স্মৃতিচারণ নিয়ে উক্তি – স্ট্যাটাস – বাংলা বাণী

স্মৃতি মানুষ কে অনেক প্রভাবিত করে। আজকে কিছু পপুলার স্মৃতিচারণ নিয়ে উক্তি বা বাংলা বাণী , স্ট্যাটাস শেয়ার করবো। আশারাখি আপনাদের ভালো লাগবে।

স্মৃতিচারণ নিয়ে ক্যাপশন

★অনেক miss করছি,
মন পাখি তোরে..
কোথায় আছিস কেমন আছিস,
আমার চোখের আড়ালে…
শুনতে ইচ্ছে করে
তোর মিষ্টি সুর,
বলনা পাখি তুই
কোথায় আছিস কতো দূর।

 

★ অনুরোধে নয় অনুরাগে তোমাকে চাই____ অভিলাসে নয় অনুভবে তোমাকে চাই____ বাস্তবে না পেলে ও কল্পনাতে তোমাকে চাই____ সর্বপরি জানতে চাই তুমি কেমন আছো ????

 

★ আজ অনেক বৃষ্টি ঝরছে তোমায় খুব মনে পড়ছে,বৃষ্টি তে আজ ভিজব না সুখে দের আর কুজব না,বৃষ্টি মিস করছে আমায় আমি মিস করছি তোমায়… I Miss You Very Much..

 

★ আমাদের চাওয়া পাওয়া পুড়ে পুড়ে হলো ছাই হায় হৃদয়ের ঋন,শুধু হৃদয়ে বাড়াই মনে কি পরে না স্মৃতির ফুল তোলা সোনালী সুতোয় বোনা হারানো সে দিন মনে কি পরে না রোদেলা সুখে দুজনে ছিলাম কত কাছাকাছি মনে কি পরে না,মনে কি পরে না……

 

★ আমার ভাবনা বলে I miss you , আমার মন বলে I feel you, আমার চোখ বলে I see you, আমার হৃদয় বলে I like you, আমার এসএমএস বলে How Are You

 

★ আমার সত্যিকারের ভালোবাসাটা হয়তো তোমার কাছে কিছুই ছিলোনা…. কিন্তু… তোমার সেই মিছেমিছি ভালোবাসাটাই ছিল আমার কাছে অনেক কিছু~

 

★ এক চোখে ঘুম আর এক চোখে স্বপ্ন!! এক পাশে নীল আর এক পাশে কাশবন এক পাশে সমুদ্র আর এক পাশে পাহার এক পাশে মি আর এক পাশে আমি বলনা জানুপাখী কেমন আছো তুমি।

 

★ একা একা সারাহ্মন পথ চেয়ে থাকি¤ কল্পনাতে শুধু তারি ছবি আঁকি¤ বর্ষার কাব্য লাগেনা যে ভালো¤ তাকে শুধু মনে পড়ে¤

 

★ একটু খানি শোন একটু আমায় জানো.. একটু খবর নিয়ো,, একটু যখন একা, একটু দিয়ো দেখা,, একটু নিয়ো খোঁজ Sms দিয়ো রোজ রাকেশ প্রধান।

 

★ একটু খানি শোন একটু আমায় জানো..একটু খবর নিয়ো,,একটু যখন একা,একটু দিয়ো দেখা,,একটু নিয়ো খোঁজ Sms দিয়ো।

 

★ এখন ও তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে, এখন ও তোমার সেই আসন! আমার হৃদয় জুড়ে, হৃদয় জুড়ে অস্থিরতা এখনও আমি বুঝি, লোকালয় ছেঁড়ে নির্জনেতে তোমায় খুঁজি….. ___আই মিসস ইউ শচিন।

 

★ কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না…

 

★ কাজল কালো আঁখি তোমার, চাঁদের মতো মুখ, না দেখলে বন্ধু তোমায় লাগে না যে সুখ, যেখানে আছো যেভা আছো ভালো থেকো মন চাইলে খবর নিও কেমন আছি আমি।

 

★ কেমন আছ জানতে চাই,, মোখের কথাও শুনতে চাই। আমি আচি খুবভাল,, তুমি কেমন? তাই বল….I miss you..

