Good Evening in Bengali

প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো চিন্তা ভাবনা নিয়ে উক্তি – Good Evening in Bengali । আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

“শুভ সন্ধ্যা ”
সাঁজের  বেলায় মায়া জড়ায় ,
আলো আঁধারে খেলায় ,
চোখের তারায় সুনীল আকাশ ,
থমকে দাঁড়ায় গোধূলি বেলায়।

” Suvo Sondhe”
Sajher Belai Maya Jorai,
Aalo Adhare Kelai,
Choker Tarai Sunil Aakas,
Thomke Darai Godhuli Belai,

 

 

 

“শুভ সন্ধ্যা ”
জীবনের এই সন্ধেয় পথে পথে চলো যাই ,
হারিয়ে যাবো আমি খুঁজে পাবে তুমি ,
দূর  প্রান্তে সিমেনাই
শুভ সন্ধে বন্ধু।

 

 

 

“শুভ সন্ধ্যা ”
প্রদীপ তারে শিখা কে যেমন ভালোবাসে ,
তোমার ভালোবাসাও ঠিক
তেমনি হোক
তোমার প্রিয় মানুষটি পতি
“শুভ সন্ধ্যা ”
সাঁজের  বেলায় মায়া জড়ায় ,
আলো আঁধারে খেলায় ,
চোখের তারায় সুনীল আকাশ ,
থমকে দাঁড়ায় গোধূলি বেলায়।
“শুভ সন্ধ্যা ”
সূর্য গেল মামার বাড়ি
ডুবে গেল বেলা
বন্ধু তুমি থেকো ভালো
এই সন্ধে বেলা
দিনেই আলো নিভলো শেষে ,
নিগন্ধ বিকাল বেলার বেশে
বলছে সে আর একটু পরেই
তলিয়ে যাবে ঘুমের দেশে
“শুভ সন্ধ্যা “
সুন্দর এই পৃথিবীতে
সুন্দর হোক চিন্তাভাবনা
নির্মল রাখো মন
“শুভ সন্ধ্যা “
“শুভ সন্ধ্যা “
নীল আকাশে মেঘের ভেলা
ছোট্ট ফুলের পাপড়ি মেলা
সুবুজ  ঘাসের হাওয়ায়  খেলা
আনন্দে কাটুক সন্ধে বেলা।
” Nil Aakase Meger Vela ,
Chotto Fuler Papri Mela
Sobuj Gher Hauyai Khela ,
Anonde Katuk Shonde Bela .
“শুভ সন্ধ্যা ”
দিনের আলো নিভে এলো
হলো যে আধার
সময় হলো এবার তোমায়
শুভ সন্ধে জানবার
Wish You A Great Evening

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয়  Good Evening Wishes in Bengali   উক্তি  ও ক্যাপশন  – বাণী শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

Bangla Quote