শান্তি নিয়ে উক্তি – প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো শান্তি নিয়ে উক্তি…
বিচ্ছেদ নিয়ে উক্তি
প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো স্বজনপ্রীতি নিয়ে উক্তি। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।
বিচ্ছেদ নিয়ে কিছু উক্তি
★”গুডবাই” আমায় হার্ট করে,কিন্তু তার চেয়েও বেশি আঘাত দেয় পুরনো স্মৃতিগুলো…
আমি মিস করব তোমায় খুব..
★ “তোমার হৃদয়টা যত ভয়ঙ্কর ভাবেই ভাঙ্গুক না কেন,
এই পৃথিবী তোমার দুঃখের জন্যে কোনোভাবেই দাঁড়াবে না!”
-ফারহান কাজী
★ “বিদায়” বলার সাহস যদি তুমি দেখাতে পারো,
তাহলে জীবন খুব তাড়াতাড়িই তোমাকে নতুন একটা
“হ্যালো” উপহার দেবে…
★ “ব্রেক আপ” অনেকটা একটা ভাঙা আয়নার মতন…
যে ভাঙা আয়নাটাকে ভাঙা অবস্থাতেই থাকতে দেওয়া ভালো..কারণ সেটাকে জুড়তে গেলে হাত কেটে যাওয়ার প্রবল সম্ভাবনা…
★ “মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন, কতো ভয়ানক তা একমাত্র ভুক্তোভুগীই অনুভব করতে পারে।”
~~ কাজী নজরুল ইসলাম।
★ *পাখি গান করে বনে*
*মানুষ প্রেম করে ফোনে*
*কথা বলে গোপনে*
*দেখা করে নির্জনে*
*কষ্ট করে দুজনে*
*ব্যাথা পায় ১ জনে*
★ “কষ্ট হলো মানুষের জীবনেরই
একটা অংশ যা চোখের জল দিয়ে
বের হলেও হৃদয়ের
মাঝে আজীবন গাঁথা থাকে,
আর সুখ যদিও মানুষের জীবনের
একটা অংশ তবে তা
হৃদয়ের মাঝে গাঁথা থাকে না,
হাসির মাধ্যমে বাতাসের
সাথে মিশে যায়”।
★ “তুমি তার জন্য কাঁদো কারন তুমি তাকে এখনও ভালোবাস,তোমার কান্না দেখে সে হাসে কারন সে কখনোই তোমাকে ভালোবাসোনি।শুধু সময়ের প্রয়োজনে কাছে এসেছিল আবার সময়ের পরিবর্তনে চলে গেছে,মাঝখানে যা কিছু হয়েছিল সব আবেগ আর শেষে যা হয়েছে সব প্রতারণা”।
★ অামি ক্লান্ত পথিক , অবিরাম ছুটে চলেছি মরিচিকার পিছে , মরুদ্যানের জন্য । তপ্ত মরুভুমির মাঝে দিশেহারা হযে্ ছুটে চলেছি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পাগলের মতো । শুধু মরুদ্যানেল কোমল ছাযা্য্ নিজেকে শিতল করবো বলে। কিন্তু পারি না । তাকে ধরতে গেলে সে অারো দুর থেকে দুরে হারিযে্ যায্ , তলিযে্ যায্ মরু সুমুদ্রে । যার কুল , গভিরতা অামার কিছুই জানা নেই । তাই এই মরুমাঝে পরে কাটার অাচরে অামার দেহ রক্তাক্ত , উষ্ন বালিতে অামার মন দ্বগ্ধ ,প্রান ওষ্ঠাগত । অামার কি সলিল সমাধি হবে , মরুদ্যানের অাশায্ , এই মরুপ্রান্তে…..। জানি না…..
★ অচিন পুরের কোন এক রাস্তার অতিথি ছিলে তুমি,
পথ ভুলে চলে এলে সঙ্গী হলাম আমি।
পথ খুঁজে পেতেই চলে গেলে তুমি, হয়ে
গেলাম আগের মতো সেই একা আমি..!
★ অতিরিক্ত মন খারাপ হলে মানুষ
একেবারে নীরব নিথর হয়ে যায়…
একা থাকতে ভালোবাসে।
কারণ তখন তার সমস্যাকে নিজের মত করে
কেউ দেখে না কিংবা মূল্যায়ন করে না।
তাই মন খারাপের বেলায় একাকীত্বই হয়
মানুষের একমাত্র সঙ্গী।
★ অতীতে বদ্ধ থেকে নিজের গতিকে তুমি করতে পারো অবরুদ্ধ..