 

★ গোলাপকে ছিড়তে গেলে কাঁটা লাগে হাতে, মনের মানুষকে ভুলতে চাইলে ব্যথা লাগে বুকে, তাই শত কষ্টের মাঝে মনে রাখতে চাই তোমাকে. I miss you.

 

★ চলেই যদি যাবে,
তবে এসেছিলে কেন?
তিলে তিলে গড়ে তোলা
একা থাকার অভ্যাস
কেন বদলে দিয়ে গেলে?
কেন আজ শূন্যতায় ভরা চারিপাশ।
কেন আজ তোমাকে Miss করছি।,
তুমি ফিরে আসো
অথবা আমার একা থাকার অভ্যাস
ফিরিয়ে দিয়ে যাও ।।

 

★ জানিনা কিভাবে তোমার দেখা পাবো,জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো,জানিনা কতটা আপন ভাবো তুমি আমায়। শুধু জানি এই অবুঝ মনটা অনেক মিস করে তোমায়।

 

★ যখন তোমাকে খুব মিস করি,, তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি.. জানি সেখানে তোমাকে দেখব না.. কিন্তূ এই ভেবে শান্তনা পাই যে,, দুজনে এক আকাশের নিচেই তো আছি….

 

★ টিপ টিপ বৃস্টি পরছে অঝোরে আজ সারা দিন ধরে____ বিসন্ন ভাবনায় কাটে না সময়, তাকে শুধু মনে পরে।

 

★ যেদিন আমি হারিয়ে যাব,বুঝবে সেইদিন বুঝবে… অস্তপারের সন্ধেতারায় আমার খবর পুচবে,বুঝবে সেইদিন বুঝবে।

 

★ তোমার হারানো srity আমাকে এখনো কাঁদায়, কেন চলে গেলে আমাকে ছেড়ে, তোমাকে ভুলে যাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমাকে ভুলতে পারি নাই… I miss u।

 

★ তুমি কি অনুভব করতে পারো আমার হৃদয় ভাঙ্গার বেদনা? তুমি কি শুনতে পাও আমার সপ্ন ভাঙ্গার কান্না? যদি তুমি আমাকে বুঝতে তবে আমাকে একা ফেলে চলে যেতে না I Miss u।

 

★ তুমি চলে যেতে পারবে, কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা, স্মৃতি গুলোকে নিয়ে যেতে পারবে না॥ হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে, কিন্তু আমার ভালোবাসাকে কোনদিনও ভুলতে পারবে না । প্রতিটি মূহুর্ত তোমাকে স্মরণ করিয়ে দিবে, নিরবে চোখের জল ফেলতে হবে, আমার এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য।

 

★ তুমিও আমাকে এক দিন ভালোবাসবে, যেভাবে তোমাকে আমি ভালোবাসতাম।

 

★ প্রেমে পরলে এই দুআ পড়তে হয় I LOVE YOU, প্রেম ভাঙ্গিলে এই দুআ পড়তে হয় I HATE YOU , তাঁরপর আজীবন কেঁদে কেঁদে এই দুআ পরতে হয় I MISS YOU।

 

★ প্রতিক্ষণে পড়ে মনে তোমার কথা, তোমার জন্য আমার এতো ব্যাকুলতা। হারিয়ে যাই ভাবনার সাগরে তোমায় ভেবে।মনের ঘরে স্বপ্ন সাজাই তোমায় নিয়ে। কেনো থাকো আমায় ছেঁড়ে দূরে দূরে,আমিতো পারিনা এক মুহূর্ত থাকতে তোমায় ভুলে।তুমিহীনা নিঃশ্ব লাগে নিজেকে।শুন্যতা আসে নেমে এই হৃদয় জুড়ে।

 

ফুল তো বাগানের তবে হাতে কেন? চাঁদতো আকাশে তবে জ্বলে কেন ? জলতো সাগরে, তবে চোখে কেন ? মনতো আমার তবে বার বার তোমাকে মনে পরে কেন??

