বর্ষা নিয়ে উক্তি

প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো বর্ষা নিয়ে উক্তি। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

 

বর্ষা নিয়ে ক্যাপশন 

” বর্ষা এলো, বর্ষা এলো
আকাশ মেঘে ছেয়ে গেল।
বৃষ্টি এসে ভিজিয়ে দিল
গাছগুলো সব সতেজ হলো।”

 

 

বৃষ্টি হলো প্রাচুর্য! বৃষ্টিই আকাশকে মাটির সাথে মেশায়। বৃষ্টি না থাকলে কোন প্রাণই থাকতো না। ”
— জন আপডিক

 

 

আজ বর্ষা এলো,
সাদা আকাশ মেঘলা হল,
নামবে এখন বৃষ্টি,
আমার কথা পড়লে মনে,
দৃষ্টি রেখো বাতায়নে!

 

 

“গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হল সারা,
ভরা নদী ক্ষুরধারা,
খরপরশা।
কাটিতে কাটিতে ধান এল বরষা। ”
— কবিতা: সোনার তরী
কবি: রবীন্দ্রনাথ ঠাকুর

 

 

“ছাতার ক্ষমতা নেই বৃষ্টি থামানোর, তবে এর সাহায্যে আমরা বৃষ্টির মাঝে দাঁড়াতে পারি।
ঠিক তেমনই ‘আত্মবিশ্বাস‘ সাফল্য নিয়ে আসে না, কিন্তু জীবনের প্রতিযোগিতার মুখোমুখি হওয়ার শক্তি আমরা এর থেকেই পাই। ”

 

 

“বৃষ্টির উপর তোমরা রাগ করোনা! কেননা সে এটা জানে না উপরের দিকে কিভাবে পড়তে হয়! ”
— ভাদিমির নাবকোভ

 

“হে বর্ষা! তুমি এত বেশি ঝরো না যে আমার প্রিয়তমা আমার কাছে পৌঁছাতে না পারে! সে চলে আসার পর এত মুষলধারায় ঝরো যেন ও ফিরে যেতেই না পারে!”

 

 

 ” বর্ষার দিন গুলোতে ঘরেই থাকা উচিত, সঙ্গী হিসেবে থাকতে পারে এক কাপ কফি এবং একটি ভালো বই।”
— বিল ওয়াটারসন

 

 

“খেলে চঞ্চলা বরষা বালিকা
মেঘের এলোকেশে ওড়ে পূবালী বায়
দোলে গলায় বলাকার মালিকা।। ”
— কাজী নজরুল ইসলাম

 

 

 ” অঝোর ধারায় বৃষ্টি আমার ভীষণ পছন্দ। চারদিকে যেন একটা সাদা কোলাহল, যাতে নীরবতা আছে কিন্তু শূন্যতা নেই!”
— মার্ক হেডন

 আজ আকাশে মেঘ জমেছে, রাগ করেছে ভারি।
আজ নাকি তার সারাদিন, রোদের সাথে আড়ি।
রোদটাও খুব অভিমানী, উঠতে নাহি চায়,
এই দেখিয়া বৃষ্টি নাকি, দারুন মজা পায়!
” তুমি বলো, তুমি বৃষ্টি ভালোবাসো,
কিন্তু তার তলে তুমি ছাতা নিয়ে হাঁটো।
তুমি বলো, তুমি সূর্য ভালোবাসো,
কিন্তু রোদের দিনে তুমি ছায়া খোঁজো।
তুমি বলো, তুমি বাতাস ভালোবাসো,
কিন্তু যখন সে আসে তখন জানলা বন্ধ করে দাও।
তাই আমি ভয় পাই,
যখন তুমি বলো, তুমি আমাকে ভালোবাসো।”
উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় বর্ষা নিয়ে উক্তি  শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ
Bangla Quote