Romantic Bangla Love Status – Quotes Valobahsar Kobita SMS Shayari

If are you looking for new Bangla love Status? Here you will get latest love Status in bangla font. I will share new bengali romantic bhalobasar love Status kobita with beautiful text picture, hope all of you like this bengali love Status collection,

 

Bangla Love Status Shayari

যেমনি করে লুকিয়ে থাকে
সমুদ্রে হাজার মুক্ত মনি,
তেমনি করেই তোমার মনের গোপন কথা
আমি এখন জানি,
নাইবা হলো তোমার আমার সাথে আমার দেখা, বাসবো ভালো অনুভবে রইবো আমি একা
যদি চাঁদ ওঠে তোমাকে দেখে
বল নীলিমার অপরাধ কি তাতে
সুন্দর ঝর্না ওই ধারায়
যদি নীল আকাশ দিগন্তে হারায়,
আমি চায় যে তোমাকে জড়াতে
ভালোবাসার অনুরাগের ছোঁয়াতে

jodi chand uthe tomay dekhe, bolo nilimar oporadh ki tate, sundor jhorna dharay, jodi nil akash digonte haray, ami chai je tomake jorate, bhalobasar onurager choyate

 

তোমার বাহুতে আমাকে জড়িয়ে নাও,
তোমার নিশ্বাসে আমাকে ভরিয়ে দাও,
মনের বিরহ আর সয়না তোমার ভালোবাসায়,
আজ তোমার প্রেমের ছোঁয়াতে আমাকে ভরিয়ে দাও।

 

যেমনি করে লুকিয়ে থাকে
সমুদ্রে হাজার মুক্ত মনি,
তেমনি করেই তোমার মনের গোপন কথা
আমি এখন জানি,
নাইবা হলো তোমার আমার সাথে আমার দেখা, বাসবো ভালো অনুভবে রইবো আমি একা
যদি চাঁদ ওঠে তোমাকে দেখে
বল নীলিমার অপরাধ কি তাতে
সুন্দর ঝর্না ওই ধারায়
যদি নীল আকাশ দিগন্তে হারায়,
আমি চায় যে তোমাকে জড়াতে
ভালোবাসার অনুরাগের ছোঁয়াতে

jodi chand uthe tomay dekhe, bolo nilimar oporadh ki tate, sundor jhorna dharay, jodi nil akash digonte haray, ami chai je tomake jorate, bhalobasar onurager choyate

 

শুধু একবার আমাকে জড়িয়ে
হৃদয়ের স্পন্দন অনুভব করে দেখো।
কথা দিচ্ছি আমার হৃদয়ের কথা শুনে
তুমি ছেড়ে যেতে পারবে না।

 

 

মনের কথা আর লুকিয়ে রেখোনা,
হৃদয়ে তোমার যা আছে বলে দাও তাকে আর চেপে রেখোনা,
ভালোবাসার আগুন জ্বলছে দুজনের মনে
হৃদয় আমার অনুভব করেছে সেটা তোমার মায়াবী নয়নে।

 

moner kotha lukiye rekona, hridoye tomar ja ache bole dao take ar chepe rekhona, bhalobasar agun jolche dujoner mone, hridoy amar onuvob koreche seta tomar mayabi noyone.

দেখেছি তোমাকে যেদিন থেকে
আমার মন থাকেনা মনে,
হৃদয় চায় আজ ভেঙ্গে দেই
পৃথিবীর সাথে সব সম্পর্ক,
মন করে তোমাকে নিয়ে
পাড়ি দিয়ে চলে যাবো সাত সমুদ্রর,
যেখান থেকে পাবেনা কেউ
তোমার আমার খবর,

 

মনে মনে কথা বলি
আসবে তুমি কখন,
হৃদয় বলে আসবে তুমি
যখন আমি দেখবো নিশিথে স্বপন,

তোমাকে একটু দেখেই এটা বুঝেছি
আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি,
এখন আমি কোথায় যাবো তোমায় ছেড়ে
তুমি যে বেঁধে ফেলেছো তোমার প্রেমের বাহুডোরে

 

Bangla Bhalobasar Love SMS

 

  • কল্পনার জগতে মন হারিয়ে যেতে চায়
    তোমার কোলে মাথা রেখে সপ্ন দেখতে চায়।
    তুমি আমার জন্য এটুকু উপকার করে দাও,
    তোমার মনে আমার নামটি লিখে নাও

 

  • ভালোবাসা সেটাই যা একদিক থেকে হয়,
    পরিপূর্ণ ভালোবাসতো এক অসীম সমুদ্র,
    যদি আমাকে ভালোবাসো চোখের ভাষায় পরে নিয়ো,
    মুখের ভাষার প্রেম হলো শুধু প্রদর্শনী এটা তুমি জেনে রেখো।

 

  • তোমার সব কিছু আমার কাছে ভালোবাসা মনে হয়,
    একটু খানি আড়াল হলে হাজার বছর মনে হয়,
    প্রথম আমি ভাবিনি এখন অনেক ভবি
    তুমি আমার অনেক প্রিয় তোমাকে আপন বলে মানি

 

 

  • অনেক দূরে আছি বলে কোরনা মন খারাপ
    তোমার আমার হবে দেখা হবে নতুন আলাপ
    থাকবে তুমি তাকিয়ে আমার দিকে অপলক দৃষ্টিতে
    প্রেমের শুরু হবে তখন তোমার আমার শুভ দৃষ্টিতে।

 

  • তোমাকে ভালোবেসে চাওয়া আমার সরলতা,
    তোমাকে ভালবাসি বলটা আমার দুর্বলতা।
    কেনো বোঝেনা আমার চুপ থাকার বিষয়টা
    কেনো বলতে হবে তোমাকে অনেক ভালোবাসি এই কথাটা !!

