0
মাওলানা আবদুল হাই এর উক্তি
★★★স্বপ্নের ছায়াটা দেখতে কালো হলেও তার আভাতেই জীবনের লালন।- মাওলানা আবদুল হাই
★★★স্বার্থপর কোকিলের কোমলতার সুরে ডুবে যায় কাকের নিঃস্বার্থ হাঁক।-মাওলানা আবদুল হাই
★★★মরুভুমি দুরান্তে তৃষ্ণার্থের পানির আঁধারই মরিচিকার মহা ফাঁদ।-মাওলানা আবদুল হাই
আরো দেখুন – ভাগ্য নিয়ে মনীষীদের বানী
★★★আকাশের বিশালতায় তারকা পথভুলে না শুধুই মায়ার আশ্রয়ে হারায়।-মাওলানা আবদুল হাই
★★★কষ্টের রাতগুলো দীর্ঘ হলেও ভাবনার দুয়ার রুদ্ধ বলে অাশা শূন্যতায় ডুবে।-মাওলানা আবদুল হাই
★★★অব্যক্ত দর্শন আর অমাবস্যার চাঁদ দুটোতেই গোলাটে ভাব।-মাওলানা আবদুল হাই
★★★দূর্গমতার ফল তেতো হলেও সুগম প্রাপ্তির চেয়ে সুস্বাদু।-মাওলানা আবদুল হাই
★★★বাহ্যিক অন্ধত্ব আভ্যন্তরিণ অন্ধত্বের উপর মহা বিজয়ী।-মাওলানা আবদুল হাই
★★★সহসা জ্বলে উঠার মাঝেই নিভে যাওয়ার উপযুক্ত কারণ ও ভয় বিদ্যমান।-মাওলানা আবদুল হাই
★★★আমাতেই তাহার প্রকাশ, ভাবনাতে তার হয় বিকাশ,বিকাশের অশ্বরতার বিজয়ে আমিই বিনাশ।-মাওলানা আবদুল হাই
★★★নিউটন,গ্যালিলিউ আর স্টিফেনদের অসার শূন্যতাও পূর্ণতা পায় সমাদৃতার ভীড়ে।-মাওলানা আবদুল হাই
★★★সব শেষই সমাপ্তি আঁকে না গৌরচন্দ্রিকার পুষ্প ও ফুটায়।মাওলানা আবদুল হাই