 

★ বাতাসের হাতে একটি চিঠি পাঠিয়ে দিলাম আজ। আমি আছি অনেক দূরে সঙ্গে অনেক কাজ। বাতাস তুই একটি কথা বলে দিস তাকে, আমি তাকে মিস করছি হাজার কাজের ফাঁকে।

 

★ মাঝে মাঝে তোমার কথা ভেবে আমার চোখে পানি এসে পড়ে … এতটা miss করি তোমাকে … আবার সাথে সাথে যখন তোমার সাথে কাটানো প্রিয় মুহূর্ত গুলোর কথা মনে পড়ে ,, তখন আমি কান্না ভেজা চোখেই হেসে উঠি….

 

★ মাঝে মাঝে তোমার স্মৃতি গুলো ভীষন কাঁদায়। আনমনে ভাবতে থাকি,, কোথায় যেন হারিয়ে যাই। তখন তোমাকে কাছে পাবার বাসনা খুব তীব্র হয়।

 

★ মানুষের জীবনে চাওয়ার শেষ নেই স্বপ্নের সমাপ্তি নেই আকুলতার অন্তি নেই আমার চাওয়া তুমি স্বপ্ন তুমি আমার সব আকুলতা শুধু তোমার মাঝে আমার জীবন শুধু তোমাকে ঘিরে॥

 

★ মানুষের জীবনেচাওয়ার শেষ নেইস্বপ্নের সমাপ্তি নেইআকুলতার অন্তি নেইআমার চাওয়া তুমিস্বপ্ন তুমিআমার সব আকুলতাশুধু তোমার মাঝেআমার জীবনশুধু তোমাকে ঘিরে॥

 

★ মি নেই বলে, রাত আসে চাঁদ হাসে না। তুমি নেই বলে, ফুল ফোটে ভ্রোমর আসেনা। তুমি নেই বলে, ভোর হয় পাখি ডাকে না। তুমি নেই বলে, একা একা কিছু ভালো লাগে না….. …::শূন্য জীবন::.

 

★ মনে রাখব তোমাকে cirodin, তুমি যেখানেই থাক jotodin. তোমাকে নিয়ে ঘুরবো Sritir ঘর, যদিও তুমি হয়ে গেছ আমার Por, তবুও Miss করব তোমায় জীবনভর.

 

★ রাতের বুকে চাঁদের আলো,আমি তো নেই ভাল।তুমি আমার কত আপন,তোমার জন্য কাঁদে এ মন।তাই জানতে চাই আছো কেমন?

 

★ সেই সেদিন থেকে ঝুলে শূন্যের কাটা-তারে ; দিকভ্রান্ত, বিভ্রান্ত আমি মিথ্যে মরিচিকায় তোমাকে খুঁজেছি। আজ বড় জানতে ইচ্ছে করছে কেমন আছ তুমি ?

 

★ আমাদের চাওয়া পাওয়া পুড়ে পুড়ে হলো ছাই হায় হৃদয়ের ঋন,শুধু হৃদয়ে বাড়াই মনে কি পরে না স্মৃতির ফুল তোলা সোনালী সুতোয় বোনা হারানো সে দিন মনে কি পরে না রোদেলা সুখে দুজনে ছিলাম কত কাছাকাছি মনে কি পরে না,মনে কি পরে না।

 

★ আমার সত্যিকারের ভালোবাসাটা হয়তো তোমার কাছে কিছুই ছিলোনা…. কিন্তু… তোমার সেই মিছেমিছি ভালোবাসাটাই ছিল আমার কাছে অনেক কিছু।

 

★ এখন ও তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে, এখন ও তোমার সেই আসন! আমার হৃদয় জুড়ে, হৃদয় জুড়ে অস্থিরতা এখনও আমি বুঝি, লোকালয় ছেঁড়ে নির্জনেতে তোমায় খুঁজি….. ___আই মিসস ইউ শচিন।

 

★ যখন তোমাকে খুব মিস করি,, তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি.. জানি সেখানে তোমাকে দেখব না.. কিন্তূ এই ভেবে শান্তনা পাই যে,, দুজনে এক আকাশের নিচেই তো আছি….

