Marriage Anniversary Wishes in Bengali
আনন্দের দিন নয় এটি তাদের পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের কাছেও একটি বিশেষ দিন। বিবাহ বার্ষিকীর স্পেশাল দিনটি স্বামী স্ত্রীর কাছে আরো স্পেশাল করে তুলতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Marriage Anniversary Wishes in Bengali ও SMS-এর সেরা কালেকশান। এই Bengali Wedding Anniversary wishes গুলোকে আপনি হোয়াটস্যাপ অথবা SMS এর মাধ্যমে তাদের পাঠাতে পারবেন।
Best Marriage Anniversary Wishes in Bengali
- অচেনা ভাবে আমরা শুরু করেছিলাম আমাদের জীবন…কিন্তু এখন তুমি ধীরে ধীরে হয়ে উঠেছ আমার জীবনের অংশ…আজ তোমায় ছাড়া জীবনের পথ চলা অসম্ভব…সারাজীবন এভাবেই আমার হাতটা ধরে থেকো- শুভ বিবাহবার্ষিকী
- আজ থেকে অনেক বছর পর এই ছোট্ট Messageটার হয়তো আর অস্তিত্বও থাকবে না, শুধু থাকবে আমাদের ভালবাসা…আজকের মতই — শুভ বিবাহবার্ষিকী —
- আজ সেই বিশেষ দিনটি আমাদের জীবনে আবার ফিরে এসেছে…যেদিন আমরা সাত পাকে বাঁধা পড়েছিলাম…তুমি আমার কাছে এখনও তেমন বিশেষ জায়গাতেই আছো…আর চিরকাল থাকবেও -শুভ বিবাহবার্ষিকী-
- আজকের এই বিশেষ দিনে আমি তোমায় বলতে চাই, তুমিই আমার সব খুশীর কারণ, যে ভালবাসা তুমি দিয়েছ আমায়,তা যেন এমনই থাকে সারা জীবন -শুভ বিবাহবার্ষিকী-
- একটি বাড়ি তৈরী হয় ইঁট, বালি দিয়ে…কিনতু সেটি প্রকৃত অর্থে বাড়ি হয়ে ওঠে হৃদয়ের পরশে…আমার বাড়িকে Home Sweet Home করে তোলার জন্যে ধন্যবাদ –শুভ বিবাহবার্ষিকী —
- চিরকাল এমনভাবেই আমার হাতটা শক্ত করে ধরে রেখো…তাহলেই আমরা আমাদের সামনে আসা সব বাঁধা-বিপত্তি ঠেলে এগিয়ে যেতে পারবো আরো অনেক বছর –শুভ বিবাহবার্ষিকী–
- জীবন আমাকে হয়ত আরও অনেক কারণ দিয়েছে খুশি থাকার.. কিন্তু আমি সবথেকে খুশি কারণ জীবন আমাকে তোমার মতন একট উপহার দিয়েছে — শুভ বিবাহবার্ষিকী–
Bengali Anniversary SMS
শুভ বিবাহবার্ষিকী
আরো একটি বছর একসাথে
কাটানোর জন্য
অনেক শুভেচ্ছা তোমাদেরকে….
সুখে ভরে উঠুক তোমাদের
বৈবাহিক জীবন…
তোমাদের একে অপরের প্রতি
ভালোবাসা যেন এরমভাবেই
বাড়তে থাকে…
অনেক খুশি আসুক
তোমাদের জীবনে…
Happy Marriage Anniversary
“জীবনে যা কিছু তোমরা চাও
তা খুঁজতে গিয়ে লক্ষ্য রেখো,
কখনো যেন তোমাদের মাঝের
ভালবাসার নদীটি শুকিয়ে না যায়,
তোমাদের বিবাহ বার্ষিকীতে
এটাই আমার কামনা..
❦~শুভ বিবাহ বার্ষিকী~❦”
“❦~শুভ বিবাহ বার্ষিকী~❦
তোমাদের সকল
আশা আকাঙ্খা পূর্ণ হোক…!”
