Bangla Caption for FB

প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো Bangla Caption for FB ও bengali caption for fb ক্যাপশন ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

 

FB Caption Bangla

১.তুমি বিশ্বাসী প্রেমে, আর আমি ভালোবাসায়।

২.এখন আর কেউ বলে না,বিকালে মাঠে আসিস।

৩.সেই কষ্ঠ পায়,যে অন্যকে কষ্ঠ দিতে পারে না।

৪.কি করে আমায় ভুলে গেলে তুমি।

৫.তুই কি আমার খারাপ থাকার অসুখ হবি।

 

fb-post-image-love

 

 

৬.আপনার মনের শান্তির জন্য,তাদের ক্ষমা করুন,যারা ক্ষমা পাবার যোগ্য নয়।

৭.সাফল্য কোনও দুর্ঘটনা নয়। এটি কঠোর পরিশ্রম,সহ্যশক্তি,অধ্যয়ন এবং ত্যাগের ফল।

৮.কখনই আশা হারাবেন না।কারণ আপনি জানেন না আগামীকাল কী চমৎকার হতে পারে।

 

Get Caption – Bangla Love Caption 

 

৯.অতীত ও ভবিষৎ নিয়ে না ভেবে বর্তমানে আপনার কী করা উচিত,তা করুন।

১০.জীবন কে উপভোগ করো,আমার উপর রাগ করে থেকো না।

১১.নিজেকে জানো,নিজেকে সময় দিন,তাহলেই ভালো থাকবেন।

১২.যখন দুরে থাকি তখন তোমায় আরো বেশী ভালোবাসি।

 

fb-status

 

Read More- Bengali Whatsapp Status

 

১৩.আমায় নিয়ে সমালোচনা করার আগে নিজের সমালোচনা করুন।

১৪.সুখ খোঁজা বন্ধ করে দিয়েছি,কারণ সুখ খুঁজতে খুঁজতে নিজের নিজের বর্তমান কে হারিয়ে বসেছি।

১৫.নিজের ভিতরের সুন্দরতা খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা বহন করে নিজেকে সুন্দর করে তুলতে।

১৬.যুদ্বে নেমে পিছনে আসতে নেই।

১৭.নিজের মেয়ে মানুষ করা যায়,কিন্তু শ্বাশুরির মেয়ে কে না।

১৮.কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর।

১৯.আঘাত না পেলে কখনো ঘুরে দাঁড়ানো যায় না।

২০.দেখা হয় কিন্তু তাকানোটা হয় না।

২১নিজেকে সময় দিস,দেখবি কষ্ঠ কমে যাবে।

২২.তোমাকে হারিয়েছি আমার ভালোবাসাকে নয়।

২৩.যে চলে গেছে তার য্ওয়ারই কথা ছিল।

২৪.দুঃখিত বিরক্ত করার জন্য।

২৫.মাফ করবেন নিজ গুনে।

 

 

fb-bangla-post

 

Bangla short Caption for FB

 

  • সারাদিন তোকে নিয়েই ভাবি।
  • মিথ্যা বলা ছেড়ে দিলে সব ঠিক হয়ে যায়।
  • আমি আছি আগের মতোই শুধু তুমি বদলে গেছ।
  • আজও সেই কুরআন আছে নেই শুধু ঈমান।
  • সবচেয়ে বড় সুন্নাত হলো মিথ্যা না বলা।
  • আমি কতো বার গিয়েছি তোমার বাড়ির কাছে,শুধু একবার তোমায় দেখবো বলে।
  • আমায় একা করে চলে গেলে,তবে মন থেকে কি হরে হারাবে তুমি!
  • তুমি ছিলে আমার। আমি তোমায় রাখতে পারিনি,ক্ষমা করো আমায়।
  • ভালো থাকিস,নিজের খেয়াল রাখিস,আর আমায় ভুলিস না।
  • যে অপেক্ষা করতে পারে,সেই ভালোবাসতে পারে।
  • আমি তোমার পথ চেয়ে থাকি,তুমি কি তা জান না।
  • একবার বলে দেখ আমি তোমার জন্য কি করতে পারি,বল না প্লিজ।
  • আমি যা বলি তা মন থেকে বলার চেস্টা করি,তা তোমার জানা আছে।
  • ৭০ বছর পরে কল দিলেও তোমাকে আমি চিনবো।

 

Caption for Facebook Bangla

 

নিজের অভ্যন্তরীণ সৌন্দর্যই হলো একজন মানুষের অগ্রগতির প্রধান অঙ্

 

❤$$💐 দুঃখিত বিরক্ত করার জন্য। 💐$$❤

 

Smile দ্বিতীয় স্থানে থাকা এমন এক জাদু যেটা তুমি তোমার ঠোঁটের সাথে করতে পারো

 

একবার আয়নার দিকে তাকিয়ে দেখো তুমি তোমার প্রতিদ্বন্দ্বীকে দেখতে পাবে

 

আমি খুশি কারণ তুই আমার বোন/দিদি আমার পৈচাশিক আনন্দ হয় কারণ তুই এই বিষয় নিয়ে কিছুই করতে পারবিনা

 

এটা আমার Attitude নয় এটা আমার style man

 

সব নিয়ন্ত্রণকে গুড়িয়ে দাও , দাঁড়িয়ে থাকো সবার থেকে পৃথক ভাবে , নিজের মস্তিষ্কের নয় শুধু গুরুত্ব দাও নিজের মনকে

আমার মন গিয়েছে চুরি ওগাে মন গিয়েছে চুরি । তার ঠোটের কোণে একটু হাসি আমি ভুলতে’ যে না পারি।

 

তুমি মিষ্টি মিষ্টি বলেই আমি দুষ্টু হয়েছিলাম । মিছিমিছি প্রিয়ে আমি পাবলিকের ধােলাই খেলাম।

 

শােনাে একটা গােপন খবর দেব আমি তােমায়। দেখে যদি কেউ তােমায় আমায়, বাজার ফাটবে প্রেমের বােমায়।।

 

Caption for fb Bangla

 

সাধারণত আমি খিস্তি মারি না,
আর যদি মেরে থাকি-তাহলে!
You deserve it

 

 

যদিও গল্পটা ব্যর্থতায় ভরা,
তবুও আমি আমার গল্পে সেরা।

 

 

যেচে কথা বলি বলে,
মূল্যহীন ভেবো না।

 

 

আমি হয়তো দুষ্টু,
কিন্তু খারাপ না

 

 

দিন আমারও আসবে শুধু সময়ের অপেক্ষা

 

 

সবার সাথে তাল মিলিয়ে
চলা আমার পক্ষে সম্ভব নয়
কারন আমি মানুষ
তবলা নই।

 

 

তুই ঠিকই বলেছিলিস,
Yes, I Deserve Better

 

 

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয়  Bangla Caption for FB বাণী শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