 

★ তোমার হারানো srity আমাকে এখনো কাঁদায়, কেন চলে গেলে আমাকে ছেড়ে, তোমাকে ভুলে যাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমাকে ভুলতে পারি নাই… I miss u।

 

★ তুমিও আমাকে এক দিন ভালোবাসবে, যেভাবে তোমাকে আমি ভালোবাসতাম।

 

★ মাঝে মাঝে তোমার কথা ভেবে আমার চোখে পানি এসে পড়ে … এতটা miss করি তোমাকে … আবার সাথে সাথে যখন তোমার সাথে কাটানো প্রিয় মুহূর্ত গুলোর কথা মনে পড়ে ,, তখন আমি কান্না ভেজা চোখেই হেসে উঠি…. I miss U TishA

 

★ তুমি নেই বলে, রাত আসে চাঁদ হাসে না। তুমি নেই বলে, ফুল ফোটে ভ্রোমর আসেনা। তুমি নেই বলে, ভোর হয় পাখি ডাকে না। তুমি নেই বলে, একা একা কিছু ভালো লাগে না….. …::শূন্য জীবন::…

 

★ মানুষের জীবনে চাওয়ার শেষ নেই স্বপ্নের সমাপ্তি নেই আকুলতার অন্তি নেই আমার চাওয়া তুমি স্বপ্ন তুমি আমার সব আকুলতা শুধু তোমার মাঝে আমার জীবন শুধু তোমাকে ঘিরে॥

 

★ অনুরোধে নয় অনুরাগে তোমাকে চাই____ অভিলাসে নয় অনুভবে তোমাকে চাই____ বাস্তবে না পেলে ও কল্পনাতে তোমাকে চাই____ সর্বপরি জানতে চাই তুমি কেমন আছো ????

 

★ অনুরোধে নয় অনুরাগে তোমাকে চাই____অভিলাসে নয় অনুভবে তোমাকে চাই____বাস্তবে না পেলে ও কল্পনাতে তোমাকে চাই____সর্বপরি জানতে চাই তুমি কেমন আছো ????

 

★ আজ অনেক বৃষ্টি ঝরছে তোমায় খুব মনে পড়ছে,বৃষ্টি তে আজ ভিজব না সুখে দের আর কুজব না,বৃষ্টি মিস করছে আমায় আমি মিস করছি তোমায়… I Miss You Very Much..

 

★ আমাদের চাওয়া পাওয়া পুড়ে পুড়ে হলো ছাই হায় হৃদয়ের ঋন,শুধু হৃদয়ে বাড়াই মনে কি পরে না স্মৃতির ফুল তোলা সোনালী সুতোয় বোনা হারানো সে দিন মনে কি পরে না রোদেলা সুখে দুজনে ছিলাম কত কাছাকাছি মনে কি পরে না,মনে কি পরে না……

 

★ আমার ভাবনা বলে I miss you , আমার মন বলে I feel you, আমার চোখ বলে I see you, আমার হৃদয় বলে I like you, আমার এসএমএস বলে How Are You

 

★ আমার সত্যিকারের ভালোবাসাটা হয়তো তোমার কাছে কিছুই ছিলোনা…. কিন্তু… তোমার সেই মিছেমিছি ভালোবাসাটাই ছিল আমার কাছে অনেক কিছু।

 

★ এক চোখে ঘুম আর এক চোখে স্বপ্ন!! এক পাশে নীল আর এক পাশে কাশবন এক পাশে সমুদ্র আর এক পাশে পাহার এক পাশে মি আর এক পাশে আমি বলনা জানুপাখী কেমন আছো তুমি।

 

★ একা একা সারাহ্মন পথ চেয়ে থাকি¤ কল্পনাতে শুধু তারি ছবি আঁকি¤ বর্ষার কাব্য লাগেনা যে ভালো¤ তাকে শুধু মনে পড়ে¤

 

★ একটু খানি শোন একটু আমায় জানো.. একটু খবর নিয়ো,, একটু যখন একা, একটু দিয়ো দেখা,, একটু নিয়ো খোঁজ Sms দিয়ো রোজ রাকেশ প্রধান

 

★ কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না…

 

★ কেমন আছ জানতে চাই,, মোখের কথাও শুনতে চাই। আমি আচি খুবভাল,, তুমি কেমন? তাই বল….I miss you..

 

★ গোলাপকে ছিড়তে গেলে কাঁটা লাগে হাতে, মনের মানুষকে ভুলতে চাইলে ব্যথা লাগে বুকে, তাই শত কষ্টের মাঝে মনে রাখতে চাই তোমাকে. I miss you.

 

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় স্মৃতিচারণ নিয়ে উক্তি শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

Bangla Quote