Good Morning Wishes in Bengali

প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো চিন্তা ভাবনা নিয়ে উক্তি – Good Morning Wishes in Bengali । আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

Good Morning Wishes in Bengali

Good Morning Wishes in Bengali-pic-download

 

ভোর হলো দোর খোলো বন্ধু তুমি ওঠরে,
ওই দেখ তোমার মোবাইলে এস,এম,
এস টা এলোরে, তুলো মোবাইল খোলো চোখ এস,
এম,এস টা পররে, এস,এম,
এস টা বলছে শুভসকাল হলো রে।

 

 

আলো আঁধারের এ কি মিলন মেলা,
পাখিরা সব করছে খেলা,
এর বলছে তারা মিষ্টি সুরে,
শুভ হোক তোমার সারা বেলা।
-শুভসকাল-

 

 

 

নতুন ভোর, নতুন আশা, নতুন রোদ,
নতুন আলো, মিষ্টি হাসি, দুষ্ট চোখ,
স্বপ্ন গুলো পূর্ণ হোক। আকাশে সূর্য,
নিচে আলো, দিনটি তোমার কাটুক ভালো।
-শুভ সকাল-

 

 

 

রাত গেলো ভোর হলো, সব তারা নিভে গেলো,
স্বপ্নগুলো দূরে গেলো,
শুরু হলো নতুন দিন সবাইকে জানাই।
শুভসকাল

 

 

 

রাত পেরিয়ে হলো ভোর,
তোমার চোখে এখনো ঘুমের ঘোর,
উঠো বন্ধু উঠো, চোখটা মেলে দেখো,
কি অপূর্ব মিষ্টি সকাল, তোমাকে জানায়।
-শুভসকাল-

 

 

 

আধার কেটে সকাল হলো, ঊষার আলো ছড়িয়ে গেলো।
সূর্য মামা মিষ্টি হেসে, সোনার কাঠি ছুঁয়ে গেলো।
ছোট্ট পাখি বললো এসে ওঠো বন্ধু প্রভাত হলো।

 

 

 

চাঁদের এল ফিরে এলো, তারা গুলি সব হারিয়ে গেলো,
সূর্য মামা উঠলো হেসে তাড়িয়ে দিলো রাত।
ভালোবেসে বন্ধু তোমায় জানায় সুপ্রভাত।

 

 

সূর্যের আলো ঘুম ভাঙালো, ভোরের পাখি গান শুনালো,
দূর আকাশের ঝাপসা আলো, কানে কানে বলে গেলো,
বন্ধু কি আছো ভালো? সকাল যে হয়ে গেলো।
-শুভসকাল-

 

Good Morning Quotation in Bengali

 

হালকা সকাল মেঘলা আকাশ,
মৃদু মৃদু বইছে বাতাস,
চোখ খুলেছি তোমার টানে,
আমায় রেখো তোমার মনে,
কাটুক একটা ভাল দিন,
জানাই তোমায় গুড মর্নিং !

 

 

তোমার জন্য জোসনা রাত, রূপালী চাঁদ,
তোমার জন্য তারার মেলা, মিষ্টি সকাল বেলা।
-শুভসকাল-

 

 

রাতের আধার পেরিয়ে মিট মিট করে সূর্য
পাখির কণ্ঠে ভেসে আসছে মধুর গান
আলোয় ভোরে যায় গোটা দেশ
এমন একটা সময় তোমাকে জানাই
বন্ধু ভালোবাসার একটি মিষ্টি গোলাপ।
-শুভ সকাল –

 

Good Morning Message in Bengali

 

রাতের বুকে মাথা রেখে, চাঁদ ঘুমায় মনের সুখে,
স্বপ্নের কোল ছেড়ে বন্ধু, ভোরে উঠো হাসি মুখে…
~ মিষ্টি সুপ্রভাত নিয়ে ~

 

 

 

পূব আকাশে হাসলো রবি ফুটলো নতুন আলো,
কোকিল ডাকে কুহূ কুহূ ঘুমের নেশা ছাড়ো,
স্নিগ্ধ ভোর স্বপ্ন সকাল বিদায় নিলো রাত,
এস.এম.এস. জানিয়ে দিলাম তোমায় মিষ্টি সুপ্রভাত।

 

 

 

গুড মর্নিং জান
দিনের শুরুতে বুক ভরা ভালোবাসা নিও,
অন্তরের অনন্ত প্রেম নিও, মনের মায়া নিও,
বিনিময়ে এই পাগলটাকে সারাদিন একটু ভালোবাসা দিও।

 

 

 

সূখের জন্য স্বপ্ন দুঃখের জন্য হাসি,
দিনের জন্য আলো চাঁদের জন্য নিশি,
মনের জন্য “আশা”,
তোমার জন্য রহিলো আমার “ভালোবাসা”
শুভ সকাল।

 

 

 

সকাল বেলার পাখি আমি ফুলের বাগানে থাকি,
ঘুম থেকে জাগিয়ে দিতে মিষ্টি শুরে ডাকি,
ভালো থেকো সারারাত ও দিন, তোমাকে জানাই।
সুপ্রভাত

 

 

টিপ টিপ বৃষ্টির টুপ টুপ শব্দ,
ঝিরি ঝিরি বাতাসের মৃধু মৃধু গন্ধ।
মিটি মিটি তারাদের লুকো-চুরি খেলা,
এই নিয়ে ভালো থেকো সারা বেলা।
শুভ সকাল

 

 

 

বৃষ্টির মাঝে সকাল সাঝে,
মেঘের শব্দ কানেতে বাজে।
তোমার সৃতি বুকের মাঝে,
মনের ভেতর ঘন্টা বাজে।
তাই জীবন কাটাবো প্রেমহিন,
ভবিষ্যৎ হবে রঙিন ।
আবার এলো সেই বৃষ্টির দিন,
সবাইকে জানাই গুড মর্নিং।

 

 

Download Good Morning Images

Download Good Morning Images

 

 

View post on imgur.com

 

 

View post on imgur.com

 

 

View post on imgur.com

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয়  Good Morning Wishes in Bengali   উক্তি  ও ক্যাপশন  – বাণী শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

 

পড়তে পারেন:-
Bangla Quote