প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো বকুল ফুল নিয়ে ক্যাপশন। আশাকরছি আপনাদের অনেক…
Suvo Sondha – শুভ সন্ধ্যা
আজকে আমরা আপনাদের জন্য Suvo Sondha – শুভ সন্ধ্যা নিয়ে কিছু মেসেজ বা র্তা শেয়ার করবো আশাকরি ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার কাছের মানুষদেরে সাথে শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ।
শুভ সন্ধ্যা – Suvo Sondha
১. সন্ধ্যাটি অনেক অনেক শুভ হোক তোমার। রাতের পর আবার চলে আসবে সুন্দর একটি দিন। শুভ হোক তোমার সন্ধ্যা।
২. শুভ সন্ধ্যা। প্রদীপ শিখার মত তোমার জীবন ভরে উঠুক আলোয়।
৩. শুভ সন্ধ্যা, ভালো কাটুক আজকের সন্ধ্যা ও আগামীর দিনগুলো।
৪. মিষ্টি শুভ সন্ধ্যা, ওই যে দেখো দিনের আলো নিভে এলো। আমার সময় হলো শুভ সন্ধ্যা জানাবার। শুভ সন্ধ্যা।
৫. সারাদিন পর একটি সুন্দর সন্ধ্যা আমাদেত গ্রাস করে নিলো, সবাইকে জানাই শুভ সন্ধ্যা।
৬. শুভ সন্ধ্যা, অনেক অনেক শুভ কামনা রইলো।
৭. প্রদীপ শিখার মত উজ্জ্বল হয়ে উঠুক তোমার জীবন, আনন্দময় হয়ে উঠুক গোটা জীবন। শুভ সন্ধ্যা।
৮. দিনের আলো ফুরিয়ে এলো, রাতের আধার নেমে এলো, তাই তোমাকে জানিয়ে দিলাম, শুভ সন্ধ্যা।
৯. নীল আকাশে মেঘের ভেলা ছোট্ট ফুলের পাপড়ি মেলাসবুজ ঘাসের হাওয়ায় খেলা আনন্দে কাটুক সন্ধ্যা বেলা, শুভ সন্ধ্যা।
১০. শুভ সন্ধ্যা, অনেক অনেক ভালো কাটুক আগামী দিনগুলো।
শুভ সন্ধ্যা এস এম এস
পড়ন্ত বেলায় সূর্যের মিষ্টি আলো
আমায় মনে করিয়ে দেয় যে-
আমার মনের কোনে সবচেয়ে
সুন্দর জায়গাটা দখল করে আছো তুমি ।
“” শুভ সন্ধ্যা “”
বিকেল বেলাটা দুপুরের উত্তাপ কমিয়ে
সূর্যাস্তের সুন্দর দৃশ্য বয়ে আনে,
তাই এই সময়টা ভীষণ সুন্দর ।
*** শুভ সন্ধ্যা ***
সকাল হলে এসো তুমি ‘ শিশির কণা হয়ে,
সন্ধ্যা হলে এসো তুমি ‘ রক্ত জবা হয়ে,
রাত হলে জ্বলো তুমি ‘ জোনাকি হয়ে,
সারা জীবন থেকো তুমি, আমার বন্ধু হয়ে,
**** শুভ সন্ধ্যা ****
নীল আকাশের বুকে তখনি
পাখিরা উড়বে হলদে ছায়ায়,
আমিও তখন বলবো তোমায়,
এসো আমার মনে এই
শুভ সন্ধ্যায় ।
প্রকৃতি জুড়ায় দৃষ্টি
তোমার নামটা ভীষণ মিষ্টি
আমার মনে তুমি যেন মরুভুমিতে বৃষ্টি !!
((( শুভ সন্ধ্যা )))
প্রতিটি বিকেল বেলা আসে
নিজের নতুন সম্ভার নিয়ে ।
তোমায় সেই সম্ভারে সামিল করতে ।
তোমার সারাদিনের ক্লান্তিকে
কিছুটা হলেও কমাতে ।
*** শুভ সন্ধ্যা ***
Bengali Good Evening Sms
সারাদিন ঘুরে সূর্য
যাচ্ছে তার বাড়ি ,
আজকের মত তার
দিনের সাথে আড়ি,
যাওয়ার সময় সে
গেলো আমায় বলে,
শুভ সন্ধ্যা বলতে হবে
একটু অন্ধ্যকার হলে ।
##শুভ সন্ধ্যা ##
সোনালী কিরণের এই অন্তিম বেলায়,
আকাশে তাকাতে আমি বলছি তোমায়,
সূর্য এখন যে দিচ্ছে ডুব,
লাগছে তাকে ভালো খুব ।
তাই তোমায় জানাই-
## শুভ সন্ধ্যা ##
সূর্যি ডোবার শেষে,
সন্ধ্যা নামলো হেসে,
বিদায় বেলায় তাই তোমায় জানাই-
## শুভ সন্ধ্যা ##
Good Evening Pic – শুভ সন্ধ্যা পিকচার