প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো বিপদ নিয়ে উক্তি ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।
উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় বিপদ নিয়ে উক্তি ও স্ট্যাটাস ক্যাপশন শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ
Lovely Status in Bangla – প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো Lovely Status Bangla ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।
শুধু তুমি আছো তাই আমি কথা খুঁজে পাই
দূর হতে আমি তাই তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই-
আমি চাঁদের মিষ্টি আলো পাই ।
কিছু সময় আসে হারিয়ে যাবার
আবার কিছু সময় আসে খুঁজে নিয়ে ধরে রাখবার
কখনো সময় আসে বুঝে নেবার, বুঝিয়ে দেবার,
কিছু সময় আসে সময়কে কাজে লাগাবার ।
cadke bole ektu alo dite pari tomay,
sei alote dekhe nio poran vore amay,
batas hoye uriye nebo megheri upore,
sondha hole pouche debo tomar apon ghore.
megher hate ekti chithi pathiye dilam aj,
bondhu achi onek dure hate onek kaj,
bristy tumi ekti bar janiye dio take,
bondhu tomar pasei achi, hajar kajer fake,
মেঘের হাতে একটি চিঠি পাঠিয়ে দিলাম আজ
বন্ধু আছি অনেক দূরে হাতে অনেক কাজ
বৃষ্টি তুমি একটি বার জানিয়ে দিও তাকে-
বন্ধু তোমার পাসেই আছি, হাজার কাজের ফাকে ।
Tumi amar rongin shpno, shilpir ronge chobi.
Tumi amar chader alo, sokal belar robi.
Tumi amar nodir maje ekti matro kul.
Tumi amar valobashar sheuli bokul full.
তোমায় যদি না পাই আমি এই জীবনের তরে
এই জীবন যাবে মোর আধারে আধারে
আলো তুমি মোর নয়নের মাঝে
অন্তরের মানুষ তুমি এই প্রেমের দুনিয়াতে
আশা তুমি মোর জীবনের তরে
ভালোবাসার ঘর বানাবো তোমার মনের মাঝে ।
Tomar jonno megh gulo veshe jacche akashe,
Tomar jonno sopno ghuri urche vese batashe,
Tomar jonno ache amar buk vora valobsha,
Ei kotha jane sudhu amar bidhata.
জীবনটা ধর সাগর আমার হৃদয় তার তীর
বন্ধু হলো সাগরের ঢেউ, তোমার সাগরে অনেক ঢেউ থাকতে পারে,
তবে বেপার হলো সবগুলো ঢেউ কি তীর স্পর্শ করতে পারে ?
দিন যায় দিন আসে সময়ের স্রোতে ভেসে
কেউ কাঁদে কাউ হাঁসে তাতে কি যায় আসে
খুঁজে দেখো আসে পাশে-
কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশী ভালোবাসে ।
দুঃখ আছে মনে মনে
বলবো আমি কার সনে
শোনার মত মানুষ নাই
তাই নিজের কষ্ট নিজেই পাই
যেদিন পাবো তার দেখা
বলবো আমার মনের সব কথা ।
আমি হলাম আকাশ কষ্ট আমার মেঘ
জ্যোৎস্না আমার আবেগ, বৃষ্টি আমার কান্না
রোদ আমার হাসি, কি করলে বুঝবে —
বন্ধু তোমায় আমি কত ভালোবাসি ?
তুমি বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে মনে হয়
আকাশের বুকে যেন জল ছবি এঁকে যায়
তুমি হাসলে বুঝি মনে হয়
স্বপ্ন আকাশ পাখি ডানা মেলে দেয় ।
উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় Lovely Status in Bangla শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন।
Happy Valentines Day 2022 Bangla SMS for Love Girlfriend and boyfriend.If Are you looking for Bangla Love SMS Happy Valentines Day 2022? Don’t worry, you are right place for Bangla romantic premer message. Valentine Day (ভালোবাসা দিবস) is celebrated on the month February 14.
