Islamic status Bangla– প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো Islamic status Bangla ও…
Ramadan FB Status Bangla
Ramadan FB Status Bangla– প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো Ramadan FB Status Bangla ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।
Ramzan ul Mubarak Bangla
রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম -আল হাদিস।
রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে আল হাদিস।
জানি পুলিশ করবে হামলা,হবে জেল মামলা জানি বুলেট পর্র্বে বুকে,তবুও মোরা দারাবো রুখে|দিবো লক্ষ প্রাণ,তবুও”কোরাআন”হোক সংবিধান।
গেল রাত এল দিন, ফিরে এল জুম্মার দিন। জুম্মার সময় করবেনা লসস, জুম্মার নামাজ গরীবদের হজ্জ। জলদি যাও নামাজ পরতে, গুরুত্ত দাও এই দিনটাকে। হেপ্পী জুম্মাহ মোবারক টু মাই অল ফ্রেন্ড।
রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ আল হাদিস।
রমযানেরই পুণ্যে আমি তুমি হতে চাই যে ধনবান সেই ধনের বিনিময়ে পাব রোজাদারের পুরষ্কার,রাইয়্যান! আল্লাহ্ তায়ালার দান, মোবারক হো..মোবারক হো..মাহে রমজান !
ভুলেও যেন একটি রোজা তোমার বন্ধু! না হয় ক্বাযা ফকীর নয় তারাবীর নামাযের পুণ্যের যেন হতে পারো রাজা হেসে খেলে ভুল করে হায় ! পেওনা ভুলের কঠিন সাজা!
বেশি বেশি দান করে ,দানের সওয়াব নিও তুলে তাহাজ্জুদের পুণ্য টুকু নিতে মন যেন না যায় ভুলে পড়বে কোরআন প্রতিদিন সুরের দরজা খুলে সেই কোরআনের মধুর সুরে সবার মন উঠবে আনন্দে দুলে।
এলো রে এলো… ওই মাহে রমজান মানবজাতির তরে আল্লহতায়ালার শ্রেষ্ঠ দান পুণ্যের সূর্য উদয় হয়ে, পাপের হবে অবসান জং গুলো সব ঝোরে গিয়ে,ঈমান করবে শাণ রহমতেরই ডালি নিয়ে আসছে ওই!মাহে রমজান!
আল্লাহ বলেছেন’যে ব্যক্তি আমার ভয়ে ১ফোটা চোখের পানি ফেলবে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন।
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিরউদ্দেশে লা ইলাহা ইল্লাল্লাহ্বলল আল্লাহ্ তারজন্য দোযখ হারাম করে দিলেন। জুম্মা মোবারক বন্দুগন । [বুখারি ও মুসলিম]
অবশ্যই তুমি পাবে, যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু। – [ হযরত মুহাম্মদ (সাঃ)
সে ব্যাক্তি ভাগ্যবান , যে কালিমা পাঠ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে ।
Tension দুর করতে সিগারেট না। দুই রাকাত নফল নামাজই যঠেষ্ট ।
জমিনে এমন কোন প্রাণী নেই, যার রিজিকের দায়িত্ব আল্লাহ্ নেননি।
তুমি তোমার জীবনে নামাজ নিয়ে এসো। নামাজ তোমার জীবনে শান্তি নিয়ে আসবে।
দোয়া ব্যতীত কোনো কিছুই। ভাগ্যকে পরিবর্তন করতে পারে না।। হযরত মুহাম্মদ(সাঃ)।
কাউকে বার বার ডাকলে সে রাগ হয়, কিন্তু আল্লাহকে বার -বার ডাকলে খুশি হন।
খারাপ সময়ে সবার দরজা বন্ধ হয়ে গেলেও। আল্লাহর দরজা কখনো বন্ধ হয়না।
বছর ঘুরে ফিরে এলো মুক্তির মাস নাজাতে মাস,কোরআন মাজিদ নাজিলের মাস, পবিত্র মাহে রমজান এর মাস। যে মাসে আল্লাহ তায়ালা বান্ধার গোনাহ মাফ করে থাকেন।
হাদিস শরিফে রসুল (সা.) বারবার বলেছেন, ‘ওই ব্যক্তির চেয়ে হতভাগ্য আর কে আছে, যে রমজান মাস পেল কিন্তু নিজের গোনাহ মাফ করিয়ে নিতে পারল না। ’ (মিশকাত শরিফ)।
অন্য হাদিসে রসুল (সা.) বলে দিয়েছেন, ‘কীভাবে আমরা গোনাহ মাফ পেতে পারি। নবীজী বলেছেন, ‘মান সামা রামাদানা ইমানাও ওয়া ইহতিসাবান গুফিরালাহু মা তাকাদ্দিমা মিন যামবিকা। যে ব্যক্তি ইমান ও আত্মসচেতনতার সঙ্গে সিয়াব্রত পালন করবে, আল্লাহতায়ালা তার ওপর রাজি ও খুশি হয়ে তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। ’ (বুখারি)।
মাহে রমজান মানবজাতির তরে আল্লহতায়ালার শ্রেষ্ঠ দানপুণ্যের সূর্য উদয় হয়ে, পাপের হবে অবসান জং গুলো সব ঝোরে গিয়ে,ঈমান করবে শাণ রহমতেরই ডালি নিয়ে আসছে ওই!মাহে রমজান!
নিজেই প্রতিশোধ নিও না,আল্লাহর জন্যঅপেক্ষা কর।তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন। _হযরত সুলাইমান (আঃ)।
ঐ কপাল কখনো খারাপ হতে পারে না, যে কপাল আল্লাহ কে সিজদা করে।
যারা ঈমান আনে আর সৎকাজ করে তাদের জন্য রয়েছে নেয়ামতে ভরা জান্নাত । [সূরা লোকমান , আয়াত ৮]
ওগো কাবার মালিক আল্লাহ্, আপনি ১৮০ কোটি মুসলমানের কলিজার ঘর কাবা শরীফে মানুষ দ্বারা পূর্ণ করে দাও ।
এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। -সূরা বাক্বারা : ১৫৫।
একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। -সূরা ইউসুফ : ৮৭।
কোন ব্যক্তি যদি জ্ঞানী হয় তাহলে নিজের পাপগুলোর ব্যাপারে উদ্বেগ তাকে অন্যদের দোষ-ত্রুটি ধরা থেকে বিরত রাখবে। — ইমাম শাফিঈ (রাহিমাহুল্লাহ)।
তিনিই জ্ঞানবান যার মন তাকে সকল বেইজ্জতি থেকে নিয়ন্ত্রিত রাখে। — ইমাম শাফিঈ
যদি রাখো রোজা, – মন হবে তাজা। – যদি পড় নামাজ, – শক্ত হবে সমাজ। – যদি পড় কোরআন, – শক্ত হবে ঈমাণ।
উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় Ramadan FB Status Bangla শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