আবার অজানার পথ বেছে নিয়ে তুমি এগিয়ে চলতে পারো নতুন আশা নিয়ে…
যাই করো না কেন,
জীবন কখনই তোমার জন্যে থেমে থাকবে না…
জীবন চলবে জীবনের পথে…
★ অদ্ভুত হলেও সত্যি:
যখন আমরা ছোটো ছিলাম,জোরে জোরে কাঁদতাম যা আমাদের কাছে নেই তাকে পাওয়ার জন্যে…
আর এখন যখন আমরা বড় হয়ে গেছি, এখন আস্তে আস্তে কাঁদি যা আমাদের কাছে ছিল তাকে ভোলানোর জন্যে…
★ অনেক ভালোবেসেছিলাম তোমায়,
কিন্তু কখনো তুমি বুঝতে চাও নি…
বুঝবেই বা কি করে,
কখনো তো তুমি আমাকে ভালই বাসো নি!
ভালবাসতে গেলে মন লাগে
তোমার কাছে তো কখনও মন-ই ছিল না!
আর আমি পাগল ভাবতাম
তুমিও আমাকে ভালোবাসো!
★ অন্ধকারে জমানো চিরকুটগুলো ছিড়ে ফেলবো,
কিংবা ডুবে থাকবো ডিপ্রেশনে . . আমৃত্যু ।
তবুও জেনে রেখো, আমি ছিলাম একদিন,
তোমার হাড়-পাঁজরে মিশে একা একা..
আজ নিজের আগুনে জ্বলতে থাকা জোনাকি পোকা…
★ অব্যক্ত দুঃখের মোহনায় ডুবে গেছে জীবনের সব সুখ,
হৃদয় পোড়া জীবন নিয়ে আজও খুজি শুধুই তোমার মুখ।
দু’চোখের কোণ ছেয়ে গেছে ব্যাধনার তপ্ত জলে,
নতুন করে বাঁচতে চাই তোমায় কাছে পেলে…
★ অভিমান তার সাথে হয়,
যাকে ভালবাসা যায়
কষ্ট তো সেই পায়,
যে সত্যি ভালবাসে।
ভালো তো সেই বাসে,
যার সুন্দর মন আছে।
মন তো তারই আছে,
যে মনের কষ্ট বোঝে…
★ অভিমানি এই জীবন কেন থামে না, কান্না ভরা এই মন কিছু জানেনা, কষ্ট ভরা এই বুকে সীমাহীন বেদনা, আর যার জন্য এই মন কাঁদে সে তো বুঝেনা ।
★ আকাশ ভরা দুঃখ আমার, সাগর ভরা ঢেউ ।
এত কষ্ট আমার বুকে, দেখেনা তো কেউ ।
দুঃখ দিয়ে স্বপ্ন বুনি, কষ্ট দিয়ে আঁকি ।
স্বপ্ন আমার ভেঙ্গে যায়, আমি চেয়ে থাকি..!!
★ আকাশের কষ্ট গুলো মেঘ হয়ে ভাসে___
মেঘের কষ্ট গুলো বৃষ্টি হয়ে আসে___
পাথরের কষ্ট গুলো ক্ষয়ে ক্ষয়ে পরে___
আর মনের কষ্ট গুলো অশ্রু হয়ে ঝরে…
★ আকাশের ওই মিটি মিটি তারার সাথে
বলবো কথা |
নাইবা তুমি এলে|
তোমার স্মৃতির পরশ ভরা
অশ্র নিয়ে গাঁথব মালা |
নাইবা তুমি এলে|
সেই শেফালিরও সনে চুপি চুপি কথা
মনো-বাতায়নে সুরের ও জলো গাথা |
আধো লাজে আধো ভয়ে|
আমি কিছু বলিনি তো|
তুমি কিছু জানোনি তো|
না বলা না জানার ব্যথা
রয়ে গেল মনে মনে|
জীবনের নিভে যাওয়া প্রদীপটুকু
নাইবা জ্বলে|
নাইবা তুমি এলে|
সেই হারানো দিন গুলি যদি মনে পড়ে…
★ আকাশের কষ্ট গুলো মেঘ হয়ে ভাসে___মেঘের কষ্ট গুলো বৃষ্টি হয়ে আসে___পাথরের কষ্ট গুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ে___আর মনের কষ্ট গুলো অশ্রু হয়ে ঝরে…
★ আগে ভাবতাম কিছু মানুষ না থাকলে জীবন চলবেনা
এখন দেখি কারো জন্য, কারো জীবন থেমে থাকে না।
★ আগুন কখনো আগুন কে পোড়াতে পারেনা
.
পানি কখনো পানিকে ভেজাতে পারেনা
.
ঠিক তেমনি
.
সত্যিকারের প্রেম
তার প্রেমকে কখনো ভুলতে পারেনা।।
★ আগুন কখনো আগুন কে পোড়াতে পারেনা
.
পানি কখনো পানিকে ভেজাতে পারেনা
.
ঠিক তেমনি
.
সত্যিকারের প্রেম
তার প্রেমকে কখনো ভুলতে পারেনা।।
★ আচ্ছা আমি কি তোমাকে কখনও বলেছিলাম যে আমি তোমাকে ঠিক কতটা ভালবাসি?