Ontrero majhe tumi ontor hoyeacho, Jnina kokhon amr jibon hoye gcho.
A jogote sobar cheye amar tumi priyo, Chirodine thakbo tomar bondhu jene nio
Happy Valentines Day!!!
Sukh Pakhita Aj Melece Dana, Kosto Niye TaiR Vabina,
Buk Vora Aj Sudhui Shopno, Nijeke Jeno Aj Mone Hoy Donno, Se Sudhu tomari Valobasar Jonno.
Also Read – Happy Valentines Day Bangla Sms For Girlfriend
Kokhono Ki Onuvhobe Porbe. Ami Tomay Vhabi Amr Soto Abagi Kolponate.
Kobitar Upomay Kujini tomay, Kujini Ganer Sure,
Shanto Nodir dewer maje, Monta shudu Tomay khuje.
Boshe achi tai nodir tire, Koto je Shopno Tomay ghire.
Tumi shudui amar hobe, Sob somoy Pase robe.
Khuje deko moner maje, aci ami sopno seje.
tomar oi choker tarai, hajar o sopno ase darai.
shuker sei sopner maje.pabe tomi amai khuje.
উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় Happy Valentines Day Bangla SMS Love For Girlfriend Boyfriend শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ
Welcome to here, If Are you looking for a new Happy Valentines Day Bangla Sms For Girlfriend? Here we are specially arranged some of Happy Valentines Day Bangla Sms For Girlfriend.
Ekti bochor agee jonmechilo tomar jonno valobasha
Akhono opekka kore achi, tumi valobashbe bole!
Tumake dhorte ashini eshechi dhora dite.
তোমাকে ভেবে পৃথিবী আমার অদেখা তবু এঁকে যাই,
আমার ভেতর শুধু তুমি আর তো কিছু পায়নি ঠাই ।
**** হ্যাপি ভ্যালেন্টাইন ডে ****
Bidhi tumi to sob e jhano Jhano moner kotha,
Ajho to pelam na amar bam pajhorer dekha
Je amay valobese pase thakbe sarati khon
Je amay valobase rangiye dibe amar bhubon
Bolo na bidhi tar dekha phete ar koto khon.
*******Happy Valentines Day*********
Tumi sondha akaser sukh tara
Rater akase jochona hoye deo amay pahara
Tumi vorer snigdho matal hawa
Jar sporse ami hoye jai dishehara
Tumar ek chokhe roder akas, onno chokhe chaya
Tomar jonno buker vetor barche sudhu maya
Hridoy jhure tomar jonno shopno rashi rashi
Amar cheye tomay ami beshi valobashi.
Adar ghorer bati tumi chader o hasi
Amar cheye tomay ami onek valobasi
Josna rater tara tumi moner akaser chad
Tumi amay valobeso diba nishi rat.
Nirjhone bose achi eka
bujbe na tumi amar moner betha
valobashar oporadhe hoy jodi fasi
tobuo bolbo ami tomay valobashi.
” Happy Valentines Day”
তোমার যদি ভালো লাগে ভোরের ওই আকাশ
তবে তুমি সূর মেলাও পাখির মিষ্টি গানে
তোমার যদি ভালো লাগে মেঘলা ওই আকাশ
তবে তুমি মনকে ভাসাও মেঘের ভেলায়
তোমার যদি ভালো লাগে রাতের ওই আকাশ
তবে তুমি হারিয়ে যাও ওই তারার মেলায়
তোমার যদি ভালো লাগে শুধু আমায়
তবে তুমি চুপি চুপি জানিয়ে দিও তোমার ইশারায় ।।
বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা নিও ।
Janina Amar ei Mon Kar Jonno Opakkhay Ache
Janina Kaar Mone Amar Jayga Hobe
Sudhu Jaani Amar A Mon tar Jonno
Je Amake sara jibon Valobashbe!!
স্বপ্ন ভেঙ্গে গেছে তো কি হয়েছে ?
