১. ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্ত ভাল বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে। -…
না পাওয়ার কিছু কথা
প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো না পাওয়ার কিছু কথা । আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।
না পাওয়ার কিছু কথা
ভালোবাসাই হোক বা অন্য যে কোন কিছু, জোর করে আদায় করার চেয়ে বরং না পাওয়াই ভালো।
আমি আমার না পাওয়াটা সযত্নে লুকিয়ে রাখি। কারণ ওটা আমার সবচেয়ে নরম স্হান। ওখানে কেউ আঘাত করলে সহ্য করার ক্ষমতা আমার নেই।
না পাওয়া মানেই ব্যর্থতা নয়, হতে পারে সেটাই আপনার হাজারো সফলতার শুরু।
যে পাওয়া তোমাকে অহংকারী, অমানুষ করে তোলে সে পাওয়ার চেয়ে না পাওয়াই বরং ঢের ভালো।
পৃথিবীতে কোনো কিছুই ফ্রি তে পাওয়া যায় না, শুধু মায়ের ভালোবাসা ছাড়া।
না পাওয়াটাই ভালোবাসার চূড়ান্ত পরিণাম, মাঝের এই প্রেম হলো শুধু অনুভূতির আস্ফালন।
সবসময়ই কি সব আশা পূরণ হয়? মাঝে মাঝে না পাওয়ার মাঝেও থাকে প্রাপ্তির চেয়ে বড় আনন্দ।
চলতে হবে এভাবেই,
হাজার লোকের ভীড়ে একা হয়ে
অনেক না পাওয়াকে সঙ্গে নিয়ে
হাজার অপূর্ণতাকে সাথে নিয়ে
অনেকটা একাকীত্বের হাত ধরে
চলতে হবে এভাবেই……
হাজারটা আলোর মাঝে
অন্ধকারকে সাথে নিয়ে।
প্রতারকরাই আমাদের জীবনে পথের বন্ধুরতা দেখায়। অপূর্ণতার হাসিই মানুষকে বাস্তবের মাটিতে বাঁচতে শেখায়।
সম্পর্কের যত না পাওয়া, সব ঝড়ে পড়ে চোখ চুঁইয়ে
আমাদের বেঁচে থাকা শুধু অভিমানের পারদ ছুঁয়ে।
না পাওয়াটাই ভালো, পেতে ইচ্ছে জাগে। পেয়ে গেলে ইচ্ছে মরে যায়, তার সাথে মরে সেই জিনিসের কদর। তারপর একসময় মূল্যহীন।
জীবন মানে অপূর্ণতার আখ্যান, না পাওয়ার বেদনা, ফিরে পাওয়ার চেষ্টা, পূর্ণতার প্রার্থনা। প্রার্থনা পূরণ হলে, জীবন পূর্ণ হলে তখন তা অতিষ্ঠ করে তোলে বিতৃষ্ণা জাগায়। তাই পেতে নেই সব।
তোমাকে না পাওয়াটাই ভালো হয়েছে বোধহয়। পেয়ে যাওয়ার পর যদি দেখতাম আমার বিকেলের অবশ কল্পনার সাথে তোমার এতটুকু পার্থক্য আছে, তবে কি আমি মেনে নিতে পারতাম! তার চেয়ে বরং তুমি আমার কল্পনাতেও বেশ আছো। আমার নিজের পছন্দের মতো হয়ে।
তোমায় পেয়ে গেলেই হু হু করে জেগে ওঠে হারানোর বেদনা। পূর্ণিমার পর থেকেই যে চাঁদের ক্ষয় শুরু হয়। তার চেয়ে না পাওয়া ভালো। ওতে পূর্ণিমার অপেক্ষা থাকে।
ভুলটা শুধু আমারই ছিল,
কারণ স্বপ্নটা যে আমি একাই দেখে ছিলাম, তাই আজ না পাওয়ার বেদনাটাও শুধুই আমার।
শীতকালে গাছ পাতা পায় না, গ্রীষ্মে নদী জল পায় না, তাই বলে কি তারা মরে যায়? ঠিকই শীত পেরিয়ে বসন্ত আসে, গ্রীষ্ম পেরিয়ে আসে বর্ষা। গাছে নতুন পাতা গজায়, নদী ভরে ওঠে জলে। তাই সব না পাওয়া, সব অপূর্ণতার মানেই সমাপ্তি না। বরং তা ইঙ্গিত দেয় এক নতুন শুরুর।
সবকিছু সম্পূর্ণ ভাবে চাইতে নেয়। কিছু না পাওয়া থাকা ভালো। কারণ গোলাপের সম্পূর্ণ গাছটাকে চাইতে গেলে কাঁটার আঁচড়ও সহ্য করতে হবে।
তোর নামের অনুভূতিগুলো
থাক না জমা না পাওয়ার খাতায়
কেননা মন বোঝে কিছু প্রেমের
হয় না স্হান মিলনের পাতায়।
ভালোবাসার শ্রেষ্ঠ উপহার হলো ” না পাওয়া”। ওতেই ভালোবাসার সেরা প্রকাশ হয়।
যদি কিছু না পাওয়া নিয়ে আপনি হতাশ হয়ে পড়েন, তখন আপনি আর কখনোই কিছু পাবেন না।
আপনি জীবনে যা পেয়েছেন তা নিয়ে গর্বিত হবেন না। বরং যা পান নি তাই নিয়ে চিন্তা করুন, চেষ্টা করুন। একসময় সেটাও পেয়ে যাবেন।
না পাওয়ার বেদনা যার সহ্য হয়ে গেছে, সে আর পাওয়ার জন্য উতলা হয় না।
জীবনে যদি কোনো না পাওয়া থাকে তবে সেটা নিয়ে দুঃখ না করে, বরং শক্তি বানিয়ে নিন। কে জানে হয়তো তার চেয়ে অনেক ভালো কিছুই পাবেন।
উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় না পাওয়ার কিছু কথা শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