Bengali Love Poem
আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা Bengali Love Poem। আসা করছি আজকের এই পোস্টটা আপনাদের ভালো লাগবে।
Best Bengali Love Poem
হয়তো আমি এখনও আধারে- নিশান বরুয়া
হয়তো আমি এখনও আধারে, তোমায় হাতরে বেড়াই
এখনও যেন সপ্নলোকে, তোমাকেই ফিরে পাই
হয়তো এখনও বেহায়া এ মন, লুকিয়ে আলতো করে
ভাবছে তোমায়, আঁকছে ছবি নিজেরই অজানায়
সবটুকুই হোক তোমার, যেন সূর্য ও চাঁদের মাঝে
লেখা থাক এ গল্পের ইতি নতুনের শব্দে
আমি হাটতে চাই, তোমার সাথে
শুরু থেকে এই পথের শেষে
হঠাৎ থমকে দিয়ে বলতে চাই,
ধন্য তোমায় ভালবেসে
ভালবেসেও মিথ্যে বলেছি, অজান্তেই অনেকবার
সবকিছু জেনে তবুও ভেবেছি তোমায়
ছিলেনা তুমি এ বৃত্তে আমার
বিধাতার কাছে চাইছি আমি
ক্লান্ত হয়ে আজ আনমনে
দিয়ে দাও আমায় সপ্নগুলো আমার
আজ যেন এই, নতুন এ আকাশ
চাইছে তোমায় এখানে,
বাতাসেরও এই নতুন শব্দে
সাক্ষ দেয়ার সুর প্রতিক্ষনে
তবে আজ কেন দিধা মনে
সব পূর্নতার পূর্বক্ষনে
ভেবে নিয়েছি তোমায় নিজের কর!!
ভালোবাসার প্রজাপতি – মো: নিজাম গাজী
কোন কাননে ফুটিলো ফুল এমন তাহার ঘ্রান,
ঘ্রান শুনে উছলে উঠে মম এই প্রান।
সুবাস শুনে প্রশ্ন জাগে কোথায় তাহার বাস,
কোন চাষী বা এমন করে করলো তারে চাষ।
ঘ্রান শুনে প্রানে মোর ধরলো ভীমরতি,
ইচ্ছে করে মানুষ থেকে হতে প্রজাপতি।
প্রজাপতি যেমন করে থাকে ওরে মিশে,
তেমন করে থাকতে চাই তোমায় ভালোবেসে।
Bengali Love Poem for Wife
প্রেমের সিম্ফনি – ধ্রুব নীল
যদি আজ রাতেই এ দেশে আরেকটি গণঅভ্যুত্থান হয়, যদি
কাল প্রভাতেই ক্ষমতার দখল নেন একজন আর্মি জেনারেল,
যদি তিনি আপাদমস্তক একজন ব্যর্থ প্রেমিক হন এবং ভুল
চোখে দ্যাখেন প্রতিটি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ঘাতক প্রেমিকারা
। জ্যোৎস্নাঙ্কিত আকাশটায় যদি খুঁজে পান স্মৃতি বিজড়িত নষ্ট
চাঁদ, যদি ঘোষণা করেন নতুন অর্ডিন্যান্স, যদি তিনি নিষিদ্ধ
করেন প্রেম, প্রেমিকার প্রিয় ঠোঁট, ভীত প্রেমিকের প্রথম চুম্বন।
হুড তোলা প্রতিটি গণতান্ত্রিক রিক্সা যদি আতঙ্কগ্রস্ত হয়, যদি
