Bangla good morning sms text
প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো Bangla good morning sms text উক্তি ও ক্যাপশন ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।
Good Morning Bengali Text Sms
দুবলা ঘাসের ডগায় জমে থাকা
এক ফোঁটা শিশির বিন্দুর স্পর্শে
ভরে উঠুক তোমার প্রতিটি সকাল ।
###শুভ সকাল ###
স্বপ্ন দেখার প্রহর শেষে
ফিরলো পরি ঘুমের দেশে
কালো মেঘের আড়াল থেকে সূর্য দিলো দেখা
তাকিয়ে দেখো ভোরের আলোয় নতুন স্বপ্ন লেখা ।
## শুপ্রভাত ##
ভোরের প্রথম সোনালী আলো
স্বপ্ন নতুন জাগিয়ে গেলো
শিশির ভেজা ঘাসের পাতায়
তোমার হাতের আলতো ছোঁয়ায়,
ফুটলো সকাল, কাটলো রাত,
তাই মিষ্টি মুখে জানাই ‘সুপ্রভাত‘
সকালে শুনি কোকিলের কুহু কুহু ডাক
দূর আকাশে উড়ে যায় সাদা বকের ঝাঁক
বাতাসের শীতল হাওয়ায় মন মাতাল
বন্ধু তোমাকে জানাই ‘শুভ সকাল‘
যদি হাতে রাখো হাত
আনবো ডেকে নতুন প্রভাত
করবো শুরু নতুন করে দিন
বন্ধু তোমায় জানাই-
*** হ্যাপি গুড মর্নিং ***
ছোট্ট পাখি বললো এসে আমার কানে কানে
সূর্যি মামা উঠেছে জেগে নতুন কিছুর টানে
সুখে থেকো ভালো থেকো রেখো ভালোবেসে
মিষ্টি সকাল জানিয়ে দিলাম ছোট্ট sms এ
— Good Morning —
শুভ সকাল শান্ত মন
তুমি বন্ধু আছো কেমন
রাত ফোহালো ভোর হলো
আমি বন্ধু আছি ভালো
ভালো থেকো সারা দিন
তোমাকে জানাই গুড মর্নিং ……।।
স্নিগ্ধ আলো রোজ সকালে
আছড়ে পড়ে নদীর তীরে,
শুভ সকাল পৌঁছে দিলাম
তোমার হৃদয়ের মন্দিরে …।।
— Good Morning —
নিশি যখন ভোর হবে
সুখ তারা গুলো নিভে যাবে
সামনে আসবে একটা নতুন দিন
দিন টা হোক অমলিন
শুভ হোক তোমার প্রতিদিন ।
*** শুভ সকাল ***
স্নিগ্ধ সকাল নীল আকাশ
মৃদু মৃদু বইছে বাতাস
চোখ খুলছি তোমার টানে
আমায় রেখো তোমার মনে
কাটুক একটা ভালো দিন-
জানাই তোমায় গুড মর্নিং ।।
ডাকছে কোকিল গাইছে গান,
নতুন দিনের আহবান
উঠবে সূর্য দিবে আলো
দিনটা তোমার কাটুক ভালো ।
*** শুভ সকাল ***
সকাল বেলার পাখি আমাই ফুল বাগানে থাকি
ঘুম থেকে জাগিয়ে দিতে মিষ্টি সুরে ডাকি
ভালো কাটুক আজ সারাটা দিন
তোমাকে জানাই গুড মর্নিং ।
সকাল হলো নয়ন খোলো ঘুম কে বলো আড়ি
আমার এসএমএস পৌঁছে গেছে বন্ধু তোমার বাড়ি
ফুলের গন্ধে ভরে উঠুক তোমার আজ সকাল
তাইতো তোমায় জানাই মিষ্টি শুভ সকাল ।
একটা নতুন সূর্য উঠুক , সাত টা রঙের ফুল ফুটুক
ফুলের বুকে ভ্রমর যুটুক, সুখের ঝাঁপি উজাড় করে
নতুন দিন সুন্দর কাটুক ।
### সুপ্রভাত ###
ঘুম ঘুম রাতের শেষে, সূর্য আবার উঠলো হেসে
ফুটলো আবার আলো, দিনটা সবার কাটুক ভালো
শুরু হলো নতুন দিন, জানাই এবার ( গুড মর্নিং )
পড়তে পারেন:-