বলি নি?
আচ্ছা,ভেবে দেখো…
ভালো থেকো…
★ আজ একা একা পথে হাঁটছিলাম ..
হঠাৎ মনে হল ,
তুমি পেছন থেকে ডাকছ আমায় …
তাকিয়ে দেখি তুমি নেই ,,
তখন বুঝলাম,
এখনও ভুলতে পারিনি তোমায় ..
★ আজ তোমাকে ভালবাসার মত অনেকই আছে.
তাই আমার ভালবাসা তোমার কাছে অর্থহীন.!
যে দিন তোমাকে ভালবাসার মত কেউ থাকবে না,
ফিরে এসো, আমি থাকবো তোমার অপেক্ষায়..!
★ আজ সময়ের স্রোতে জীবনের গতি যদি, পাল্টে যেতে চায়, তবে বাঁধা দেওয়ার ক্ষমতা আমার নেই, শুধু সয়ে নিতে হবে,মেনে নিতে হবে…
অবুঝ মনকে সান্ত্বনা দেব শুধু যে হয়তো জীবনের হিসেবটা এমনই ছিলো…
★ আজ হয়তো আমি কারো জীবন থেকে হারিয়ে গিয়েছি বলে সে আমাকে খুব গালি দিছে
কিন্তু আমি জানি যে একদিন সে নিশ্চই আমাকে এর জন্যে ধন্যবাদ জানাবে!
আর মনে মনে হয়তো হাসবে আমার কথা মনে করে!
★ আপন ভেবে ভালোবাসলাম যারে
কষ্ট দিয়ে সে চলে গেল আমায় ছেড়ে
এখন বুঝি ভুল ছিলাম আমিই
কয়লা কালো,হিরেই আসল দামী!
★ আপনার জীবনে কে প্রথম এসেছিল সেটা গুরুত্বপূর্ণ নয়।
বরং গুরুত্বপূর্ণ সে,
যে আপনার হাসির আড়ালে কান্না বুঝতে পারে,
আপনার সাথে সারাজীবন থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ব,
আপনার কষ্টে সে ব্যথিত হয়।
তাকে কখনোই অবহেলা করবেন না,
কারণ সে আপনাকে ছাড়া অন্য কাউকে কখনোই কল্পনা করেনা।
★ আবেগ আমাকে ছিঁড়ে খেয়েছে,
ক্ষতবিক্ষত হয়ে গেছে মন;
আত্মিক ভাবে আজ আমি মৃত;
তবুও ঠোঁটদুটো হাসছে সারাক্ষণ…
★ আপনি ছ্যাকা খেয়ে বেকা
হয়ে
গেছেন?
:
খুবকষ্ট হয় আপনার?
:
মরে যেতে ইচ্ছে করে?
:
নেশা করেন?
:
লেখা পড়া ছেড়ে দিয়েছেন?
:
মন খারাপ করে থাকেন?
:
আপনি আপনার জীবনটা নিয়ে খুব
বোরিং?
:
খুব হতাশাগ্রস্থ আপনি?
:
জীবনটিকে তিলে তিলে শেষ
করে দিচ্ছেন?
:
আপনার উত্তর যদি হ্যাঁ হয়,
:
তবে আপনাকে বলছি।
.
..
…
….
……….. তুই ছেলেই হ আর মেয়েই
হ……….. .
:
থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিবো ।
:
কি পাইছিস কি?
:
জীবনটাকে দু টাকার নোট
ভেবেছিস?
:
তুই কি জানিস ,
:
তুই কতটা প্রিয় তোর বাবার
কাছে?
:
তুই কি জানিস তুই তোর মায়ের
কাছে সাত রাজার ধন?
:
তুই কি জানিস একটি সন্তান জন্ম
হওয়ার জন্য, মাকে কতটা ব্যাথা
সহ্য
করতে হয়?
:
তুই কি জানিস তোর মা তোকে দশ
মাস, দশ দিন গর্ভে ধারণ করে
রেখেছিলো?
:
কে না কে তোকে ছেড়ে গেছে,
:
তাতে তুই কষ্ট পাবি?
:
এত মূল্যবান একটা জীবন নষ্ট
করবি?
:
কেনো তুই এত অবুঝ?
:
যে গেছে তো গেছে।
:
ও গেছে আরেকজন আসবে।
:
এত ভাবিস কেনো? তুই কি আর
লাইলী-মজনু শিরি-ফরহাদের যুগে
জন্ম নিয়েছিস?
:
তুই ডিজিটাল যুগে এসে যদি এত
বোকামী করিস তবে রাগ তো
হবেই
আমার?