তাদের তাড়া করে ক্ষুধার্ত কুকুররূপী গোটা চারেক মিলিটারী
ভ্যান, যদি সামরিক রক্ত চক্ষু উপেক্ষা করা প্রচন্ড অসম্ভব হয়,
জাতীয় সঙ্গীত থেকে রাতারাতি বিলুপ্ত করা হয় অরুণরাঙা সে
অথেনটিক লাইন। যদি কারফিউ জারি হয় প্রতিটি পার্ক এবং
প্রতিটি নির্জন রেস্তোরাঁয়, যদি দাঙ্গায় ভরে ওঠে এই দেশ, গণ-
মিছিলে টিয়ার শেলের পূর্বেই বুকে বিদ্ধ হয় রক্তিম বুলেট, যদি
সময়টাকে ক্ষণে ক্ষণেই উনিশশ একাত্তর মনে হয়, প্রতিটি মিনিট
ভয়ের ট্রাউজার পরে হয়ে ওঠে এক একটি থমথমে গোরস্থান।
বন্ধ হয় সিলেট অভিমুখী সমস্ত বাস, যদি বারংবার শিডিউল
ভঙ্গ করে ঢাকা টু শ্রীমঙ্গলগামী প্রাত্যহিক ট্রেন, সভ্যতার এ
অসভ্য ড্রেনে যদি মুখ থুবড়ে পড়ে আমাদের বিশুদ্ধ প্রেম, যদি
আমাদের আর দ্যাখাই না হয়, ভালোবাসার অপরাধে আমার
জন্য বরাদ্দ হয় যাবজ্জীবন জেল এবং পরদিনই হিশেব পালটে
নিয়ে যদি আচমকা মৃত্যুদণ্ড ঘোষিত হয়। ভয়, ভয় এবং ভয়
থেকে তবুও জন্ম নেবে না কোনো নির্লজ্জ কম্প্রোমাইজ। শেষতম
ইচ্ছায় সমাধিস্তম্ভ রূপে আমি উচ্চারণ করবো তোমার হৃদয়।
অবন্তিকা, মনে রাখবে তো?
মরে যাই, দুঃখ নেই। আমি কেবল ওই হৃদয়েই অমরত্ব চাই!
যত অবিমান করে নাও তুমি – আব্দুল আহাদ
যত অভিমান করে নাও তুমি,
তাতে নাহি কোন কিঞ্চিত ক্রোধ,
তবু তোমার স্নেহ কোলে রাখিব মাথা,
যেদিন দৃষ্টিপটে পড়েছিল তুমি,
সেদিন স্মৃতিপটে গাঁথিয়াছি আমি।
আমি দিকহারা নাবিক পথহার পথিক।
তোমার জৌতিময়ে খুজে পাই দিকবেদিক।
আমার ডানা আছে উড়তে জানিনা!
আমার কান আছে শুনতে পারিনা!
মন থেকেও বদির চক্ষু থাকিতে অন্ধ!
কেবল তোমার শুধায় সজীব হই আমি।
তুমি আমার প্রানও সার,
পথহারা পথিকের আলো,
নয়নের জ্বল মন ময়ূরকণ্ঠী।
যত অভিমান করে নাও তুমি,
তাতে নাহি কোন কিঞ্চিত ক্রোধ।
তোমার সাথে কথা বললে হয় যায় কবিতা।
তোমার কথা কানে পড়লে লেগে যায় মায়া।
তোমার সাথে দেখা করলে লেগে যাবে ভালবাসা।
তোমার স্মৃতি বারবার মনে পড়ে জানিনা কেনো,,,
যদিও আমার মহব্বত তোমার সুন্দর বুলিতে,,
যদি হও তুমি বিশ্বাসঘাতক বলে দাও!!