স্বপ্ন আবার দেখো
মনের মানুষ চলে গেছে তো কি হয়ছে ?
মনের দরজা খুলে আবার বসে থাকবো
কেউ না কেউ তো আসবে আমার জীবনে
ভালোবাসার কথা বলবে আমাকে ।
Valobasi tomay Ami Bolbo Kotobaar
Bujhaleo Keno Bujte Chao Na Bolo Ekbar
Valobasi tomay Ami amar Jhiboner Cheye Besi
Please Amake Bujhte Chesta Koro Jan..!!
moner maje tumi royecho go sojoni
ridoyer rong diye rangabo tumar prithibi
amar ei chotto mon eer chotto akta asha
tomay niye jiboner baki poth ta chola
উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় Happy Valentines Day Bangla Sms For Girlfriend শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ
If are you looking for new Bangla love Status? Here you will get latest love Status in bangla font. I will share new bengali romantic bhalobasar love Status kobita with beautiful text picture, hope all of you like this bengali love Status collection,
jodi chand uthe tomay dekhe, bolo nilimar oporadh ki tate, sundor jhorna dharay, jodi nil akash digonte haray, ami chai je tomake jorate, bhalobasar onurager choyate
তোমার বাহুতে আমাকে জড়িয়ে নাও,
তোমার নিশ্বাসে আমাকে ভরিয়ে দাও,
মনের বিরহ আর সয়না তোমার ভালোবাসায়,
আজ তোমার প্রেমের ছোঁয়াতে আমাকে ভরিয়ে দাও।
jodi chand uthe tomay dekhe, bolo nilimar oporadh ki tate, sundor jhorna dharay, jodi nil akash digonte haray, ami chai je tomake jorate, bhalobasar onurager choyate
শুধু একবার আমাকে জড়িয়ে
হৃদয়ের স্পন্দন অনুভব করে দেখো।
কথা দিচ্ছি আমার হৃদয়ের কথা শুনে
তুমি ছেড়ে যেতে পারবে না।
মনের কথা আর লুকিয়ে রেখোনা,
হৃদয়ে তোমার যা আছে বলে দাও তাকে আর চেপে রেখোনা,
ভালোবাসার আগুন জ্বলছে দুজনের মনে
হৃদয় আমার অনুভব করেছে সেটা তোমার মায়াবী নয়নে।
moner kotha lukiye rekona, hridoye tomar ja ache bole dao take ar chepe rekhona, bhalobasar agun jolche dujoner mone, hridoy amar onuvob koreche seta tomar mayabi noyone.
দেখেছি তোমাকে যেদিন থেকে
আমার মন থাকেনা মনে,
হৃদয় চায় আজ ভেঙ্গে দেই
পৃথিবীর সাথে সব সম্পর্ক,
মন করে তোমাকে নিয়ে
পাড়ি দিয়ে চলে যাবো সাত সমুদ্রর,
যেখান থেকে পাবেনা কেউ
তোমার আমার খবর,
মনে মনে কথা বলি
আসবে তুমি কখন,
হৃদয় বলে আসবে তুমি
যখন আমি দেখবো নিশিথে স্বপন,
তোমাকে একটু দেখেই এটা বুঝেছি
আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি,
এখন আমি কোথায় যাবো তোমায় ছেড়ে
তুমি যে বেঁধে ফেলেছো তোমার প্রেমের বাহুডোরে
আমি এটা কখনো বলবনা পাগলী
তোকে না পেলে জীবন দিয়ে দেবো,
কিন্তুু কথা দিতে পারি !
