“পাখিরা বাসা বাধে লতা পাতা দিয়ে, আর মানুষ বাধে ভালবাসা দিয়ে।” হয়ত পৃথিবীর কাছে তুমি…
Best Bangla Miss You Quotes
Best Bangla Miss You Quotes – প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো – (Best Bangla Miss You Quotes) ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।
Best Friend Missing Status Bangla
- বিশ্বস্ত হচ্ছে প্রাণরক্ষাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো, সে একটি গুপ্তধন পেলো। ~ নিটসে
- আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই ~ রবীন্দ্রনাথ ঠাকুর
- বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না। আর না? সারা জীবনে আর না? জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। তারা দুরকমের। এনিমি আর নন-এনিমি। নন-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়। ~ শিবরাম চক্রবর্তী
- মনে রেখো তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু ~ হযরত আলী (রাঃ)
- আমার সব থেকে ভালো বন্ধু হল আয়না, কারন আমি যখন কাঁদি তখন সে হাঁসে না ~ চার্লি চ্যাপলিন
Baba Miss You Status Bangla
প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো – (Baba Miss You Status Bangla) ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে।
জীবনের সর্বস্তরে বেশিরভাগ ছেলে মেয়ে বাবাকে অনুসরণ করে থাকি। বাবাকে অনুসরণ না করলেও বাবাকে অনেক ভালবাশি। -Miss You Baba
” একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যান,
তার চুলচেড়া হিসাব কেউ কোনদিন বের করতে পারবে না।”
আমি চির রিনি তোমার কাছে বাবা -Miss You Baba
আমার কাছে বাবার নাম ছিল ভালবাসার অপর নাম
” বাবার ছায়া শেষ বিকেলের বট গাছের ছায়ার চাইতেও বড়।
সে তার সন্তান কে জীবনের সব উত্তাপ থেকে সামলে রাখেন ।”
পৃথিবীতে একটি মেয়েকে তার বাবার চেয়ে কেউ বেশি ভালোবাসতে পারবে না। বলেছেন- মাইকেল রাত্নাডিপাক
যে কোন পুরুষই বাবা হতে পারে তবে প্রকৃত বাবা হতে কিছুটা বিশেষত্ব দরকার। বলেছেন- অ্যানি গেডে
হয়তো প্রত্যেক মেয়েই তার স্বামীর কাছে রাণী নিয় কিন্তু। প্রত্যেক মেয়ে তার বাবার কাছে রাজকন্যা। বলেছেন- সংগৃহীত।
প্রত্যেক ছেলেই তার বাবাকে তার কর্মে এবং কথায় বাচিয়ে রাখে। বলেছেন- সংগৃহীত।
Miss you Sms for Girlfriend in Bangla
- তুমি সেই কবিতা ! যা প্রতি দিন ভাবি…. লিখতে পারিনা॥ তুমি সেই ছবি! যা কল্পনা করি…. আঁকতে পারি না॥ তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন চাই…. কিন্তু তা কখনো-ই পাই না।তুমি আমার সেই রাজকন্যা যাকে সপ্নে দেখেছি কখনো পাইনি খুঁজে
- আমাকে মিস করার মত সময়হয়তো তোর হবে না জানি ……কারণ, তোর পৃথিবীতে আমি ছাড়াওআরো অনেকে আছে …….কিন্তু আমার পৃথিবীতে তুইছাড়া আরকেও নেই তাইতো আজওতোকে অনেক মিসকরি ….