:
এই জামানায় প্রেমের শোকের
আয়ু
বড় জোড় কয়েক সেকেন্ড।
:
এটা এই জামানায় বেঁচে থাকার
মূল
মন্ত্র।
:
আচ্ছা তুই যদি মরে যাস তবে যে
তোকে ছেড়ে গেছে সে তো দূর
থেকে বলবে,
:
বাব্বা বেঁচে গেছি অল্পের জন্য।
:
আর যদি তুই বড় মানুষ হোস তবে,
দেখবি
সে দূর থেকে আফসোস করে বলবে,
:
ইস কেনো যে ওকে ছেড়ে এলাম?
.
কিছু করে দেখাও বস!
★ আমাকে দুঃখ দিতে চাও দাও,, কিন্তু এতটা দুঃখ দিওনা,, যাতে তা যন্ত্রনা রুপ নেয়..!!
★ আমাকে ভালো না বাসতে পারো,
কিন্তু ঘৃনা কোরো না..
তোমার ভালবাসায় আমি জেনেছি ভালবাসা কাকে বলে…
তাই তোমার থেকে ঘৃণার সংজ্ঞা জানতে চাই না..
শুধু চাই আমাকে যেন তুমি ভালোভাবে মনে রাখো সারা জীবন!
★ আমাকেও শিখিয়ে দাও কী করে কাউকে \”ভুলে যেতে হয়\”?
হাঁফিয়ে উঠেছি আমি প্রত্যেক মূহুর্তে তোমায় মনে করতে করতে….
★ আমাদের চাওয়া পাওয়া পুড়ে পুড়ে হলো ছাই
হায় হৃদয়ের ঋন,শুধু হৃদয়ে বাড়াই
মনে কি পরে না স্মৃতির ফুল তোলা
সোনালী সুতোয় বোনা হারানো সে দিন
মনে কি পরে না রোদেলা সুখে
দুজনে ছিলাম কত কাছাকাছি
মনে কি পরে না,মনে কি পরে না……
★ আমাদের সমস্যাটা হচ্ছে যখন কেউ আমাদের প্রকৃতপক্ষে ভালবাসে আমরা তার আমল দি না,কারণ আমরা তখন তার পেছনে ব্যস্ত থাকি যাকে আমরা ভালবাসি.. আর যখন তার প্রকৃত মূল্য বুঝতে পারি যে আমাদের ভালবাসে,তখন অনেক দেরী হয়ে যায়…
★ আমার অনুভুতি?
আরে এসবের কথা বাদ দাও তুমি,
কেউ ওসবে পাত্তা দেয় না….
তুমিও মাথা ঘামিও না…
★ আমার অশ্রু আমার কষ্টের ভাষা…
আজ আমি ক্লান্ত..
অশ্রু শুকিয়ে গেছে চোখের সাদায়-
তাই আজ নিশ্চুপ আমি…
আমার নৈঃশব্দ আমার কষ্টের ভাষা এখন….
★ আমার উপস্থিতি হয় যদি তোমার কষ্টের কারণ,
কথা দিলাম হবে না আর তোমার সীমানায় আমার আগমন,
সাজিয়ে নিও নিজের মতো তোমার ভুবন,
করবে না এই পাগলটা আর তোমায় জ্বালাতন..!!
★ আমার একটি নির্ঘুম রাত তোমার হাতে তুলে দিলে বুঝতে , কষ্ট কাকে বলে!
★ আমার এটা ভাবতে কষ্ট হয় যে আমি সবসময় যাকে মিস করি, সে আমার কথা একটুও ভাবে না…
★ আমার কাছে তোমার ” মূল্য ” অনেক বেশি ,,
তাই তুমি আমায় ” মূল্যহীন ” ভাবো…
যে দিন তোমার কাছে অন্য কেউ হবে “মূল্যবান” !!
সে দিন তুমি হবে তার কাছে ” মূল্যহীন”…
সে দিন বুঝবে ” মূল্যহীনতার ” ব্যথা কতো বেদনার…
★ আমার কান্নার মাঝে শুধু চোখের জলটাই দেখেছ, বাধ ভাঙ্গা আবেগ দেখনি।
আমার হাসির মাঝে শুধু সুখটাই দেখেছ, আড়ালে থাকা কষ্টটা খোজনি।
আমার রাগের মাঝে শুধু অভিমানটাই দেখেছ, হৃদয় ছোঁয়া ভালোবাসাটা বোঝোনি….
★ আমার চাওয়া গুলো ছিলো অনেক ছোট,
চাইলেই পারতে দিতে..তোমার ঐ মিষ্টি কথায় ,
জীবনটা ও পারতে নিতে!!
অনেক বেশী বাসতাম ভালো,
সব কথাই করতাম বিশ্বাস ..
বিনিময়ে দিলে তুমি এক বুক অবিশ্বাস..!!
★ আমার চোখে জল আর তোমার ঠোটে হাসি,,
তারপরও আমি তোমাকেই ভালবাসি..!!
