আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা সেরা ফেসবুক শর্ট ইসলামিক স্ট্যাটাস বাংলা ।…
ইসলামিক শুভ সকাল স্ট্যাটাস
প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো ইসলামিক শুভ সকাল স্ট্যাটাস, ক্যাপশন , উক্তি ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।
ইসলামিক শুভ সকাল স্ট্যাটাস, ক্যাপশন
- সম্পদ বলে – আমাকে উপার্জন করো,
বাকী সব কিছু ভুলে যাও
সময় বলে – আমাকে অনুসরন করো,
বাকী সব কিছু ভুলে যাও
ভবিষ্যত বলে – আমার জন্যসংগ্রাম করো,
বাকী সব কিছু ভুলে যাও
আল্লাহ বলেন- শুধু আমাকে স্বরনকরো,
বাকী সব কিছু আমি দেব।-শুভ সকাল
- জীবন সাজাই নামায দিয়ে,
মন সাজাই ঈমান দিয়ে,
শরীর সাজাই নবীর সুন্নত দিয়ে,
আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে..!-শুভ সকাল
- নামাজ রোজা নাহি কাজা করবো না ভাই কভু,,
নয়তো রাজা দিবেন সাজা যিনি মোদের প্রভু,,
নামাজ রোজা অনেক সোজা ইচ্ছে যদি করো,,
মনের মতো সময় মতো নামাজ রোজা করো,,
পণ করো আজ পড়বো রাখবো সদা রোজা,,
তা না হলে পরকালে পেতে হবে সাজা,,
বেহেস্তেতে থাকবো মেতে হবে কত মজা-শুভ সকাল
- মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই,
দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই।
যাকে তুমি আপন ভাবো সে হবে পর,
আপন হবে নামাজ, রোজা অন্ধাকার কবর।- শুভ সকাল
- মৃত্যু কি তোমার প্রতিশ্রুত সময় নয় ?
সুতরাং তোমার কি প্রস্তুতি রয়েছে !
চুলের শুভ্রতা কি তোমাকে ভীতি প্রদশন করেনি ?
সুতরাং তোমার কি অজুহাত রয়েছে !
কবরে কি তোমার শয্যা হবেনা ?
তখন তোমার কি বক্তব্য থাকবে !
আল্লাহর কাছে কি তোমার প্রত্যাবতন হবেনা ?
তখন তোমার সাহায্যকারী কে হবে – শুভ সকাল
- মা গো আমি শিক্ষবো না আর হাট্টিমা টিম টিম
কোরআন থেকে শিক্ষবো আমি আলিফ লাম মিম
একটি করে অক্ষরেতে দশটি করে নেকী -শুভ সকাল
- একদিন সাদা কাপড় পড়ে,
যেতে হবে অন্ধকার কবরে ।
তোমার সব কিছু পড়ে রবে দুনিয়াতে ,
একটু ভাবো মরন কালে তোমার সাথে কি যাবে ?
তাই আল্লাহকে ভয় করো ।- শুভ সকাল
- প্রিয় গ্রাহক, প্রতি ৫ ওয়াক্ত নামাজে আপনি পেয়েছেন ৫ বার বেয়াম, ৫ বার পবিত্রতা, ৫ বার আল্লহর সাক্ষাত করার সুবর্ণ সুযোগ । জ্বলে উঠুন আল্লাহর রহমতে । -শুভ সকাল
- আয় ছেলেরা, আয় মেয়েরা , নামাজ পড়তে যাই ।
রাস্তা ঘাটে বসে থেকে কোন লাভ নাই ।
৫ ওয়াক্ত নামাজ পড়লে ভালো হয় মন ।
এসো আমরা নামাজ পড়ে ধন্য করি জীবন । -শুভ সকাল
- আল্লাহ পাকের চারটি রহমত
যা বেশীর ভাগ মানুষের পছন্দ নয়ঃ
১. কন্যা সন্তান ।
২. মেহমান ।
৩. বৃষ্টি ।
৪. রোগ বা অসুস্থতা । -শুভ সকাল
- যখন তোমার জীবনের উপর আঘাত আসবে, ইসলাম দিয়ে তা প্রতিহত কর ।আর যখন ইসলামের উপর আঘাত আসবে,তোমার জীবন দিয়ে তা প্রতিহত কর ।—- হযরত আলী (রাঃ)
- আয় ছেলেরা, আয় মেয়েরা , নামাজ পড়তে যাই ।
রাস্তা ঘাটে বসে থেকে কোন লাভ নাই ।
৫ ওয়াক্ত নামাজ পড়লে ভালো হয় মন ।
এসো আমরা নামাজ পড়ে ধন্য করি জীবন ।- শুভ সকাল
সকাল নিয়ে ইসলামিক উক্তি
হজরত সাখার আল-গামেদি (রা.) সূত্রে বর্ণিত, রাসুল (সা.) এ দোয়া করেছেন, ‘হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুকে বরকতময় করুন।’ (আবু দাউদ, হাদিস : ২৬০৬)
হজরত ফাতেমা বিনতে মুহাম্মদ (সা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘একদা রাসুল (সা.) আমার ঘরে এসে আমাকে ভোরবেলায় ঘুমন্ত অবস্থায় দেখলেন, তখন আমাকে পা দিয়ে নাড়া দিলেন এবং বললেন, মা মণি! ওঠো! তোমার রবের পক্ষ থেকে রিজিক গ্রহণ করো! অলসদের দলভুক্ত হয়ো না। কেননা আল্লাহ সুবহে সাদেক থেকে সূর্যোদয় পর্যন্ত মানুষের মধ্যে রিজিক বণ্টন করে থাকেন। ’ (আত-তারগিব, হাদিস নং : ২৬১৬)
শপথ প্রভাতকালের, যখন তা আলোকোজ্জ্বল হয়। নিশ্চয় জাহান্নাম ভয়াবহ বিপদগুলোর অন্যতম। ’ (সুরা : মুদ্দাসিসর, আয়াত : ৩৩-৩৫)
প্রিয় নবী (সা.) ইরশাদ করেন, ‘সকালবেলায় রিজিকের অন্বেষণ করো। কেননা সকালবেলা বরকতময় ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময়। ’ (মাজমাউজ জাওয়ায়েদ, হাদিস নং : ৬২২০)
শপথ তাদের, যারা অভিযান বের করে প্রভাতকালে। ’ (সুরা : আদিআত, আয়াত নং : ০৩)
উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় ইসলামিক শুভ সকাল স্ট্যাটাস ক্যাপশন ,উক্তি শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ
পড়তে পারেন:-