কথা নিয়ে উক্তি

কথা নিয়ে উক্তি– প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য শেয়ার করবো কথা নিয়ে উক্তি ও বানী। আশাকরছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে। চলুন শুরু করি।

 

কথা নিয়ে উক্তি

  • বেফাস কথা বলার চেয়ে চুপ থাকাটাই নিরাপদ ।

 

  •  সত্য কথা বলে শয়তানকে অপমান করো ।
  •  যে ব্যক্তি সত্য কথা বলে সে সবসময় শান্তিতে থাকে ।

 

  • মাঝে মাঝে মানুষ সত্য শুনতে চায় না কারণ তারা চায় না তাদের ভ্রম ধ্বংস হয়ে যাক ।

 

  • আমরা যা শুনি তা হলো মতামত,বাস্তবতা না;আমরা যা দেখি তা হলো দৃষ্টিভংগি, সত্য না ।

 

  •  যাদের চিন্তা কম তারাই বেশি কথা বলে ।

 

  • কথা বেশি বলাটা গর্বের কিছু নয়, এমন কথা বলা উচিত যাতে বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়।

 

  • ভালো কথা খারাপ লোক বললেও তা গ্রহণ করবে ।

 

  • কথায় যদি নিজের বোকামি প্রকাশ পায়।তবে চুপ করে থাকা বুদ্ধিমানের কাজ ।
  • কিছু কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না, আমি তোমাকে বলেছিলাম। নিজের সমস্ত কথা খুচরো দরে তোমার কাছে বিক্রি করে দিয়ে নিজেকে করেছিলাম নিঃস্ব। তারপর তুমি কি করলে? সেই কথাদেরই অস্ত্র বানিয়ে আঘাত করলে হৃদয়ে।

 

  • তোমার সাথে কথা হোক। কথারা কথা বলুক চিরকাল, প্রেম জাগুক কথাদের সাথেই প্রিয়তমা।
  • বিশ্বস্ত কথার আছে শোক নিরাময়ের গুণ ।

 

  • মুখ খোলা থাকা সত্ত্বেও সবসময় সব কথা বলা যায় না ।

 

  • তুমি যদি কথা বলতে ভালবাসো তবে নিম্নস্বরে কথা বলো ।

 

  • তোমার কথাগুলো মনে পড়ে যায়।অসহায় ছিলাম তোমাকে ভালবেসে অতঃপর তোমার কথারা হৃদয় ভেঙে চলে গেলো ।

 

  •  মনে হয় আমিই জগতে সবথেকে সুখী মানুষ।তোমার কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি আবার তোমার গলার স্বরেই ঘুম ভাঙে আমার।শব্দেরা যেনো ফুলের বৃষ্টি ঝরায় কানে,তোমার কথার প্রেমে পড়ি বারবার ।
  • জীবনের সব কথা তো কথা নয় ,কিছু কথা আমাদের মনের প্রতিফলন।কিছু কথা হৃদয় নিঙড়ানো ব্যাথা ,কিছু কথা আনন্দের বসন্তের কোকিল,কিছু কথা অহেতুক আর কিছু কথা হাহাকার। জীবন আসলে কথাদেরই সমষ্টি।কথারা ফুরিয়ে গেলে মৃত্যু গনিয়ে আসে ।

 

  • ওগো প্রেয়সী,তোমার বাকানো ঠোটে আরো অজস্র কথা ফুটোক টকটকে লাল গোলাপের মতো। কথা দিয়ে মাতিয়ে রাখো আমায়। ঠোটে ফুটোক রাগের কালো গোলাপ,ঠোটে ফুটোক আদরের গোলাপী গোলাপ আরো ফুটোক বেহেসাবী লাল,হলুদ, মেজেন্টা রঙের হাজারো কথার গোলাপ।তুমি কথা বলা থামিও না কখনো প্রিয়তমা,কথারা আমাকে জীবন দেয় ।

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় কথা নিয়ে উক্তি শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

Bangla Quote