★ আমার জীবনের সবচেয়ে কঠিন বাস্তব হল
এটা যে, ভালবাসার উপর থেকে আমার বিশ্বাস উঠে যাওয়ার জন্যে দায়ী এমন একজন যে আমাকে একদিন ভালবাসার মানে বুঝিয়েছিল!
★ আমার বেস্ট ফ্রেন্ড কে জানো?
আয়না!
কারণ আয়না কখনো
আমাকে কাঁদতে দেখে হাসে না…
★ আমার ভালোবাসায় কোনো জটিলতা ছিলো না,
জটিলতা ছিলো তোমার মনের ভিতরে-
ভালোবাসা আমায় ছেরে চলে যায় নি;
তুমি আমাকে ছেড়ে চলে গেছো…
★ আমার ভালোবাসায় কোনো জটিলতা ছিলো না____জটিলতা ছিলো তোমার মনের ভিতরে____ভালোবাসা আমায় ছেরে চলে যায় নি____তুমি আমাকে ছেরে চলে গেছো।
★ আমার ভালবাসা একদিন তুমি বুঝবে,
আখির পাতায় শ্রাবণ লুকিয়ে সেদিন আমায় খুঁজবে। থাকবে তোমার চারিপাশে
কত চেনা মুখ
কিন্তু পাবে না খুঁজে আমায়,
ওপার থেকে চেয়ে চেয়ে আমি পাবো অনেক সুখ।
★ আমার সাথে বসে সময়ও যেন আজ কাঁদছে…বলছে,”তুমি ঠিকই আচ…আমিই বোধ হয় খারাপ চলছি..”
★ আমার সত্যিকারের
ভালোবাসাটা হয়তো
তোমার কাছে কিছুই ছিলোনা….
কিন্তু…
তোমার সেই
মিছেমিছি
ভালোবাসাটাই ছিল
আমার কাছে অনেক কিছু।
★ আমার সবকিছু তোমায় ঘিরে…কারণ আমায় সবকিছুই শিখিয়েছ তুমি….শুধু শেখাও নি কী করে কাউকে ভুলে যেতে হয়!!! শেখাবে?
★ আমায় আমার অতীত দিয়ে কখনো বিচার কোরো না কারণ আমি এখন আর ওখানে থাকি না..
★ আমায় হারিয়ে তুমি অন্য কারো সাথে চলে যেতে পারো..
কিন্তু আমার মতন সে তোমাকে ভালবাসতে পারবে তো?
তাই এই শেষ ভুলটা একটু ভেবেচিন্তে কোরো…
★ আমি অনুভব করেছি যে সত্যি কিছু পেতে গেলে কিছু হারাতে হয়,
তোমাকে হারিয়েছি আমি,
কিন্তু বিনিময়ে পেয়েছি অনেক দুঃখ আর কষ্ট!
শুধু আমাকে বলো,
এগুলো আমি চেয়েছিলাম কখন…
★ আমি অপেক্ষা করেছিলাম প্রতি রাতে তোমার একটা ম্যাসেজের..\”বাবু,খেয়েছিস?\”
আসে নি…
তুমি চলে গেছিলে আমাকে ছেড়ে
একা করে দিয়ে,
নিতান্তই একাকীত্বে ভোগা আমি তাই
আজও নীরব রাতগুলোর কাছে সাক্ষী রেখে যাই,
আমার অশ্রুজলের,
আমায় আরেকটিবার আপন করে
যদি বলতে,
\”আর কখনো করবি না তো বাবু?\”
আমি হাত দুটো ধরে,
সজল নয়নে তাকিয়ে থাকতাম তোমার দিকে…
আমি জানি তুমি বুঝতে
আমার না বলা প্রতিশ্রুতি…
যদি আর একটিবার…
★ আমি অভিমান করতাম, তুমি আমার কষ্ট বুঝবে বলে, আমি দূরে থাকতাম তুমি আমায় মিস করবে বলে|.
অল্প তে রাগ করতাম তুমি আমার রাগ ভাঙাবে বলে|
বুঝতে পারি নি যে তুমি এতটা স্বার্থপর হয়ে আমাকে ছেড়ে চলে যাবে…
★ আমি আজ এই জন্যে কষ্ট পাচ্ছি এটা ভেবে না যে তুমি আমায় আজ সর্বহারার দলে ফেলে দিয়েছ,কষ্ট তো আমার এটা যে একদিন তুমি আমায় তোমার সবচেয়ে কাছে যাওয়ার সুযোগ দিয়েছিলে…স্মৃতিগুলো আজও যে টাটকা…
★ আমি আজ বসে আছি
শুধু পথ চেয়ে
সুদূর দিগন্তে
শুধু আলোর ছোঁয়া
আজও আছি একলা বসে
শুধু সেই শুভক্ষণের
শুভ প্রতীক্ষায়
আজও ভালবাসি তোমায়
শুধু তোমায়!!
★ আমি আজও
ভালবাসি তাকে,,
যে অনেক আগেই
ভূলে গেছে আমাকে…
তবু নেই কোন অভিযোগ,,
চাই সে সুখি হোক….
