ঈশ্বর আমাদের সকলের জীবনেই
সুখ লিখেছেন,
নির্দিষ্ট সময়ে তা আসবে…
কিন্তু তিনি তার ক্যালেন্ডার
আমাদের সাথে শেয়ার করেন না-সুপ্রভাত
প্রতিটি মানুষ হাসতে চায়
কান্না ছাড়া,
কিন্তু রামধনু কি দেখা যায়
দু-ফোঁটা বৃষ্টি ছাড়া-শুভ সকাল
যারা বিশ্বাস করতে জানে,
তারা ধৈর্য্য রাখতেও জানে,
ঈশ্বর সর্বদা ধৈর্য্যশীলদের সঙ্গ দেন..-সুপ্রভাত
গাছে গাছে ডাকছে পাখি,
সূর্য মামা দিলো উঁকি।
হিমেল হাওয়া বলে গেলো,
নতুন দিন শুরু হলো।
জেগে উঠো তারাতারি ,
SMS গেছে তোমার বাড়ি।
শুভ সকাল
প্রতিদিন নতুন ভাবনা,
নতুন চিন্তা নতুন আশা
নিয়ে দিন শুরু করো,
তাহলে সারা দিন ভালো কাটবে।-শুভ সকাল
একটি নতুন সকাল তোমাকে
নতুন কিছু দেওয়ার ক্ষমতা রাখে।
যদি তুমি সেই সকালটাকে তার
মর্যাদা দিয়ে বরণ করতে পারো।-শুভ সকাল
আজকের এই নতুন দিনটিকে
মুখে হাসি নিয়ে স্বাগত জানাও,
এগিয়ে চলো নিজের স্বপ্ন পূরণের রাস্তায়।-সুপ্রভাত
শুভ সকাল রোমান্টিক মেসেজ
সূর্যটাকে খুব হিংসে হয়,
প্রতিদিন সকালে সে
তোমার মুখটা আমার
থেকে আগে দেখে বলে।-শুভ সকাল
কারো জন্যে পৃথিবীর সব
থেকে সুন্দর মুহূর্ত হল
তার ভালোবাসার মানুষের
পাশে জেগে ওঠা,
একদিন আমরা একসাথে
ঘুম থেকে উঠবো।
সেই দিনের অপেক্ষায়
শুভ সকাল শুভেচ্ছা জানাই।
❦~শুভ সকাল~❦
আমার ভালোবাসার সকালটি
তোমায় উপহার দিলাম।
জেগে ওঠো আর আমার
ভালোবাসা গ্রহণ করো।
প্রিয়তমা,
তুমি আমার জীবনের আলো।
তুমি আমার প্রতিটিদিন
আলোকিত করো।
তোমায় শোনাই
এই শুভ সকালে শুভেচ্ছা বানী,
তুমি আমার প্রেমের ফুল,
তুমি আমার রাণী।
গোলাপ ফুলের মত ফুটে
ওঠো প্রতি সকালে,
শুধু আমার ভুবন রাঙাতে।
ধন্যবাদ আমার সুখের
কারণ হবার জন্যে।
Good Morning
পৃথিবীর সব অক্সিজেন ফুরিয়ে
গেলেও আমি বেচে থাকবো,
কারণ তুমিই আমার আলো,
তুমিই আমার বাতাস।-সুপ্রভাত
তুমি হয়তো এখনো
ঘুমের কোলে,
ঠিক এমন সময় তোমার
চুলে হাত রেখে
তোমার কপালে আলতু
করে চুমু দিয়ে, বলতে চাই-শুভ সকাল
শুভ সকাল,
তোমার প্রতিটি দিন আনন্দ,
ভালোবাসা, আদর, যত্নে
ভরিয়ে দিতে চাই।
যতদিন বেচে থাকি
তোমার সাথে সারাজীবন
সূর্যোদয় দেখতে চাই।
কথায় বলে ভালো মানুষের
কথা ভাবলে দিন ভালো যায়..
তাই ভাবলাম, তোমাকে
আমার কথা মনে করিয়ে দিই-সুপ্রভাত