আমি চলে যাব দূর অচেনাতে,,,,
সত্যি বলছি, আমি কোন মিথ্যুক বা প্রতারক নই ।
তারপরো যদি ধোকা দাও ক্ষমা পাবে না অন্তকালে।
Bengali love poem by rabindranath tagore
অনন্ত প্রেম
– রবীন্দ্রনাথ ঠাকুর
তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
গাঁথিয়াছে গীতহার,
কত রূপ ধরে পরেছো গলায়,
নিয়েছ সে উপহার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
যত শুনি সেই অতীত কাহিনী,
প্রাচীন প্রেমের ব্যথা,
অতি পুরাতন বিরহমিলন কথা,
অসীম অতীতে চাহিতে চাহিতে
দেখা দেয় অবশেষে
কালের তিমির রজনী ভেদিয়া
তোমারি মুরতি এসে,
চিরস্মৃতিময়ী ধ্রুভতারকা বেশে।
আমরা দুজনে ভাসিয়া এসেছি
যুগল প্রেমের স্রোতে
অনাদি কালের হৃদয়-উৎস হতে।
আমরা দুজনে করিয়াছি খেলা
কোটি প্রেমিকের মাঝে
বিরহ বিধুর নয়ন সলিলে,
মিলন মধুর লাজে—
পুরাতন প্রেম নিত্য নূতন সাজে।
আজি সেই চির দিবসের প্রেম
অবসান লভিয়াছে
রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।
নিখিলের সুখ, নিখিলের দুখ,
নিখিল প্রাণের প্রীতি,
একটি প্রেমের মাঝারে মিশেছে
সকল প্রেমের স্মৃতি—
সকল কালের সকল কবির গীতি।
Love Poem in Bengali for girlfriend
স্বপ্নে দেখা – ইন্তিখাব আলম
আষাঢ়ের সন্ধ্যায়, বর্ষার আগমনে,
এক নিরালা ভাঙা কাঠের সেতু,
পারাপারের সময়,
তোমার হাতে হাত রেখে,
তোমার বিস্ময় ভরা আঁখির দিকে চেয়ে আছি।
কালোমেঘে ঘেরা আকাশ হয়তে,
হঠাৎ করে আসা না বলা বৃষ্টি,
হিমেল হাওয়ায়,
ভিজিয়ে দিল দুটি শরীর।
তোমার সেই পুরানো ভাঙা ছাতার নীচে ,
শীতল বাতাসে, বৃষ্টির টাপুর টুপুর শব্দে,
ভূমি থেকে ওঠে আসা মাটির মেটো গন্ধে,
হারিয়ে যায় দুজনে কোন অদূরে।
বিদ্যুৎ চমকায়, বাদল গর্জায়,
দমকা হাওয়া শুরু হয়,
অঝোর ধারায় বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ,
প্রায় ভিজে যায় দুজনে,
তখনো তোমার সেই পুরানো ভাঙা ছাতার নীচে।
বিদ্যুতের ঝলকানিতে, ভয় পেয়ে জড়িয়ে ধরে,
শান্ত বধূর মতো , একদৃষ্টে চেয়ে,
তোমার ভয়মিশ্রিত কন্ঠে, কিছু বলার আগেই
তোমার ঠোঁটের নরম স্পর্শ ছুঁয়ে যায় ,
জীবনের প্রথম চুম্বন।
তোমার সেই লজ্জা মিশ্রিত অস্পষ্ট হাসিমাখা মুখখানা,
প্রতিরাতে আমার স্বপ্নে হাতছানি দেয়,
কে তুমি? কেন বার বার স্বপ্নে দেখা দাও?
তোমার জন্যে যেন আমি অপেক্ষায় আছি।
ইচ্ছেজাগা – দিপেশ সরকার
যদি তোমার উরনার আরালে ভালোবাসা খুঁজি আমাকে দেবে..?
যদি তোমার কমল স্পর্শে হৃদয়ের স্পন্দনে স্পন্দিত হয়,
আমাকে আপন করে নেবে..?
তোমার হাতের অনামিকা জুরে আমার হাতের আঁকিবুঁকি।
তোমার ঠোঁটে আমার ঠোঁটের লুকোচুরি।
আশকারা দেবে…?
যদি বলি আমি দিশেহারা হয়ে গেছি।
যদি বলি তোমার প্রেমে আমার মতিভ্রম হয়েছে।
আমাকে পাগল বলবে না তো..?
