Bangla Noboborsho kobita By Rabindranath Tagore

বাংলা নববর্ষ বাঙালির এক অনন্য উৎসব, বাংলার অন্যতম জাতীয় উৎসব। নববর্ষ মানে নবজন্ম বা পুনর্জন্ম বা পুনরুজ্জীবনের ধারণা,আর সেই পুনরুজ্জীবনের ধারণা, পুরাতন বছরকে বিদায় দেয়া, নতুন বৎসরে প্রবেশ করার আনন্দ বিভিন্ন কবি সাহিত্যিকের কলমে প্রকাশ পেয়েছে বহুকাল ধরে। আমরা ঠিক তারই একটা ছোঁয়া পাই রবীন্দ্রনাথ ঠাকুরের নববর্ষ নিয়ে লিখিত বিভিন্ন কবিতায়।

নববর্ষে – রবীন্দ্রনাথ ঠাকুর

নিশি অবসানপ্রায়, ওই পুরাতন

বর্ষ হয় গত!

আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন

করিলাম নত।

বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও,

ক্ষমা করো আজিকার মতো

পুরাতন বরষের সাথে

পুরাতন অপরাধ যত।

আজি বাঁধিতেছি বসি সংকল্প নূতন

অন্তরে আমার,

সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন

ভুলিব আবার।

তখন কঠিন ঘাতে এনো অশ্রু আঁখিপাতে

অধমের করিয়ো বিচার।

আজি নব-বরষ-প্রভাতে

ভিক্ষা চাহি মার্জনা সবার।

আজ চলে গেলে কাল কী হবে না-হবে

নাহি জানে কেহ,

আজিকার প্রীতিসুখ রবে কি না-রবে

আজিকার স্নেহ।

যতটুকু আলো আছে কাল নিবে যায় পাছে,

অন্ধকারে ঢেকে যায় গেহ —

আজ এসো নববর্ষদিনে

যতটুকু আছে তাই দেহো।নিশি অবসানপ্রায়, ওই পুরাতন

বর্ষ হয় গত!

আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন

করিলাম নত।

বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও,

ক্ষমা করো আজিকার মতো

পুরাতন বরষের সাথে

পুরাতন অপরাধ যত।

আজি বাঁধিতেছি বসি সংকল্প নূতন

অন্তরে আমার,

সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন

ভুলিব আবার।

তখন কঠিন ঘাতে এনো অশ্রু আঁখিপাতে

অধমের করিয়ো বিচার।

আজি নব-বরষ-প্রভাতে

ভিক্ষা চাহি মার্জনা সবার।

আজ চলে গেলে কাল কী হবে না-হবে

নাহি জানে কেহ,

আজিকার প্রীতিসুখ রবে কি না-রবে

আজিকার স্নেহ।

যতটুকু আলো আছে কাল নিবে যায় পাছে,

অন্ধকারে ঢেকে যায় গেহ —

আজ এসো নববর্ষদিনে

যতটুকু আছে তাই দেহো।

 

Another Bangla Kobita

Bangla Quote