প্রকৃতির ডাক প্রকৃতি হাতছানি দিয়ে ডাকে হারাতে ইচ্ছে হয় পাহাড়ি নদীর বাঁকে, দুর্গম পথ পেরিয়ে…
সুপ্রভাত কবিতা
আজকে আমরা আপনাদের জন্য সুপ্রভাত কবিতা শেয়ার করবো আশাকরি ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার কাছের মানুষদেরে সাথে শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ।
সুপ্রভাত নিয়ে কবিতা
গিরগিটি রং বদলায় আত্মরক্ষার জন্য,
মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য!
শুভ সকাল !!
সকালের রোদ তুমি,
বিকেলের ছায়া।
ঘোধুলির রং তুমি,
মেঘের মায়া।
ভোরের শিশির তুমি,
জোছনার আলো।
আমি চাই তুমি থাকো,
সব সময় ভালো।
শুভ সকাল !!
অনুকরণ নয়,
অনুসরণ করুন।
নিজেকে খুজুন,
নিজেকে জানুন,
and নিজের পথে চলুন।
শুভ সকাল !!
ফুটল রে ওই
রবির আলো,
রবি বাসরীয় সুপ্রভাত !!
যার উতপত্তি আছে,
তার বিনাশ ও আছে।
কষ্টের ও যেমন শুরু আছে,
শেষ ও আছে।
আমাদের সেই ‘শেষ মুহূর্ত’ টা
দেখার জন্য অপেক্ষা করতে হবে।
সুপ্রভাত বন্ধু!!
এবার থেকে আর কাউকে বোকা বানাবো না,
কারণ বাস্তবের কাছে সবাই বোকা হয়ে আছি!
শুধু একটাই কথা বলবো,
নিজের লক্ষে কাজ করে যাও।
সফল তুমি হবেই।
সুপ্রভাতের সুভেচ্ছা রইলো!!
সাধারণ হওয়াটাই একটা
অসাধারণ বিষয়, সবাই
সাধারণ হতে পারে না।
শুভ সকাল!!
স্বপ্ন ভেঙ্গে গেলে
সেটা পরের রাতে আবার আসবে।
কিন্তু মন ভেঙ্গে গেলে সেটা
আর আগের মতো জোড়া লাগবে না।
সুপ্রভাতের সুভেচ্ছা রইলো!!
হতাশ হবেন না যখন পরিকল্পনাগুলো
সফল হয়না। মনে রাখবেন, ঈশ্বর
আপনার জন্য আরও উত্তম
পরিকল্পনা করে রেখেছেন।
শুভ সকাল!!