- কাজল কালো আঁখি তোমার, চাঁদের মতো মুখ,না দেখলে বন্ধু তোমায় লাগে না যে সুখ,যেখানে আছো যেভা আছো,ভালো থেকো তুমিমন চাইলে খবর নিও কেমন আছি আমি।
- ভুলে গেলেযেতে পারো,বাঁধা দিবো না ..জোর করে কিছু,পাওয়া যায় না ..মন থেকে miss করি, মুখ থেকে নয় !জীবনের শেষ মুহূর্তে,যেন একবার দেখা হয় ……
- কতো দিন হাঁটা হয় নি হাঁতে রেখে হাঁত,কতো দিন একসাথে দেখা হয় নি চাঁদনী রাত ।কতো দিন বসা হয় নি পাশা – পাশি,কতো দিন দেখা হয় নি তোমার দুষ্ট মিষ্টি হাঁসি ।ভিষণ মিস করছি তোমাকে ।
- মানুষ জীবনে দুইবার বদলায়:প্রথমবার : যখন সে প্রেমে পড়েদ্বিতীয়বার : যখন সে তার মনেরমানুষকে হারায়……♡
- চাই না ফুল , শুকিয়ে যাবেচাই না তাঁরা , লুকিয়ে যাবেচাই না মেঘ , ঝরে যাবেচাই না ভালোবাসা , হারিয়ে যাবেচাই একটা মনের মত বন্ধু ,,যে আমাকে সব সময় মিস করবে.
- অনেক miss করছি ,মন পাখি তোরে ..কোথায় আছিস কেমন আছিস ,আমার চোখের আড়ালে …শুনতে ইচ্ছে করেতোর মিষ্টি সুর ,বলনা পাখি তুইকোথায় আছিস কতো দূর
- একা একা সারাহ্মন পথ চেয়ে থাকি¤ কল্পনাতে শুধু তারি ছবি আঁকি ¤ বর্ষার কাব্য লাগেনা যে ভালো¤ তাকে শুধু মনে পড়ে।
- “মাঝে মাঝে তোমার কথা
ভেবে আমার চোখে
জল এসে পড়ে,
এতটা Miss করি তোমাকে।”
Very Sad Miss Korar Sms
“আমাকে মিস করার মত
সময় হয়তো তোর
হবে না জানি,
কারণ, তোর পৃথিবীতে আমি
ছাড়াও আরো অনেকে আছে,
কিন্তু আমার পৃথিবীতে তুই ছাড়া
আরকেও নেই তাইতো
আজও তোকে অনেক মিসকরি।”
“আমার ভাবনা বলে
I Miss You,
আমার মন বলে
I Feel You,
আমার চোখ বলে
I See You,
আমার হৃদয় বলে
I Like You,
আমার SMS বলে
How Are You?”
“বাতাসের হাতে একটি চিঠি
পাঠিয়ে দিলাম আজ।
আমি আছি অনেক দূরে
সঙ্গে অনেক কাজ।
বাতাস তুই একটি কথা
বলে দিস তাকে,
আমি তাকে মিস করছি
হাজার কাজের ফাঁকে।”
“ভাবছো ভুলে গেছি,
না আজও ভুলিনি,
ভুলবো তো সে দিন,
যে দিন সাগরে আর
জল থাকবে না,
পূর্ব আকাশে আর
সূর্য উঠবে না,
ভুলবো তো সেই দিন,
যে দিন এ দেহে আর
প্রাণ থাকবে না!!
I Miss U”
“ফুলেফুলে সাজিয়ে দেব
তোমার জীবন,
তুমি শুধু আমায় দিও
সুন্দর ১ টা মন।
জানি না কতটা আপনভাবো
তুমি আমায়,
শুধু জানি এই অবুজ মনটা,
অনেক মিস করে তোমায়।”
“আজ অনেক বৃষ্টি ঝরছে,
তোমায় খুব মনে পড়ছে,
বৃষ্টি তে আজ ভিজব না,
সুখে দের আর খুঁজব না,
বৃষ্টি মিস করছে আমায়,
আমি মিস করছি তোমায়।”
“জানিনা কিভাবে তোমার
দেখা পাবো,
জানিনা কিভাবে তোমাকে
কাছে পাবো,
জানিনা কতটা আপন
ভাবো তুমি আমায়।
শুধু জানি এই অবুজ মনটা
অনেক মিস করে তোমায়।”
উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় Best Bangla Miss You Quotes শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