যেমনভাবে সব সমস্যার
সমাধান করতে করতে
তোমরা এগিয়ে চলেছো,
সেভাবেই সারাজীবন এগিয়ে যেও…
সুখে থাকো,সুখে রাখো…
শুভ বিবাহবার্ষিকী
“তোমাদের জীবনের প্রতিদিন
হয়ে উঠুক আরো মধুময়
তোমাদের বিবাহ বার্ষিকীতে
এই কামনা করি,
ভগবান তোমাদের মঙ্গল করুক।
❦~শুভ বিবাহ বার্ষিকী~❦”
বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা
জানাই তোমাদের।
আরো হাজার বছর যেন
তোমরা এই দিনটি একসাথে
উদযাপন করতে পারো,
আমার শুভকামনা রইলো।
“বছর ঘুরে সেই দিন আবার উপস্থিত,
যেদিন তোমরা পরস্পরের সাথে
আবদ্ধ হয়েছিলে বিবাহ বন্ধনে..
কামনা করি তোমাদের
জীবনযাত্রা যেন এমনই
সুখে চলে সারা জীবন।
❦~শুভ বিবাহ বার্ষিকী~❦”
শুভ বিবাহবার্ষিকী..
কামনা করি তোমাদের এই বন্ধন
যেন সময়ের শেষ অবধিও
একইরকম অবিচ্ছেদ্য থাকে..
আরো এক নতুন বছরে তোমরা দুজনে
একসাথে পদার্পন করলে।
কামনা করি তোমাদের দুজনের
সকল স্বপ্ন যেন পূর্ণ হয়
এবং সারাজীবন এইভাবেই
একে অপরের সাথে
ভালোবাসার বন্ধনে বাঁধা থাকো।
বিবাহ বার্ষিকীর
অনেক অনেক শুভেচ্ছা।
বিবাহবার্ষিকীর অনেক
শুভেচ্ছা জানাই তোমাদের।
এইভাবে হাতে হাত দিয়ে
এগিয়ে চলো তোমরা
তোমাদের জীবনের লক্ষ্যে।
Anniversary caption in Bengali
- আজকের এই বিশেষ দিনে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা..এই দিনটি বছর বছর ফিরে আসুক তোমাদের জীবনে.. শুভ বিবাহবার্ষিকী
- এই শুভেচ্ছা পৃথিবীর সবচেয়ে সুন্দর দম্পতির জন্যে, সর্বদা যেন বসন্ত বিরাজ করে তোমাদের খুশীর অরণ্যে… শুভ বিবাহবার্ষিকী…
- একটি বাড়ি তৈরী হয় ইঁট, বালি দিয়ে…কিনতু সেটি প্রকৃত অর্থে বাড়ি হয়ে ওঠে হৃদয়ের পরশে…আমার বাড়িকে Home Sweet Home করে তোলার জন্যে ধন্যবাদ… শুভ বিবাহবার্ষিকী
- জীবন আমাকে হয়ত আরও অনেক কারণ দিয়েছে খুশি থাকার.. কিন্তু আমি সবথেকে খুশি কারণ জীবন আমাকে তোমার মতন একট উপহার দিয়েছে… শুভ বিবাহবার্ষিকী
- জীবনে যা কিছু তোমরা চাও তা খুঁজতে গিয়ে লক্ষ্য রেখো কখনো যেন তোমাদের মাঝের ভালবাসার নদীটি শুকিয়ে না যায়-তোমাদের প্রথম বিবাহবার্ষিকীতে এটাই আমার কামনা.. শুভ বিবাহবার্ষিকী
- যদি আমাদের আগে দেখা না হয়ে আগামীকাল হত, তবে আমি আবার তোমায় আমার মন দিয়ে বসতাম…কারণ আমরা পরষ্পরের পরিপূরক… শুভ বিবাহবার্ষিকী
- তোমাদের জীবনের বাকি বছরগুলো যেন এমনই একসাথে হেসে খেলে তোমরা কাটিয়ে দিতে পারো… ঈশ্বর তোমাদের মঙ্গল করুন… শুভ বিবাহবার্ষিকী
- তোমাদের বিবাহবার্ষিকীর জন্যে আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা…তোমাদের ভালবাসা হোক চিরন্তন
- তোমাদের ভালবাসা যেন হয় গোলাপের মতন সুন্দর..যে গোলাপের সব কাঁটা তার সৌন্দর্যে ঢাকা পড়ে যায়.. শুভ বিবাহবার্ষিকী
- তোমায় পাওয়ার আগে বুঝতে পারি নি যে স্ত্রীর সাথেও প্রেমিকার মত প্রেম করা যায়… লাভ ইউ সোনা..
শুভ বিবাহবার্ষিকী
উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় Marriage Anniversary Wishes in Bengali শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