Islamic Bani Bangla

★নীতিবান হও ওমরের মতো ।
লজ্জাশীল হও ওসমানের মতো ।
বন্ধু হও আবু বকরের মতো
বীর হও আলীর মতো ।
আর জীবন গড় রাসূল (সাঃ) এর মতো ।

★একবার কি ভেবেছেন…
কেমন হবে সেই রাতটা
যে রাত হবে আমাদের
কবরের
প্রথম রাত ।

★যে চক্ষু আল্লাহর ভয়ে
কাঁদে, সে চক্ষুকে
জাহান্নামের আগুন
স্পর্শ করবেনা ।
তিরমিযী- ১৬৩৯

★একদল জাহান্নামিকে
কিয়ামতের দিন জিজ্ঞাসা
করা হবে, কেন তোমাদের
জাহান্নামে প্রবেশ করানো হল,
তারা বলবে আমরা
নামাজ পড়তাম না ।
(সূরা আল মুদ্দাসসির: ৪২-৪৩)

★রাসূল (সাঃ) বলেছেন,
মুসলিম যে গাছ লাগায়
তা থেকে কোন মানুষ, কোন জন্ত এবং
কোন পাখী যা কিছু খায়, তবে তা তার
জন্য সাদকাহ হয়ে যায় ।
(বুখারী- ২৩২০)

★তোমরা সত্যকে মিথ্যার সাথে
মিশিয়ে দিও না
এবং জানা সত্ত্বে সত্যকে
তোমরা গোপন করো না ।
(সূরা বাকারাহ, আয়াত- ৪২ )

★পত্যেক আদম সন্তানই গুনাহগার ।
আর গুনাহগারদের মধ্যে
তওবাকারীগন উত্তম ।
( ইবনে মাজাহ: ৪২৫১)

★যখন তোমার নেক কাজে
আনন্দ হবে এবং নিজের
অসৎ কাজে দুঃখ হবে ,
তুখন তুমি নিজেকে মুমিন
মনে করো ।
[মুসনাদে আহমদ ৬-৩৪১, তিরমিযী ২-৩৯]

★সেই নারী সবচেয়ে
বেশি সুন্দর
যার মেকআপ হয়
প্রতিদিন
পাঁচ ওয়াক্ত ওযূর পানি ।

★সুবহানাল্লাহ..
আলহামদুলিল্লা্হ..
লা ইলাহা ইল্লাল্লাহু..
আল্লাহু আকবর ..
দুনিয়ার সব থেকে উত্তম যিকির …

★এই পৃথিবীর সব
মানুষই সুন্দর
কেউ বাইরে থেকে সুন্দর আবার
কেউ ভিতর থেকে সুন্দর !

★জান্নাতের অধিকাংশ
অধিবাসী-ই হবে গরীব।

★লোভ
মানুষকে অনেক নিচে
নামিয়ে দেয়,
আর অভাব মানুষকে
অনেক কিছু শিখিয়ে দেয় ।

★গোপনে পাপ করলে
মানুষ তিলে তিলে
ধ্বংস হয়ে যায়
আর গোপনে ইবাদত
করলে মানুষ শ্রেষ্ঠ হয়ে যায় ।

★কিয়ামতের দিন ঐ ব্যাক্তি
আমার নিকট সবচেয়ে
কাছে থাকবে
যে ব্যক্তি আমার উপর বেশি
দুরুদ পাঠ করবে ।
-হযরত মুহাম্মদ (সাঃ)

★দিনের আলোতে
রিযিক তালাশ করো।
আর রাতের আঁধারে
তাঁকে তালাশ করো,
যিনি তোমাকে রিযিক দেন ।
-হযরত আলী (রাঃ)

★কবর থেকে বেশি
কঠিন কোন ভয়ঙ্কর
জায়গা আমি কখনো
দেখিনি ।
-হযরত মুহাম্মদ (সাঃ)

★৩৬৫ দিনের মধ্যে উত্তম দিন হলো ,
-আরাফাতের দিন
৩৬৫ রাতের মধ্যে উত্তম রাত হলো ,
-কদরের রাত
১২ মাসের মধ্যে উত্তম মাস হলো,
-রমযান মাস
৭দিনের মধ্যে উত্তম দিন হলো,
-জুম্মার দিন।

★রাসুলুল্লাহ্ (সাঃ) বলেছেন ,
যে ব্যক্তি কুরআন
পড়তে চায় কিন্তু সে
পড়তে পারছে না,
তবুও বারবার সে
পড়ার চেষ্টা করছে ঐ
ব্যক্তি পাবে দ্বিগুণ সওয়াব !
-(মুসলিম ১৭৪৭)

★যে মহিলা বিসমিল্লাহ বলে
খাবার প্রস্তুত করে,
আল্লাহ তাআলার সেই খাবারে
বরকত দান করেন!
-হযরত মুহাম্মদ(সাঃ)

★রাসূল (সাঃ) এর বাণী
হে আল্লাহ! আমি আশ্রয় চাচ্ছি কৃপণতা
থেকে এবং আশ্রয় চাচ্ছি কাপুরুষতা থেকে ।
আর আশ্রয় চাচ্ছি বার্ধক্যের চরম পর্যায় থেকে ।
দুনিয়ার ফিতনা-ফাসাদ ও কবরের আজাব হতে ।
[বুখারী: ৫৮৮৮]

Bangla Quote