সময় – তসলিমা নাসরিন
রাত তিনটেয় ঘুম ভেঙে গেলে এখন আর বিরক্ত হই না
রাতে ভালো ঘুম না হলে দিনটা ভাল কাটে না – এমান বলে লোকে ।
দিন যদি ভাল না কাটে তাহলে কি কিছু যায় আসে !
আমার দিনই বা কেন , রাতই বা কেন ?
দিন দিনের মতো বসে থাকে দূরে , আর রাত রাতের মতো ,
ঘুমিয়ে থাকার গায়ে মুখ গুঁজে গুঁটি গুঁটি শুয়ে থাকে জেগে থাকা ।
এসব দিন রাত , এসব সময় , এসব বিয়ে আমার করার কিছুই নেই ,
জীবন আর মৃত্যু একাকার হয়ে গেলে কিছু আর করার থাকে না কিছু না ।
আমি এখন মৃত্যু থেকে জীবনকে বলে কয়েও সরাতে পারি না ,
জীবন থেকে মৃত্যুকে আলগোছে তুলে নিয়ে রাখতে পারি না কোথাও আপাতত ।
- এই শীতে – বুদ্ধদেব বসু
- নকশী কাঁথার মাঠ – জসীমউদ্দিন
- নিমন্ত্রণ – জসীমউদ্দীন
- মুক্তিযুদ্ধের কবিতা – বুদ্ধদেব বসু
- শিরোনামহীন – বুদ্ধদেব বসু
- ডাক – শ্রীজাত
- বাঙলা ভাষা – হুমায়ুন আজাদ
- তুমি কোনোদিন কাউকে বলো না – জসীম উদ্দীন মুহম্মদ