গভীর রাতের স্ট্যাটাস

কিছু গভীর রাতের স্ট্যাটাস গুলো পড়ে দেখুন অনেক ভালো লাগবে । অনেক কষ্ট করে এই স্ট্যাটাস গুলো আমরা কালেকশন করেছি । সব গুলো স্ট্যাটাস বা উক্তি গুলো অনেক সুন্দর সুন্দর । তাই এগুলো ফেসবুকে বা যেকোন কারো সাথে শেয়ার করতে পারেন ।

 

গভীর রাতের স্ট্যাটাস

কিছু গভীর রাতের স্ট্যাটাস

 

নিরব নিস্তব্ধ এই রাতে,
আমি জেগে আছি ঐ জোনাকি পোকার সাথে।
দেখেছি আমি ঐ দূর আকাশের চাঁদ,
এইভাবে কেটে যায় আমার দুঃখ ভরা রাত

 

গভীর রাত জানে
সময় থেমে থাকার যন্ত্রনা,
একটি নির্ঘুম রাত যেন
খেই হারা শত ভাবনা।

 

 

রাতের গভীরতা যখন ক্রমশ বেড়ে যায়, চারদিকে নিস্তব্ধতা, আকাশের তারা ছাড়া বাকি সবার ছুটি। ঠিক তখনই সকল স্মৃতির অঙ্কুর ডালপালা মেলে।

 

রাত মানে গভীর নেশা, স্বপ্ন দেখার আশা। রাত মানে লুকিয়ে থাকা,
উষ্ণ ভালবাসা। রাত মানে চোখটি বুজে, স্মৃতির মোড়ক খোলা। রাত মানে তোমাদের আমার শুভ রাত্রি বলা।

 

আমি আমার সকল অভিযোগ জমিয়ে রাখি, তারপর গভীর রাতে ছুড়ে দেই আকাশ পানে। চাঁদের কালচে কলঙ্কের সাথে মেশে।

 

 নীলচে আকাশ কালো হয়, রাত নামে আমার শহর জুড়ে
তোমার নামের চিঠিগুলো আমি দেই জোনাক পোকার কাছে, সেগুলো আলো সব জ্বলে।

 

ভোরের আলো উঠবে ফোটে রাতের অবসানে,
তোমায় আবার জাগতে হবে নতুন আলোর টানে,
নতুন দিনে চলতে হবে নতুন পথের যাত্রী

 

রাতের গভীরতা যত বাড়ে, আঁধার যত গাঢ় হয়
মনে রেখো আলোর সকাল তোমার ততটাই কাছে আছে।

 

তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে প্রবিষ্ট করেন রাত্রিতে। তিনি অন্তরের বিষয়াদি সম্পর্কেও সম্যক জ্ঞাত।

 

নিশ্চয় এবাদতের জন্যে রাত্রিতে উঠা প্রবৃত্তি দমনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল।

 

যারা দিনের বেলা স্বপ্ন দেখে তারা অনেক কিছুর জ্ঞান রাখেন, যা যারা শুধু রাতের বেলা স্বপ্ন দেখে তারা হাতছাড়া করে ফেলে ।

 

রাত যত অন্ধকার হয়, তারাগুলো আরো উজ্জ্বল হয়,
দুঃখ আরো গভীর হয়, সৃষ্টিকর্তা আরো কাছাকাছি থাকে ।

 

রাতের কালো অন্ধকার কখনো অশুভ হয় না, বরং তারা হয় নতুন আলোর দিশারি। সেই কালো, ঘন অন্ধকার পেরিয়েই তো নতুন দিন আসে, আসে নক্ষত্রের তীব্র আলো।

 

গভীর রাতে যে তারা আপনাকে পথের দিশা দেখায়, রাত শেষে দিনের আগমনে সেই তারারাই লুকিয়ে পড়ে অচেনায়।

 

এমন কোনো রাত বা সমস্যা নেই যা নতুন সূর্যোদয় বা কোনো আশাকে পরাস্ত করতে পারে।

 

গভীর রাতে যখন আমি জেগে ওঠি তখন আমি অন্য মানুষ, আমি তখন একাকী, যেন এই পৃথিবীর একমাত্র মানুষ আমি। নিজেকে তৈরি করার জন্য সেটাই হয়তো সেরা সময়।

 

গভীর রাতের আলো আমায় ভাসিয়ে নিয়ে যায় স্মৃতির সাগর পারে, আর নিস্তব্ধতা আমায় বাধ্য করে সেই সাগরে অবগাহনে।

 

আকাশ এখানে অসীম নীল ডানা মেলে উড়ে যায়,
স্বপ্নের গাংচিল স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়,
ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায় এই দিগন্ত,
চোখের সীমানায় কেউ কি ডাকে?
নিশ্চুপ গভীর মায়ায়?

 

 রাতের আঁধারে জোনাক জ্বলে, বৃষ্টি হয় ঝিরি ঝিরি
আমি তোমার অপেক্ষায় বসে আকাশের তারা গুনি।

 

 তোমার আলোর লালচে আকাশ আমায় দেবে কি?
আমি রাতের তারার আকাশ জমিয়ে রেখেছি।

 

আমার ঘুমহীন রাতে, যখন পাখিরা ঘুমায়, তারারা জাগে
আমি সেই কালচে আলোর প্রহরের বুকে মেঘ হয়ে ঘুরেছি।

 

 তুমি পাশে না থাকলেই আমার সব আলো নিভে যায়,
আমি চোখজোড়া বন্ধ করে ফেলি, গভীর রাতের আঁধার নামে তখন।

 

 রাতের আধার কালো হয়ে এলে আমি নিস্তব্ধতা বুনি তোমার অপেক্ষায়, অথচ চাঁদের দিকে তাকিয়ে কবি ঠিকই কবিতা লেখে তোমায় নিয়ে ।

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয়  গভীর রাতের স্ট্যাটাস, ক্যাপশন ,উক্তি শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

 

এটিও পড়তে পারেন:-

 

Bangla Quote