 

 

  • আমার সব সপ্ন সত্যে হয়ে যাক
    তোমার সাথে আমার জীবন জড়িয়ে যাক,
    আমি নিয়ে এসেছি তোমার জন্য নিয়ে
    হাজারটার মধ্যে থেকে একটি গোলাপ,
    তোমার আমার হবে প্রেমের নতুন আলাপ,

 

  • আমার ভালোবাসার কোনো অন্ত নেই,
    তোমার মন ছাড়া আমার হৃদয়ে আর কারো স্থান নেই।
    তোমার ফুল বাগানের একটি গোলাপ আমি হতে চায়।
    পারলে তুমি দিও আমায় তোমার মনে ঠাই।

 

Bangla Love Sms For Lover Girlfriend

আমি এটা কখনো বলবনা পাগলী
তোকে না পেলে জীবন দিয়ে দেবো,
কিন্তুু কথা দিতে পারি !
তুই যদি আমাকে ভালবাসিস
সারাজীবন তোর সাথেই থাকবো

 

  • ami eta kokhono bolbona, toke na pele jibon diye debo, kintu kotha dite pari, tui jodi amake bhalobasis, sara jinon tor sathei thakbo.

 

ভালোবাসার আজ সুন্দর সময়
রেখোনা মনে কোনো বাঁধন,
তুমি যাকে ভালোবাসো
বলে দাও তোমার মনের কথা
প্রকাশ পাক হৃদয়ের গোপন ভাষা।

 

 

  • bhalobasar aj sundor somoy, rekhona mone kono badhon, tumi jake bhalobaso bole dao
    tomar moner kotha, prokas pak hridoyer gopon bhasa.

 

সুগন্ধের মত তোমার চারপাশে ছড়িয়ে যাবো
আনন্দ হয়ে তোমার হৃদয় ভরিয়ে দেবো,
অনুভব করার চেষ্টা করে দেখো
অনেক দূরে থেকেও তোমার নজরে আসবো,

 

  • sugondher moto tomar charpase choriye jabo, anondo hoye tomar hridoy voriye debo, onuvob korar chesta kore dekho, onek dure thekeo tomar nojore asbo. bangla love sms for you,

 

 

তুমি যদি হাজার জনের মধ্যে থেকে আমাকে বেছে নাও,
তাহলে আমিও কথা দিলাম,
লক্ষ্য জনের মধ্যে কখনও তোমাকে হারিয়ে যেতে দেবনা,

 

  • tumi jodi jajar joner modhye theke amake beche nao
    tahole amio kotha dilam
    lokhyo joner modhye kokhono tomake hariye jete deno na,

 

 

তেমন কথা দিয়োনা যেটা রাখতে পারবে না
তাকে চেয়না যাকে তুমি কখনও পাবেনা,
বন্ধুতো পৃথিবীতে অনেক আছে,
কিন্তুু এমন একটি বন্ধু রেখো যাকে ছাড়া তুমি হাসতে পারবে না।

 

 

  • temon kotha diyo na jeta rakhte parbe na, take cheyona jake tumi kokhono pabena, bondhu to prithibite onek ache, kintu emon ekti bondhu rekho jake chara tumi haste parbe na,

 

 

 

Heart Touching Bangla Status

 

না আমি তোমাকে হারাতে চাই,
না তোমাকে ভুলে যেতে চায় চাই,
যতদিন বেঁচে আছি আমি তোমার সাথেই থাকবো,
শুধু এই কথাই আমি সারাক্ষণ বলে যাবো,

 

 

হৃদয় আমার নরম Chocolate
তুমি dry fruits আর আমার heart beat
জীবন হবে fruit and nut
যদি পায় তোমার মতো riend

 

 

ঈশ্বরের কাছে চায় তুমি খুশি থাকো,
পার্থনতে চায় তুমি ভালো থেকো।
যখন ভবি তোমার কাছে কি চাইবো ?!
কি তোমার কাছে আমার আসা !
জানলে তুমি অবাক হবে !
তোমার কাছে চাইবো আমি সারাজীবনের ভালোবাসা।

 

 

সময় অনেক মধুর হয়
যখন তুমি পাশে থাকো,
আশা তখন ভাষা পায়
যখন তুমি নিজেকে সাজাও
তোমার হাতের ছোয়ায় যাদু আছে এমন
ঝিনিকের মধ্যে মুক্তা লুকিয়ে থাকে যেমন।

 

 

তোমার এই মিষ্টি ভালোবাসা
নিয়ে আসে আমার মনে সুখের আশা,
প্রেম ভরা এমন শুভ দিনে
তোমার কাছে আরো একবার
তোমাকে ভালবাসি বলবো শতবার।

Bangla Quote