Archive

Category Archives for "বাংলা অর্থ"

আসতাগফিরুল্লাহ অর্থ কি? এবং এটা কখন বলতে হয় ।

আজকে আমরা আসতাগফিরুল্লাহ অর্থ কি তা জানবো। আসুন জেনে নেই এর অর্থ কি।
এটি হলো একটি আরবি শব্দ । যার অর্থ হলো আমি (মহান) আল্লাহ্‌র নিকট ক্ষমা চাই।

জেনে নেই কখন আমরা এটা বলবো –

  •  কখনো কোন ভুল করে ফেললে।

  •  কোন পাপ কাজ হলে।

  •  মিথ্যে কথা বললে।

  •  কোন কারাপ কিছু বা কাজ দেখতে পেলে।

আমরা অনেকেই জানি না, কখন আলহামদুলিল্লাহ বলতে হয়। আসলে আমাদের দ্বারা যখন কোন খারাপ কাজ হয়ে যায়। সাথে সাথে আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিৎ। কারণ হল আল্লাহ্‌র কাছে ক্ষমা চাইলে আল্লাহ্‌ খুশী হন এবং ক্ষমা করে থাকেন। আমরা মানুষ,আর মানুষ মাত্রই ভুল বা অপরাধ করে থাকে । আমাদের মধ্যে অনেকেই জেনে অপরাধ করে আবার অনেকেই না জেনে পাপ করে । তবে আমরা সবাই কোনো না কোনো ভাবে অপরাধী আল্লাহ্‌র কাছে । কাজেই আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়াতে কোন লজ্জা নেই । আমাদের এই লিখা যদি আপনার সামান্যতম কোনো উপকারে আসে, তাহলে শেয়ার করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সকল কে।

আলহামদুলিল্লাহ অর্থ কি? কখন বলতে হয়।

আলহামদুলিল্লাহ অর্থ কি তা আমরা আজ কে জানবো। আশাকরি পুরো লেখাটি পড়বেন। মুসলমান হিসেবে আমরা কয়েকটি আরবি শব্দ বেশির ভাগ সময় বলে থাকি। তার ভিতর অন্যতম হলো আলহামদুলিল্লাহ্‌ । আসুন জেনে নেই এই আরবি শব্দটির বাংলা অর্থ কি?

আলহামদুলিল্লাহ শব্দের বাংলা অর্থ হলো-
সকল প্রশংসা মহান আল্লাহ্‌ তায়ালার জন্য । মহান আল্লাহ্‌র প্রশংসা করা আমাদের জন্য খুবই জরুরী একটা বিষয় । কারণ আমাদের সব কিছু আল্লাহ্‌র উপরই নির্ভর করে । আর আল্লাহ্‌র প্রশংসা করলে আল্লাহ্‌ খুশী হন । সকল ক্ষেত্রে আমাদের উচিৎ মহান আল্লাহ্‌র প্রশংসা করা । তাহলে তিনি আমাদের জীবনকে আরো সুন্দর করে দিবেন ।

কখন এটা বলতে হয়ঃ
এই শব্দ টি আমরা অনেকেই ভুল করে অন্য জায়গায় বলে ফেলি । আসুন জেনে নেই আমরা কোন কোন অবস্থায় এই কথা টি বলতে পারিঃ

  •  কোন ভালো খবর শুনলে ।
  • কোন কাজে সফল হলে ।
  •  কেউ জিজ্ঞেস করলে “কেমন আছেন ?”।
  • সকালে ঘুম থেকে উঠে ।
  • কোন কিছু খাওয়ার পরে ।

এছাড়া আরো অনেক ক্ষেত্রে এটা বলা যায় । কোরআন ও হাদিসের আলোকে বলা যায়- আমরা এই কথা টা যত বেশী বলতে পারি, আমাদের জন্য তত বেশী ভালো ।

মাশাআল্লাহ অর্থ কি? এবং এটা বলতে হয় কখন।

চলুন দেখে নেই- মাশাআল্লাহ অর্থ কি এবং কখন এটা বলতে হয়।

“মাশাআল্লাহ” হলো একটি আরবি শব্দ। যার অর্থ হলোঃ আল্লাহ যা ইচ্ছে করেন তাই হয়।

জেনে নেই এটা কখন বলতে হয়ঃ
১। সুন্দর কোনো কিছু দেখতে পেলে।
২। কেউ ভালো কোন কাজ করলে।
৩। কারো সফলতা দেখতে পেলে।

আমাদের অনেকেরেই জানা নেই, কখন মাশাআল্লাহ বলতে হয় আর কখন বলতে হয় সুবহানাল্লাহ। ইসলামী মতে নজর খুব খারাপ। কারো উপর নজর লাগলে, খুব বিপদ হয়ে থাকে তার। তাই আমাদের উচিৎ কোন ভালো কিছু দেখলে বা কেউ ভালো কিছু করলে মাশাআল্লাহ বলা সব সময়। এতে করে নজর লাগে না। এবং মানুষ নিরাপদ থেকে থাকে।