তুই যদি আমাকে ভালবাসিস
সারাজীবন তোর সাথেই থাকবো
ভালোবাসার আজ সুন্দর সময়
রেখোনা মনে কোনো বাঁধন,
তুমি যাকে ভালোবাসো
বলে দাও তোমার মনের কথা
প্রকাশ পাক হৃদয়ের গোপন ভাষা।
সুগন্ধের মত তোমার চারপাশে ছড়িয়ে যাবো
আনন্দ হয়ে তোমার হৃদয় ভরিয়ে দেবো,
অনুভব করার চেষ্টা করে দেখো
অনেক দূরে থেকেও তোমার নজরে আসবো,
তুমি যদি হাজার জনের মধ্যে থেকে আমাকে বেছে নাও,
তাহলে আমিও কথা দিলাম,
লক্ষ্য জনের মধ্যে কখনও তোমাকে হারিয়ে যেতে দেবনা,
তেমন কথা দিয়োনা যেটা রাখতে পারবে না
তাকে চেয়না যাকে তুমি কখনও পাবেনা,
বন্ধুতো পৃথিবীতে অনেক আছে,
কিন্তুু এমন একটি বন্ধু রেখো যাকে ছাড়া তুমি হাসতে পারবে না।
না আমি তোমাকে হারাতে চাই,
না তোমাকে ভুলে যেতে চায় চাই,
যতদিন বেঁচে আছি আমি তোমার সাথেই থাকবো,
শুধু এই কথাই আমি সারাক্ষণ বলে যাবো,
হৃদয় আমার নরম Chocolate
তুমি dry fruits আর আমার heart beat
জীবন হবে fruit and nut
যদি পায় তোমার মতো riend
ঈশ্বরের কাছে চায় তুমি খুশি থাকো,
পার্থনতে চায় তুমি ভালো থেকো।
যখন ভবি তোমার কাছে কি চাইবো ?!
কি তোমার কাছে আমার আসা !
জানলে তুমি অবাক হবে !
তোমার কাছে চাইবো আমি সারাজীবনের ভালোবাসা।
সময় অনেক মধুর হয়
যখন তুমি পাশে থাকো,
আশা তখন ভাষা পায়
যখন তুমি নিজেকে সাজাও
তোমার হাতের ছোয়ায় যাদু আছে এমন
ঝিনিকের মধ্যে মুক্তা লুকিয়ে থাকে যেমন।
তোমার এই মিষ্টি ভালোবাসা
নিয়ে আসে আমার মনে সুখের আশা,
প্রেম ভরা এমন শুভ দিনে
তোমার কাছে আরো একবার
তোমাকে ভালবাসি বলবো শতবার।
Welcome to here, If Are you looking for a new Facebook Status Quotes In Bengali Fb Status About Life? Here we are specially arranged some of Bangla status, quotes for FB, and beautiful text fb attitude Images of Bangla facebook status.
রাত্রি কখনও সূর্যের আলোকে কাছে পায়না, কিন্তু তাতে ক্ষতি কি, কারণ সে পেয়েছে আকাশ ভরা অনন্ত নক্ষত্রবিথি”
Ratri kokhono surjer aloke kache payna, kintu tate khoti ki? karon se payeche ononto nokhotro bithi.
“অল্প সময়ের জন্য গড়ে উঠা সম্পর্ক বেশি মধুর হয়”
Olpo somoyer jonno gore utha sopmporko beshi modhur hoy.
যদি রংধনু দেখতে চাও, তাহলে বৃষ্টি সহ্য করতে হবে,
Tumi jodi rongdhonu dekhte chao, taholoe tomake bristi sojhyo korte hobe.
“ভালোবাসার মানুষকে যত ভোলার চেষ্টা করবে ততো বেশি মনে আসবে”
Bhalobasar manuske jotoi voalr chesta korbe toto beshi mone asbe.
এমন ভাবে ভালবাসতে হবে যাতে নিজের উপর কখনো আঘাত না আসে, আসলেও যাতে সেটা সহ্য করার ক্ষমতা থাকে
Emon bhabe bhalobaste hobe jate jate nijer upor kokhono aghat na ase, asleo jate seta sojhyo korar khomota thake.
আমাদের জীবনের আসল উদ্দ্যেশ্য হল সুখী হওয়া
Amader jiboner asol uddyeshyo holo sukhi hoa.