কষ্ট নামের কোন শব্দ যেন তার
জীবনে না আসুক….
★ আমি আজও
ভালবাসি তাকে,,
যে অনেক আগেই
ভূলে গেছে আমাকে…
তবু নেই কোন অভিযোগ,,
চাই সে সুখী হোক….
কষ্ট নামের কোন শব্দ যেন তার
জীবনে না আসে….
★ আমি আর কখনো কাউকে ভালোবাসি, বলবো না আমি আর কখনো কারো কাছে গেয়ে বলবো না চলো কোন জলের পাশ ঘেঁষে বসি ।
আমি আর কখনো কারো হাত ধরতে যাবো না,
আমি আর কখনো কারো পাশে গিয়ে বলবো না চলো কুয়াশা ভেজা মাটিতে পাশাপাশি হাটি ।
আমি আর কখনো কারো সাথে রাত জাগবো না আমি আর কারো সাথে কষ্ট আনন্দের সময়গুলো কখনো ভাগাভাগি করে নেবো না,
আমি আর কখনো কারো মাঝে নিজেকে খুঁজবো না আমি আর কারো বুকে হারাতে হারাতে কারো নিঃশ্বাসে নিঃশ্বাস হারিয়ে ফেলবো না ।
আমি আর কখনো কারো খুব কাছে গিয়ে দাঁড়াবো না
আমি আর কারো জন্য প্রচণ্ড অস্থির হয়ে বলবো না, তোমাকে না দেখে আমি কোনদিন থাকতে পারবো না…।।
★ আমি কখনই তোমাকে ঘৃনা করি না
কিন্তু আমি নিরাশ..
কারণ তুমি সেই সব কিছু হয়েছ..
যা তুমি কোনদিনই হবে না বলেছিলে!
★ আমি কখনই তোমার দ্বিতীয় পছন্দ হতে রাজি নই..
হয় আমায় বেছে নাও..
নয়্তো আমায় চিরকালের মতন হারাও..
★ আমি কখনো চাই নি তোমার মন ভাঙ্গতে..কিন্তু তুমি যে কখনো আমার মন বোঝার চেষ্টাটাই করো নি…
★ আমি কখনো পরাজিত হই নি কারো কাছে।
আজ আমি পরাজিত হলাম তোমার কাছে
সত্যি ভালবেসে।
তুমি আমার ভালবাসার মূল্য দিলে না।
বিশ্বাস কর আমি তোমাকে অনেক ভালবাসি।
তুমি হয়তবা এক দিন আমার ভালবাসা বুঝবে
আর আমি হয়তো সে দিন থাকবো না
★ আমি কখনো এটা বলব না যে আমি তোমাকে ভালবাসি নি…
কিন্তু কেউ ঠিকই বলেছে যে সবকিছুই সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে যায়…যেমন তুমি হয়ে গেছো!!
★ আমি কখনো ভাবি নাই ,,,
তুমি এভাবে আমাকে ছেড়ে যাবে,
যেই তুমিই কিনা আমাকে ছাড়া থাকতে পারতে না, যেই তুমিই কিনা আমি বলার আগেই ,,,,,,,,
আমার মনের কথা বুঝেছিলে,
সেই তুমি কেন আমার মনের কষ্ট দেখতে পাও না,? আমি কিন্তু এখনো তোমার অপেক্ষায় আছি,
যতদিন কষ্ট সহ্য করার মত ক্ষমতা থাকবে
ততদিনই সহ্য করে যাবো,
আর যেদিন আর সহ্য করতে পারবো না ,,,,,,,,, সেদিন পৃথিবীটা ছেড়ে চলে যাবো,।
★ আমি কাঁদতে চাই না….
তবুও কান্না কেন জানি আমার
চোখে এসে ভিড় করে..!!
আমি কষ্ট পেতে চাই না…
তবুও কষ্ট কেন যে আমায়
এত জ্বালায়….!!
আমি একটুখানি সুখ চাই…
কিন্তু সুখ যে আমায় দেখলেই পালায়।
★ আমি কোনো সিরিয়াল দেখতাম না শুধুমাত্র তাতে এত কান্নাকাটি থাকে বলে…আজও দেখি না…
কিন্তু তুমি চলে যাওয়ার পর আজ আমার জীবনটাই বিনা বিরতির সিরিয়াল হয়ে গেছে…
যার ৩০% মন খারাপে ভরা,
২০% জোর করে হাসার/হাসানোর চেষ্টায় ভরা,
আর বাকি পুরোটা জুড়ে চোখের জল….
★ আমি কষ্টের স্মৃতি নিয়ে,
করি বসবাস …
আমায় নিয়ে কখনো,
কোরো না উপহাস …
আমার জীবনটা হল,
একটা দুঃখের ইতিহাস …
এটাই আমার ভাগ্যের,
নির্মম পরিহাস…
★ আমি কষ্টের স্মৃতি নিয়ে,করি বসবাস …
আমায় নিয়ে কখনো কোরো না উপহাস …
আমার জীবনটা হল একটা দুঃখের ইতিহাস …
এটাই আমার ভাগ্যের নির্মম পরিহাস ।
★ আমি খুব ভালো মানুষ তাই আমি তোমাকে হয়ত আবার ক্ষমা করে দেব…
কিন্তু তাই বলে আমি এতটাও বোকা না যে তোমাকে আবার বিশ্বাস করব!!
★ আমি খুশী কারণ একমাত্র আমিই তার ঘৃণার পাত্র…নাহলে ভাল তো সে অনেককে বাসে…
★ আমি চাইনা তুমি আমাকে বার বার বলো আমি তোমাকে ভালোবাসি. কিনতু আমি চাচছি তুমি আমার জন্য একটু অপেখা করো, আমি বলছিনা তুমি আমাকে অনেক ভালোবাসবে কিনতু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও তোমাকে মন উজার করে ভালোবাসতে।
★ আমি চাই তুমি সব সময় সুখে থাকো !
কষ্ট যেন তোমাকে স্পর্শ না করে !
আমি জানি,না পাওয়ার কি বেদনা ,
অনুভবও করতে পারি, একাকিত্বের যন্ত্রনা!
আমি জানি অশ্রু ভেজা নয়নে কিভাবে হাসতে হয়। আমি কষ্টকে আপন করে নিয়েছি।
তুমি পারবেনা সহ্য করতে আমার মতন করে !
তাই তুমী সুখে থেকো,
তোমার কষ্টগুলো আমাকে দিয়ে।
★ আমি চায়নি তোমায় হারাতে,
তবুও হারাতে হলো তোমাকে,
আমি আমি বলে কি আমার কোন দাম নেই?
আমি আজো তোমায় ভালোবাসি।
কখনো যদি তুমার ভুল ভাঙ্গে হয়তো
সেদিন আমি আর বেঁচে নাও থাকতে পারি
তাই আমি বলবো, মানুষ যা বলতে চায় ,
আগে তার কথা শুনো পরে যা বলার বলে
দিও।
মানুষ ভালোবাসে শুধু একটি মন কে…
★ আমি ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা,,
যেখানে লেখা ছিলো হাজারো স্বপ্নের কথা..
শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা,,
যেখানে জমা আছে অনেক ব্যাথা..
★ আমি ছিঁড়ে ফেলেছি ডায়রীর পাতা,, যেখানে লিখা ছিলো হাজারো স্বপ্নের কথা.. শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা,, যেখানে জমা আছে অনেক ব্যথা..!
★ আমি জানি আজ আমার অস্তিত্ব তোমার কাছে অপ্রয়োজনীয়..
আমি শুধু অপেক্ষা করি সেই দিনটার,
যেদিন তোমার কথা ভাবার জন্যে
আমার চেতন বা অবচেতন মনের কোনো অস্তিত্বই থাকবে না…
★ আমি জানি আমি তোমাকে খুব বিরক্ত করি কিন্তু যেদিন আমি তোমাকে বিরক্ত করবনা সেদিন তুমি আরও বেশী বিরক্ত হবে!!
★ আমি জানি সবকিছুর পেছনেই কোনো না কোনো কারণ থাকে…
আমি শুধু জানতে চাই যে আমায় এত কষ্ট দেওয়ার পেছনে আসল কারণটা কি ছিল তোমার…
★ আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম, বৃষ্টিতে ভিজে গেলো। আকাশে লিখলাম, আকাশ মেঘে ঢেকে গেলো। কিন্তু যখনই হৃদয়ে লিখলাম, ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে।
★ আমি তোমাকে পাবার জন্য যা কিছু তা যদি সৃষ্টিকর্তার জন্য করতাম তবে সেরা ফেরেস্তার কাছা-কাছি একটা কিছু হতাম।
★ আমি তোমার অভাব অনুভব করছি…. \\\”পৃথিবীতে প্রতিটা মূহুর্তে কেউ না কেউ কারো না কারো জন্য অপেক্ষা করে … কেউ বৃষ্টির জন্য … কেউ খাবারের জন্য … কেউ প্রিয় মানুষটার জন্য … কেউ রিকশার জন্য … কেউ এক গ্লাস পানির জন্য … কেউ ছোট্ট একটা মেসেজের জন্য কিংবা কারো একটা ফোন কলের জন্য অথবা এক মূহুর্তের জন্য কারো কন্ঠ শোনার জন্য !! . সব অপেক্ষার শেষটা মধুর হয় না … কখনো কখনো বৃষ্টি নামে … কখনো কখনো মেঘগুলো ভীষণ ধোঁকা দিয়ে যায় … বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে … পশ্চিমের আকাশে সূর্যটা টুপ করে ডুবে যায় … কেউ কেউ তখনো আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করে … হয়তো আসবে – এই আশায় !! . এক সময় মাথার ওপরে একটা বিশাল চাঁদ ওঠে … চাঁদের রূপালি আলো ঐ মানুষটার মুখের উপর এসে পড়ে … ক্লান্ত মানুষটা অপেক্ষা করতে করতে তখন ঘুমিয়ে পড়েছে !! তার অপেক্ষা কিন্তু শেষ হয় নি … এবার সে চোখ বুজে অপেক্ষা করছে … হয়তো সে স্বপ্নে আসবে … হয়তো !!