ওই যে তোমার নূপুর চুরিতে রুমঝুম।
সকাল বিকাল মিষ্টি সুরের গুনগুন।
ওই যে তোমার কানের ঝুমকোদুল গো।
তোমার মাথায় সাজানো বুনোফুল।
ওদের আমি খুব ভালোবাসি।
তোমার ড্রইং খাতাই লুকিয়ে রাখা
সমুদ্রের পাড়ে দারিয়ে থাকা সেই প্রেমিক প্রেমিকা।
বৃষ্টিভেজা বিকালে সেই প্রেমিক প্রেমিকা।
ওরাই তো আমার কবিতা।
তুমি পড়বে….?
পড়ো না একবার।
পড়লেই জানতে পাড়বে কত যন্তনা লুকানো আছ
Love Poem in Bengali lyrics
যে প্রেম স্বর্গ থেকে এসে
জীবনে অমর হয়ে রয়।
যে প্রেম স্বর্গ থেকে এসে
জীবনে অমর হয়ে রয়।।
সেই প্রেম আমাকে দিও
জেনে নিও
তুমি আমার প্রানের চেয়ে প্রিয়।
তুমি আর আমি আর কেউ নাই
এমন একটা যদি পৃথিবী হয়
মিলনের সুখে ভরে যায় বুক
যেখানে আছে শুধু সুখ আর সুখ
সেই সুখ আমাকে দিও।।
জেনে নিও
তুমি আমার প্রানের চেয়ে প্রিয়।
চাই না কিছুই তো জীবনে আর
তোমার মুখটা যদি দেখি একবার
এ জীবন করেছ কত যে মধুর
হৃদয়ে কত গান কত যে সুর
সেই সুর আমাকে দিও
জেনে নিও
তুমি আমার প্রানের চেয়ে প্রিয়।
শুধু তোর কারনে বেচে আছি
শুধু তোর কারনে বেচে আছি,
তুই দুঃখ
দিলে মরে যাবো।
হৃদয় উজাড় করে ভালোবাসি,
তুই ছাড়া
প্রানে মরে যাবো।
মরে যাবো রে,মরে যাবো।
মরে যাবো রে,মরে যাবো।
আমি কার জন্যে বেচে থাকবো?
আমি কার জন্যে বেচে থাকবো?
তোকে পাবো বলে,
এই পৃথিবীতে আমি নেই আজও নিশ্বস।♪♪
আমার এইনা হৃদয়,
শুধু তোর কথা কয়,
আমি তোরেই করি বিশ্বাস।
তোকে পাবো বলে,
এই পৃথিবীতে
আমি নেই আজও নিশ্বাস।
আমার এইনা হৃদয়,শুধু তোর কথা কয়।
আমি তোরে করি বিশ্বাস।
ৃমরে যাবো রে,মরে যাবো।
মরে যাবো রে,মরে যাবো।
আমি কার জন্যে বেচে থাকবো?
আমি কার জন্যে বেচে থাকবো?
তুই থাকলে দূরে মন ভেঙে চূড়ে,
আমি হয়ে যাই নিশ্ব।
আমার এইনা আশা,
এই ভালোবাসা।আজ না হয় যেন অদৃশ্য।
তুই থাকলে দূরে মন ভেঙে চূড়ে,
আমি হয়ে যাই নিশ্ব।
আমার এইনা আশা,
এই ভালোবাসা।আজ না হয় যেন অদৃশ্য।
মরে যাবো রে,মরে যাবো।
মরে যাবো রে,মরে যাবো।
আমি কার জন্যে বেচে থাকবো?
আমি কার জন্যে বেচে থাকবো?
শুধু তোর কারনে বেচে আছি,
তুই দুঃখ
দিলে মরে যাবো।
হৃদয় উজাড় করে ভালোবাসি,
তুই ছাড়া প্রানে মরে যাবো।
মরে যাবো রে,মরে যাবো।
মরে যাবো রে,মরে যাবো।