কতদিন নয় কতোটা ভালবাসতে পেরেছেন সেটাই গুরুত্বপূর্ণ
Kotodin noy kotota bhalobaste perechen setai gurutwopurnyo.
মানুষ একবারই বাঁচে, আর যদি সে সঠিক ভাবে বাঁচে এই একবারই তার জন্য যথেষ্ট
Manush ekbari banche ar jodi se sothik bhabe banche ei ekbari tar jonno jothestho.
“বলার চেয়ে শোনা বেশি গুরুত্বপূর্ণ কারণ বলার সময় তুমি যেটা জানো সেটাই বলবে আর শুনলে নতুন কিছু শেখার সুযোগ মিলবে”
Bolar cheye shona beshi guruttopurno, karon bolar somoy tumi jeta jano setai bolbe, ar shunle notun kichu sekhar sujog melbe.
“ভেবেছিলাম চেয়ে নেবো কিন্তু চাইনি সাহস করে,
সন্ধ্যে বেলায় যেই মালাটি ছিলে তুমি গলায় পরে,
ছিন্ন মালা অবহেলে রইবে শুধু পরে,
তাই আমি কাঙালের মতো এসেছিলাম অনেক ভোরে”Bhabchilam cheye nebo kintu chaini sahos kore, sondha belay jei malati golay chile tumi pore, chinno mala obohele roibr sudhu pore, tai ami kagaler moto esechilam onek bhore.
জীবনের ব্যাথা গুলো একসময় জ্ঞানে পরিণত হয়
Jiboner byatha gulo eksomy gyane porinoto hoy.
“কেউ যখন অসহায় হয়ে পড়ে তখন খুব কাছের মানুষের সত্যিকার পরিচয়টা প্রকাশ পায়।
প্রকৃত অর্থে আমরা সবাই ভোগের পাগল। কেউ অর্থের জন্য, কেউ সেবার জন্য,কেউ ভালবাসার জন্য”
Keu jokhon ohohay hoye pore, tokhon kacher manuser sottikarer porichoy prokash pay. Prokrito orthe amra sobai bhoger pagol, keu orther jonno, keu sebar jonno, keu valobasar jonno,
যতটা, যেভাবে সম্ভব, এবং যতক্ষণ পারেন অপরের ভালো করুণ,
Jotota, jebhabe, ebong jotokkhon paren oporer bhalo korun.
“ছেলেবেলাটা এখনও যেনো উঁকি মারে, আর কানে কানে বলে, বড়োতো হয়ে গেলি কেমন লাগছে এবার?”
Chelebelata ekhono jeno unki mare, ar kane kane bole boroto hoye geli kemon algche ebar?
“একদিন এই শহর ছেড়ে চলে যাবো অনেক দূরে, সেখানে নতুন বসতি গড়বো, তবে তাড়া নেই, সঠিক ট্রেনের অপেক্ষায় আছি, যদি একটা জনম কেটে যায় তাও ভালো, তবু ভুল ট্রেনে চড়বো না”
Ekdin ei shohor chere chole jabo onek dure, sekhane notun bosoti gorbo, tobe tara nei, sothik somoyer opekkhay jodi ekta jonom kete jay tao bhalo tobu bhul train a chorbo na.
“কখনও হাল ছেড়ে দিওনা বন্ধু, আজকের দিন হয়তো কঠিন, আগামী কাল আরও খারাপ হতে পারে, কিন্তু এর পরের দিন ঠিক নতুন সূর্যোদয় হবে”
Kokhono hal chere diyona bondhu, ajker din houto kothin, agami kal aro khrap hote pare, kintu er porerdin thik notun surjoday hobe.
“চলার পথে কাউকে ছোট মনে করা উচিৎ নয়, কারণ একটা ছোট পোকার কামড়েও একটা বিশাল হাতির মৃত্যু ঘটতে পারে”
Cholar pothe kauke choto mone kora uchit noy. karon ekta choto pokar kamoreo ekta bishal hatir mrityu ghote pare.
