Bangla koster sms
Welcome to bangla sad sms , koster sms In this post you will get many nice and fresh new bangla sad sms or bangla sad status .
Bangla koster sms – Sad sms Bengali
জীবনের গতির কথা ভাবলে
পা দুটোর গতিও থেমে রয় ।
নিঃসঙ্গ এই পথে তখন
আত্মবিশ্বাস টুকুই সঙ্গি হয় ।
কষ্ট আমার বুকের পাঁজর, বুকে চেপে রাখি
অসহায় মন নিয়ে সবার মাঝে হাসি ।
সুখ আমার চোখের কাঁটা থাকে সে দূরে
তাইতো আমি একা একা নিরবে যাই কেঁদে ।
ফেলে আসা এক নদীর ধারে
খুজে বেড়াই আমি তারে ।
দেয়না দেখা আমায় কভু
তার খেয়াল রেখো তুমি প্রভু ।
Nodir kosto hoy pani shukiye gele,
gacher kosto hoy, pata jhore gele,
rater kosto hoy, chand dube gele,
ar manusher kosto hoy aponjon vul bujhle.
নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে
গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে
রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে
আর মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে ।
Mone rakhbo tomake chirodin,
tumi jekhanei thako, joto din.
tomake niye ghurbo sritir ghor,
jodio tumi hoye gecho amar por,
tobuo miss korbo tomay jibon vor.
মনে রাখবো তোমাকে চিরদিন
তুমি যেখানেই থাকো যত দিন
তোমাকে নিয়ে ঘুরবো স্মৃতির ঘর
যদিও তুমি হয়ে গেছো আমার পর
তবুও মিস করবো তোমায় জীবন ভর ।
Popular Bangla Sad sms
সব সময় নিজেকে অনেক একা ভাবি,
কারন জানি পাশে থাকার মত কেউ নেই ।
মাঝে মাঝে কাউকে অনেক আপন ভাবি,
পাশে গিয়ে দেখি সবাই আমার কল্পনা ।
অবাক পৃথিবীতে বাস করি,
ভালোবাসার কথা বলার মত দুই একজন থাকলেও
তা বুঝার মত কেউ নেই ।
অতিরিক্ত মন খারাফ হলে মানুষ একেবারে নিরব
নিথর হয়ে যায় । একা থাকতে ভালোবাসে ।
কারন তখন তার সমস্যাকে কেউ নিজের মত
করে দেখে না , বা মূল্যায়ন করে না । তাই মন
খারাফের বেলায় একাকীত্ব হয় মানুষের সঙ্গী ।
কষ্টের সাথে যাদের বসবাস রাত টা তাদের জন্য
যে কি কষ্টের সেটা শুধু তারাই জানে । সারাদিন
কষ্ট গুলো বুকের মাঝে চেপে রাখলেও রাতে
যেন কোন ভাবেই ঠেকানো যায় না । বুক ফেটে
কষ্ট গুলো বের না হলেও চোখ ফেটে বের হয়ে আসে অশ্রু ।
জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য
শত কারন দেখাবে । তুমি বুকে
হাত দিয়ে জীবনকে হাজারো কারন
দেখিয়ে দাও, জয়ী হওয়ার ।
হাসি সব সময় সুখের অনুভূতি
বুজায় না, এটা মাঝে মাঝে এটাও
বুঝায়, আপনি কতটা বেদনা লুকাতে পারেন ।
প্রেম করিনি কষ্ট পাবার ভয়ে,
কাউকে মন দেই নি, মনের মানুষ পাইনি বলে,
আজও একা আছি আমি, সেই স্বপ্নের রাজকুমারীর দেখা পাবো বলে ।
যদি জানতাম তোমার কষ্টের কারন হবো আমি,
তোমার এক ফোটা অশ্রুর কারন হবো আমি, তবে
সত্যি বলছি, কখোনো আসতাম না তোমার জীবনে,
শুধু দূর থেকে ভালোবেসে যেতাম তোমায় ।
তোমায় ভালোবাসি বলে, তোমার দেয়া কষ্ট গুলো ভালো লাগে
তোমার ভালোবাসি বলে, ভালো লাগে অপেক্ষার প্রহর গুনতে
তোমায় ভালোবাসি বলে, স্বপ্নে বিভোর থাকতে ভালো লাগে,
শুধু তোমায় ভালোবাসি বলে,
জেনেছি জীবনের অর্থ মানেই তুমি ।
ভালোবাসা শব্দটা শুনলেই যদি তোমাকে মনে পড়ে
তাহলে আজও বলবো, তোমাকে ভালোবাসি ।
আজও তোমায় নিয়ে দেখা কতগুলো স্বপ্নকে মিস করি,
আজও একটা ফোন কলের অপেক্ষা করি ।
তোমার হেলো বলা কণ্ঠটা আজও মিস করি
আজও মিস করি তোমায় ।
আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেলো,
আকাশে লিখলাম, আকাশ মেঘে ঢেকে গেলো ,
কিন্তু যখনই হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে ।