Islamic sms Bengali

★পুরো পৃথিবী ৭০ বার বিক্রি করলেও
জান্নাতের একটি ইটের দামও হবেনা
-সুবহানাল্লাহ

★লা-হাওলা ওলা কুয়্যাতা ইল্লাহ বিল্লাহ।
– এই দোয়া ৯৯ রোগের চিকিৎসা।

★সর্বশ্রেষ্ঠ দো’আ হলো
আলহামদুলিল্লাহ।
আর-
সর্বোত্তম যিকির হলো
লা ইলাহা ইল্লাল্লাহ।

★আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত।
– বৃষ্টি মানেই রহমত।
– বৃষ্টি মানেই নেয়ামত।

★মৃত্যুর বিছানায় শুয়েও।
– যিনি উম্মতের জন্য কেঁদেছেন তিনি হলেন।
– হযরত মুহাম্মদ [সা:]

★হে মুমিনগন,
জুমআর দিনে যখন সালাতের
আজান দেয়া হয়.তখন তোমরা
আল্লাহর স্বরন পানে ত্বরা কর.
এবং কেনাবেচা বন্ধ কর.
এটা তোমাদের জন্য উত্তম.
যদি তোমরা এটা বুঝ !

★“মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়,
সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার
প্রতি কদমে আল্লাহ একটি নেকী
দান করেন এবং একটি
করে গোনাহ মোচন করেন।

__বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)

★ঐ সকল নারী জাহান্নামী,
যারা কাপড় পরেও উলঙ্গ থাকে।”

—বিশ্বনবী হযরত মোহাম্মদ(সঃ) ..!

★সম্পদ তোমাকে পাহারা দিতে হয়,
কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখে।”
_-হযরত আলী

★তুমি যত বেশি সততার সাথে কথা
বলবে তত বেশী সম্মানিত হবে।
-হযরত আলী (রাঃ)

★ওজু করে আকাশের দিকে তাকিয়ে।
-কালেমা শাহদাত পড়লে।
-৪৯ কোটি আমলনামায় যোগ হয়।

★আল্লাহ এমন কোন রোগ পাঠাননি
যার আরোগ্যের ব্যবস্থা দেননি।
-সহীহ্ বুখারী ৫৬৭৮।

★মধুর একটি বাক্য।
– লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ।

★জান্নাতের মাটির রং হবে
ময়দার মতো সাদা।
– হযরত মুহাম্মাদ (সাঃ)

★মুহাম্মদ (সা:) বলেছেন।
– ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং
ডান কাত হয়ে ঘুমাতে।
– [সহীহ বুখারী: ৩২৮০]

★নামাজ কে বল না কাজ আছে।
কাজ কে বল
আমার নামাজ আছে।

★দুনিয়া টা আল্লাহর রহমতে ঘেরা।
– কিন্তু দুনিয়ার মানুষ
গুলো অহংকারে সেরা।

★এতিমকে গলা ধাক্কা দিয়োনা
কারন আমি নিজেই এতিম ছিলাম।
-হযরত মোহাম্মদ (সাঃ)

★সবচেয়ে সুখী ব্যক্তিই সেই যাকে।
-আল্লাহ তা’য়ালা
১জন পূণ্যবতী স্ত্রী দান করেছেন ।

★শীতের অজু। গরমের রোজা।
যৌবনের ইবাদত ।
-আল্লাহর কাছে খুব পছন্দনীয়।

★ঘুমানোর আগে আল্লাহ’র
কাছে মাফ চেয়ে নিবেন।
– হতেও তো পারে আজ আপনার শেষ রাত।

★যখন বান্দা কোনো কিছু চাওয়ার
জন্য দুই হাত তুলে দোয়া করে,
তখন আল্লাহ সেই দোয়া ফিরিয়ে
দিতে লজ্জাবোধ করেন।
(তিরমিজি, ৩৫৫৬)।

★ভালো মৃত্যু লাভের দুয়া:
اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُ
كَ حُسْنَ الْخَاتِمَةِ

(আল্লহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খ-তিমাহ)
অর্থ:- হে আল্লাহ। আমি আপনার কাছে উত্তম মৃত্যু চাই।
-[১/তিরমিযী ২১৪০]

★ভয় পেও না আমি তোমাদের সাথেই আছি,
আমি সব শুনি এবং দেখি।
– আল-কুরআন।

★নামাজ বাদ দিও না।
– কারন নামাজ তোমাকে সব
বিপদ থেকে রক্ষা করবে ।
– সুবহানাল্লাহ

★যে ঘরে কন্যাসন্তান জন্ম নেই,
সে ঘর বরকতয়।
হযরত মোহাম্মদ (সাঃ)

★আমরা প্রতিদিন ৮৬৪০০
সেকেন্ড সময় শ্বাস নেই ।
এর জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া।

★ওযু করে আকাশের দিকে তাকিয়ে
কালিমা শাহাদাত পড়লে।
৪৯ কোটি সওয়াব আমলনামায় লিখা হয়।

★পৌঁছে দাও
কালেমার দাওয়াত
-লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)

★-কাউকে বার বার ডাকলে রাগ
করে কিন্তু,
-আল্লাহ কে বার বার ডাকলে
তিনি খুশি হয়!

★পুরো পৃথিবী ৭০ বার বিক্রি করলেও
জান্নাতের একটি ইটের দামও হবেনা
-সুবহানাল্লাহ

Bangla Quote