অন্তর দিলাম বিছাইয়া – Ontor Dilam Bichiya Song Lyrics
অন্তর দিলাম বিছাইয়া
বইসা লওনা জিরাইয়
যদি তোমার চায় মনে
পরান রাইখা পরানে
নয়ন রাইখা নয়নে
যদি কোনদিন আমি
যাই গো হারাইয়া
এই প্রেম এই প্রীতি
এই ভালবাসার স্মৃতি
স্বর্ণলতার মতো হইয়া
থাকবে তোমায় জড়াইয়া
এই বার যদি আসে মরণ
আদরে করিব বরণ
ভয় কি আমার মরণে
ভয় কি আমার মরণে
পরান রাইখা পরানে
নয়ন রাইখা নয়নে
অন্তর দিলাম বিছাইয়া
বইসা লওনা জিরাইয়া
যদি তোমার চায় মনে
পরান রাইখা পরানে
নয়ন রাইখা নয়নে
এতো ভালবাসা আমি
কওনা কোথায় রাখি
এই বুকে নাই জায়গা ততো
আমায় ভালোবাসো যতো
তাই তোমার ভালবাসা
আমি সারা গায়ে মাখি
নাকের নোলক নড়িস নারে
চোখের পলক পড়িস নারে
ভালবাসার শরমে
ভালবাসার শরমে
পরান রাইখা পরানে
নয়ন রাইখা নয়নে
গানঃ অন্তর দিলাম বিছাইয়া
ছায়াছবিঃ মোল্লা বাড়ির বউ
শিল্পীঃ এন্ড্রুকিশোর ও কনক চাঁপা
গীতিকারঃ কবির বকুল
সুরকারঃ ইমন শাহ