★ আমি তোমার সাথে না চাই কোনো ঝগড়া করতে,
না চাই তোমার অনুতাপ,
আমি শুধু জানাতে চাই তোমাকে একটা ধন্যবাদ….
আমাকে সেই শক্তিটুকু দেওয়ার জন্যে,
যাতে আমি আর একটা নতুন দিনের দিকে
নতুনভাবে তাকাতে পারি….
★ আমি না হয় কষ্ট পাবো
তুমি তবু সুখে থেকো
আমি না হয় আধার ছোব
তুমি তবু আলো মেখো\’\’
আমার না থাক স্বপ্নকানন
তুমি তবু স্বপ্ন দেখো
আমার আকাশ মেঘে ছাওয়া
রংধনু রঙ তুমি একো
আমার এ\’পথ ভুলে ভরা
তুমি তবু দিশা রেখো
আমি পেলাম \’অবাক\’ দুঃখ
তুমি তবু ভালো থেকো
জীবন পথের এই গল্পে-
আমি না হয় হেরেই গেলাম
তুমি তবু বিজয় দেখো!
★ আমি নীরবেই কাঁদবোনীরবেই হাসবো।
কখনও বলবো না আর
আমার কান্না পাচ্ছে দেখে যাও একবার।
.
আমি নীরবেই জ্বলবো
নীরবেই মরবো
কখন বলবো না আর
মরার বেলা এই তৃষ্ণার্ত ঠোটে একফোঁটা জল দাও॥
.
আমি নীরবেই সইবো
নীরবেই দেখবো
কখনও বলবো না আর
পোড়া হৃদয়খানি দেখে যাও একবার॥
.
আমি নীরবেই ভালোবাসবো
নীরবেই হৃদয়ে রাখবো
কখনও বলবো না আর
কত ভালোবাসি তোমায় চেয়ে দেখো
একবার॥
.
.
আমি নীরবেই ভাববো
নীরবেই কাছে রাখবো
কখনও বলবো না আর
একবার কাছে এসে দেখে যাও মুখটি আমার।
.
আমি নীরবেই অদৃশ্য হবো
নীরবেই চলে যাবো
কখনও বলবো না আর
চিরতরে চলে যাচ্ছি বিদায় দাও এবার।
★ আমি পারিনা সইতে তোমার দেওয়া অপবাদ
অকারণে কেন দাও আমায় এত আঘাত
বিনিময়ে কে পেলে তুমি আমাক কাঁদিয়ে
একদিন বিবেকের কাছে তুমি প্রশ্নবিদ্ধ হবে…
★ আমি পারিনি সূর্যের থেকে তার লাল আভা কেড়ে নিতে ।
পারি নি গোলাপের পাপড়ির হাসি কেড়ে নিতে ।
পারি নি পাখির কলতান ভুলিয়ে দিতে ।
আর পারি নি তোমায় ভালোবেসে ভুলে যেতে ।
শুধু হারিয়েছি নিজেকে , ধূসর হয়েছে জীবনের রং ,
হারিয়েছি হাসি , হারিয়েছি কলতান ।
শোনো , বিশ্বাস করো,এতে তোমার কোন দোষ ছিলনা ।
কারণ তুমিতো কখনই আমায় ভালোই বাসোনি । তবে এ দায় তোমার কিসের ……
★ আমি ভাবিনি কখনো পদ্মফুল শুকিয়ে যাবে,
আমি ভাবিনি কখনো সূর্য লুকিয়ে যাবে,
আমি ভাবিনি কখনো….
সময়ের সাথে সাথে
তুমিও হারিয়ে যাবে!!!
★ আমি ভালোবাসাকে এখন ঘৃনা করি না..
কারণ ভালবাসা নিষ্পাপ…
ঘৃণা করি সেই সমস্ত মানুষগুলোকে যারা ভালবাসা নিয়ে খেলা করতে ভালবাসে…
★ আমি সেই দিনটার জন্য
অপেক্ষা করব,
যেদিন শেষ পর্যন্ত
আমি তোমাকে ভুলতে পারবো,
অথবা,
তুমি বুঝতে পারবে যে
তোমার পক্ষে আমাকে ভোলা সম্ভব না…
উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় স্বজনপ্রীতি নিয়ে উক্তি শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