আবার একটা ফুঁ দিয়ে দাও – নির্মলেন্দু গুণ
আবার একটা ফুঁ দিয়ে দাও,
মাথার চুল মেঘের মতো উড়ুক ।
আবার একটা ফুঁ দিয়ে দাও,
স্বপ্নগুলো ছায়ার মতো ঘুরুক ।
আবার একটা ফুঁ দিয়ে দাও,
আটোমেটিক ঘড়ির মতো
চলতে থাকি একা ।
আবার একটা ফুঁ দিয়ে দাও,
অন্ধকারে সলতে হয়ে
জ্বলতে থাকি একা ।
আবার একটা ফুঁ দিয়ে দাও,
ফুসফুসে পাই হাওয়া ।
- এই শীতে – বুদ্ধদেব বসু
- নকশী কাঁথার মাঠ – জসীমউদ্দিন
- নিমন্ত্রণ – জসীমউদ্দীন
- মুক্তিযুদ্ধের কবিতা – বুদ্ধদেব বসু
- শিরোনামহীন – বুদ্ধদেব বসু
- ডাক – শ্রীজাত
- বাঙলা ভাষা – হুমায়ুন আজাদ
- তুমি কোনোদিন কাউকে বলো না – জসীম উদ্দীন মুহম্মদ