চরিত্র – তসলিমা নাসরিন
তুমি মেয়ে,
তুমি খুব ভাল করে মনে রেখো
তুমি যখন ঘরের চৌকাঠ ডিঙোবে
লোকে তোমাকে আড়চোখে দেখবে।
তুমি যখন গলি ধরে হাঁটতে থাকবে
লোকে তোমার পিছু নেবে, শিস দেবে।
তুমি যখন গলি পেরিয়ে বড় রাস্তায় উঠবে
লোকে তোমাকে চরিত্রহীন বলে গাল দেবে।
যদি তুমি অপদার্থ হও
তুমি পিছু ফিরবে
আর তা না হলে
যেভাবে যাচ্ছ, যাবে।
- এই শীতে – বুদ্ধদেব বসু
- নকশী কাঁথার মাঠ – জসীমউদ্দিন
- নিমন্ত্রণ – জসীমউদ্দীন
- মুক্তিযুদ্ধের কবিতা – বুদ্ধদেব বসু
- শিরোনামহীন – বুদ্ধদেব বসু
- ডাক – শ্রীজাত
- বাঙলা ভাষা – হুমায়ুন আজাদ
- তুমি কোনোদিন কাউকে বলো না – জসীম উদ্দীন মুহম্মদ