Bangla Love Poem
প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো – Bangla Love Poem। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।
- যখন আমি তোমায় বলি,আমি তোমাকে ভালোবাসি,তখন তা আমি অভ্যাসের বশে বলি না,তখন আমি তোমাকে মনে করিয়ে দিই যে তুমিই আমার জীবন।
- দুনিয়ার জন্য তুমি একটা মানুষ,কিন্তু আমার কাছে তুমি আমার সম্পূর্ন দুনিয়া।
যতক্ষন না ভালোবাসায় পাগলামো মেশে,ততক্ষন ভালোবাসা গভীর হয় না।
ছোট্র একটি আশা ভালোবাসার জন্ম দেওয়ার জন্য যথেষ্ঠ ।
তোমার জন্য ভালোবাসা কি তা আমি জেনেছি। I Love You So Much.
- কখন ও কখনও প্রেম কঠিন হতে পারে। কিন্তু তার জন্য সব কিছু করা যেতে পারে।
তুমি কি চাইছো প্রকৃত প্রেম বলার আগেই বুজে নিবে।
ঘৃণার দ্বারা নয়,জীবন যুব্ধে ভালোবাসা দিয়ে জিততে হয়।
- এই জীবনে এমন একজন থাকা উচিত যাকে সব কথা বলা যায়।
আমায় তুমি ভুলবার চেস্টা করো না,কারণ তুমি আমায় ভুলতে পারবে না।
খুব ভালো লাগে,যখন কেউ আমার যত্ন আমার নিজের থেকে বেশি করে নেয়।
ভালো লাগে,যখন আমি কিছু না বললেও,আমাকে দেখে তুমি ছোট্র হাসি দাও।
সেই মেয়েটির কথা আমার সবচাইতে মিষ্টি লাগে যাকে আমি ভালোবাসি।
আমি অভিমানীকে মানাতে পারি না,তাই কখনো অভিমান করো না।
- আপন করে নেওয়া প্রেম নয়,প্রেম হল আপন জনের মনে জায়গা করে নেওয়া।
তোমাকে চাই শুধুই আমার মতো করে ।
আমার ইচ্ছা অনেক তবে প্রয়োজন শুধুই তোমাকে।
এই পাগলী আমায় একটু ভালোবাসবি।
এই তোমার মনটা কত পৃষ্ঠার বই,এত এত পৃষ্ঠার মাঝেও আমার অধ্যায় কই।
- তোমার কথা ভেবে আমার দিন কেটে যায়তোমার মুখ ভেসে ওঠে স্বপ্নের পর্দায়
তোমায় নিয়ে স্বপ্ন দেখি,তোমার ছবি মনে আকি
তুমি আমার মানের মাঝের মিষ্ঠি কোকিল পাখি।
- আমার ভিতর তুমি থাকো,তোমার ভিতর আমি,
দূরে গেলে ভালোবাসার নিশ্চত মরণ হবে জানি,
জনম জনম থেকো পাশে,ভুলনা গো আমায়,
আমি তোমায় ভালবাসবো;তুমি বাসবে তো আমায়?
- ভালোবাসার মানুষকে
চোঁখ দিয়ে দেখতে হয় না,
হ্নদয় দিয়ে অনুভব করতে হয়!
তাই আমি তোমাকে
না দেখেও ভালোবাসি,
তুমি আছো অনেক দূরে
তবু ও আছো আমার হ্নদয় জুড়ে!!
- চোখের কি দোষ বল;
দেখতে চায় তোমাকে
দৃষ্ঠির কি দোষ বল;
ভাল লাগে তোমাকে
প্রভুর কি দোষ বল; বানিয়েছে তোমাকে
মনের কি দোষ বল;
মন চায় তোমাকে
হ্নদয়ের কি দোষ বল
সুন্দর লাগে তোমাকে
আমার কি দোষ বল
ভালবাসি তোমাকে।