“পৃথিবীতে সবচেয়ে শ্রজীবীদের উর্ধ্বে যিনি থাকেন তাকে কি আপনি চেনেন? তিনি হলেন “আমাদের মা”। কর্মবিরতি নেই, মজুরি নেই, স্বার্থ নেই, দাবি নেই, শর্ত নেই, তিনি শুধুই দিয়ে যান বিনিময়ে কিছুই চান না”
Prithibite sob cheye shromjibider upore jini thaken take ki apni chenene? tini holen amader ma. kormobiroti nei, mojuri nei, sartho nei, dabi nei, tini sudhui diye jan binimoye kichui chan na.
যেখানে তোমার ভালোবাসা শেষ, সেখান থেকে আমি ভালোবাসতে শুরু করি,
Jekhane tomar bhalobasa sesh, sekhan theke ami bhalobaste suru kori.
যে জিনিস আমরা মনে রাখতে চাই তা হাজার চেষ্টা করেও মনে রাখতে পারিনা, আর যেটা ভুলতে চাই তা কিছুতেই ভুলে যেতে পারিনা, অদ্ভুত এই মনে রাখা আর ভুলে যাওয়ার বিষয় টা,
Je jinis amra mone rakhte chai ta hazar chesta koreo mone rakhte parina, ar jeta bhulte chai ta kichutei bhule jete parina, odbhut ei mone rakha ar bhule jaoar bisoy ta.
উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় Facebook Status Quotes In Bengali Fb Status About Life শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ
Here we share popular bangla post .If you are looking for Bangla sad post for Facebook, Twitter, and Instagram, you can find it here. You will find here some ideas for sad and romantic posts. Which you can share and post on social profiles. Let’s take a look at the posts.
আজ বেশ দুষ্টু মিষ্টি হাল্কা বৃষ্টি নেমে আসবে, আর বৃষ্টির পর হাল্কা হাইয়ায় দুজনে হেঁটে চলবো পাশাপাশি, গল্পঃ করবো এটা সেটা মনের গল্পঃ, ভেজা হওয়ায় ভেসে যাবে আমাদের ছেড়া ছেড়া অর্থহীন সব কথা,
জানিনা আজ কাল যে কি হোয়েছে আমার, কেমন একটা উদাস উদাস পালাই পালাই ভাব, মনে হয় যেনো অনেক অনেক দূরে কোথাও চলে যাই, সাগরের কাছে কিংবা আকাশের অনেক কাছে, আর তানাহলে ওই সবুজ পাহাড়ের গা বেয়ে চলা ঝর্নার কাছে, কিন্তু বুঝতে পারিনা সত্যি ই এই মন পালাতে চাই নাকি ধরা দিতে চাই,
এ তোমার ভারী অন্যায়, এই যে কবে যেনো চুপি চুপি আমার চেতনার কোষে কোষে জড়িয়ে গেছো তুমি, যা মোটেও ঠিক নয়, প্রথমে বুঝিনি এমনটা কখনো হতে পারে, কথার ছলে হেসেছি, গল্পঃ করেছি, কিন্তু যেদিন প্রথম বুকের ব্যথায় কেমন একটা টন টনে সুখ ঢেউয়ের মতো আছরে এলো সেদিন চমকে উঠেছি, আচ্ছা এমনটা কেনো হয়! এতো ঠিক নয়,
কথায় কথায় আজকাল যখন তুমি চোখে চোখ রাখো, স্পষ্ট দেখি তোমার দৃষ্টি গেছে বদলে, প্রথমে ভেবেছিলাম হয়ত আমারই মনের ভুল, কিন্তু যেদিন বুঝলাম এতো ভুল নোয় লজ্জা, সেদিন লজ্জা ভার হয়ে নেমে এলো আমার চোখের পাতায়, এখন তোমার চোখে তাকাতে গেলে বড় ভয় করে, যদি মনের অজান্তে মন হারিয়ে ফেলি, কিংবা যদি প্রেম করে বসি,
ভালবাসাটা একদিন ঠিকই বুঝবে, কিন্তু সেদিন হয়তো আমি আর থাকবো না।
না চায়তেই পেয়ে গেলে মানুষ তা কদর করতে ভুলে যায়
কাউকে না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর কস্তটা বোধহয় অনেক বেশি।
যদি মানুষ চাইলেই সব কষ্ট ভুলে যেতে পারতো তাহলে সবাইকে মনে কষ্ট নিয়ে বেঁচে থাকতে হত না।
উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় Bangla Sad Post For Facebook, Twitter, Instagram শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ
Bengali Whatsapp dp – প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো – Bengali Whatsapp dp ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।
“কেনো ওই দূরে গিয়ে একা একা বসে থাকো,
নিজেকে কেনো তুমি আঁধার ঘরে আটকে রাখো,
জীবনে কতো রং আর খুশি দেখো ছড়িয়ে আছে,
সে খুশির আলো থেকে কেনো তোমার চোখটা ঢাকো”
Keno oi dure giye eka eka bose thako, nijeke keno tumi bodhdho ghore atke rakho, jibone koto rong ar khusi dekho choriye ache, se khusir alo theke keno tomar chokhts dhako.
“আমি তোমার বন্ধু সবসময় কাছেই পাবে,
পাশে পাশে থাকব তোমার প্রয়োজন যখন হবে,
তোমার ঐ জীবন পথের উচু নীচু ওঠা পড়ায়,
সব হিসেব নিকেষ বাতিল করে ভরিয়ে দেবো ভালোবাসায়”
Ami tomar bondhu sob somoy kachei pabe. pase thakbo tomar protyeker proyojon jokhon hobe, tomar oi jibon pother uchu nichu otha poray, sob hisab nikash batil korr bhoriye debo valobasay.
“এখনতো কোলের শিশু তেমনি হাসে, এখনতো চাঁদের আলোয় আকাশ ভাসে, এখনতো মুকুল ধরে আমের গাছে, তবে তুমি বলছো কেনো সব পাল্টে গেছে”
Ekhonoto koler shishu temni hase, ekhonoto chader aloy aksh bhase, ekhonoto mukul dhore amer gache, tobe keno vabcho tumi sob palte geche.
“কথা না থাকুক মুখেতে তোমার, মনের কথাতো আছে, তাই বলে যাও বিনিময়ে নাও, যা আছে আমার কাছে”
Kotha na thakuk mukhete tomar, moner koths to achr, tai bole jao binimoye nao ja ache amar kache.
“কথায় কুহু সুর ঝরে তার মেঘের মতো চুল,
ফাগুন আগুনে শ্রাবণ এলো ভাবছে নদীর কূল,
অশনি ওই চোখের কোণে হাসিতে রোদ্দুর,
নিঝুম রাতের ঘুম কেড়ে নেয় সোহাগী নূপুর”
Kothay kuhu sur jhore tar megher moto chul, fagun agun shrabon elo bhabchr nodir kul, oshoni oi chokher kone hasite roddur, nijhum rater ghum kere nei sohagi nupur.
“জানি তুমি আমাকে গেছো ভুলে, কাছে থেকে দূরে গেছো চলে, পাশাপাশি নেই আজ তুমি আমি দুজন, বেঁচে আছে শুধু প্রয়োজন”
Jani tumi amake gecho vule, kache theke dure gecho chole, pasha pashi nei aj tumi ami dujon, beche ache sudhu proyojon.
“সংলাপ ভুলে যাওয়া গোধূলি দেখে, জলের হরফে স্রোত গুলো কাহিনী লেখে”
Songla bhule jaoa godhuli dekhe, joler horofe srot gulo kahini lekhe.
উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় Bengali Whatsapp dp শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ
উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় না বলা ভালোবাসার কিছু কথা শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ
Bangla Miss You Shayari – প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো – Bangla Miss You Shayari ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।