানুষের মাঝে আছে মন,
মনের মাঝে প্রেম,প্রেমের মাঝে জীবন,
জীবনের মাঝে আশা,আশার মাঝে ভালবাসা,
আর সেই ভালোবাসার মাঝে শুধুই তুমি?
প্রিয়জন যদি থাকে পাশে,
মনে হয় পৃথিবীর সব সুখ আমারি কাছে।
ভালোবাসা বুঝি তখনি সত্যি হয় ,
যখন ভালোবাসার মানুষটি মনের মত হয়।
বুক ভরা ভালোবাসা আমি রেখেছি তোমার জন্য,
তুমি যে আমার আমি যে তোমার,
__তুমি শুধু আমার জন্যে__
আমার ভালোবাসা সেদিন সার্থক হবে…
যে দিন ভালোবাসার মানুষটি
১ ফোটা চোখের জল ফেলে বলবে…
আমি শুধু তোমাকেই ভালোবাসি।
টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন মিষ্টি,
কী অপরুপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি,
বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধয়ে,
মনটা নাচে ছন্দে উতলা আনন্দে,
জানু শুধু তোমার জন্য ।
এক পৃথিবীতে চেয়েছি তোমাকে,
এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে ,
যদি কাছে আসতে দাও,
যদি ভালবাসতে দাও,
এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে.
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজনে সাজাবো জীবন,
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা,
তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালবাসা..
আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,
আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া,
আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া,
আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া ,
আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া,
আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !