অন্তর দিলাম বিছাইয়া
বইসা লওনা জিরাইয়
যদি তোমার চায় মনে
পরান রাইখা পরানে
নয়ন রাইখা নয়নে
যদি কোনদিন আমি
যাই গো হারাইয়া
এই প্রেম এই প্রীতি
এই ভালবাসার স্মৃতি
স্বর্ণলতার মতো হইয়া
থাকবে তোমায় জড়াইয়া
এই বার যদি আসে মরণ
আদরে করিব বরণ
ভয় কি আমার মরণে
ভয় কি আমার মরণে
পরান রাইখা পরানে
নয়ন রাইখা নয়নে
অন্তর দিলাম বিছাইয়া
বইসা লওনা জিরাইয়া
যদি তোমার চায় মনে
পরান রাইখা পরানে
নয়ন রাইখা নয়নে
এতো ভালবাসা আমি
কওনা কোথায় রাখি
এই বুকে নাই জায়গা ততো
আমায় ভালোবাসো যতো
তাই তোমার ভালবাসা
আমি সারা গায়ে মাখি
নাকের নোলক নড়িস নারে
চোখের পলক পড়িস নারে
ভালবাসার শরমে
ভালবাসার শরমে
পরান রাইখা পরানে
নয়ন রাইখা নয়নে
যদি তোমায় আমি চাঁদ বলি,ভুল হবে আমার,
তুমি চাঁদের চেয়ে ও সুন্দর।
যদি তোমায় আমি ফুল বলি,ভুল হবে আমার,
তুমি ফুলের চেয়ে ও সুন্দর।
তুমি আমার মনের মানুশ,তুমি আমার প্রাণ।
তুমি আমার সুর কথা,তুমি আমার গান।(২)
তুমি আমার জীবন তরী, তুমি আমার ছন্দ,
তুমি চাঁদের চেয়ে ও সুন্দর।
যদি তোমায় আমি চাঁদ বলি—ঐ
তুমি আমার আশার আল,তুমি আমার মন,
তুমি আমার ভালবাসা,তুমি আপন জন (২)
তুমি আমার শুখ দুঃখ, তুমি ভালো মন্দ।
তুমি চাঁদের চেয়ে ও সুন্দর।
যদি তোমায় আমি ফুল বলি ভুল হবে আমার,
তুমি ফুলের চেয়ে ও সুন্দর।।