১৬ ডিসেম্বর বিজয় দিবস – এসএমএস, স্ট্যাটাস কালেকশন

আজকে আমরা আপনাদের জন্য ১৬ ডিসেম্বর বিজয় দিবস – এসএমএস, স্ট্যাটাস শেয়ার করবো আশাকরি ভালো লাগবে। আর ভালো লাগলে আপনার কাছের মানুষদেরে সাথে শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ।

 

১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা

 

✔️মুক্তির লাল সবুজ উল্লাসে পাজরের বন্ধন গুলো অন্য আলোয় উদ্ভাসিত মাসের লালিত ক্ষোভের দাবানলে ক্ষয় হয়ে যাক মনের সব নীচতা, মৌনতা, হীনতা। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা?

 

✔️মুক্ত পাখি, মুক্ত আকা্‌ মুক্ত আমি-তুমি। রক্ত দিয়ে কিনে নিলাম প্রিয় জন্মভূমি। মুক্ত মাটি, মুক্ত পানি, মুক্ত সোনার দেশ। মুক্তি সেনার রক্ত তো হবে না যে শেষ। যাদের রক্তে মুক্ত। স্বদেশ বিজয় এলো ঘরে। বিজয় দিনে আমরা তাদের ভুলব কেমন করে। বিজয় দিবসের শুভেচ্ছা।?

 

✔️বিজয় মানে একটা মানচিত্র, বিজয় মানে একটা লাল সবুজের পতাকা, বিজয় মানে একটা গর্বিত জাতি, বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ। বিজয়ের ৪৭ বছর পূর্তিতে এই গর্বিত জাতি গড়ার সকল কারিগরকে মন থেকে জানাই শুভেচ্ছা।?

 

✔️লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, পেয়েছি যে বিজয় নিশান । প্রয়োজনে আবার দেবো রক্ত ঠেলে, বজায় রাখতে বিজয়ের মান। মোদের দেহে থাকতে রক্ত, বৃথা যাবে না শহীদদের দান। মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

 

✔️বিজয় আমাকে পথ দেখিয়েছে, দিয়েছে বাচাঁর আশ্বাস। আমি বিজয়ের গান গাই, আমি স্বাধীনতা কে চাই। আমি বিজয়ের পতাকা ধরে, সারাটি পথ পাড়ি দিতে চাই। মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

 

✔️আজ ১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস। ১৯৭১ সালে যাদের মহান আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

 

✔️বিজয় তুমি শীতের সকালে শিশির ভেজা ঘাস,
বিজয় তুমি বিশ্বখ্যাত বাংলার সোনালী আঁশ।
১৬ ডিসেম্বর ২০২১
মহান বিজয় দিবস?

 

✔️মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল
মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে, খুঁজে ফেরে বাংলাদেশ…
সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।?

 

✔️লক্ষ নারীর সম্ভ্রম বিসর্জন ও ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত প্রাণপ্রিয় বাংলাদেশ। তুমি বেঁচে থাকো কেয়ামত পর্যন্ত। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।?

 

✔️বিজয়ের যে শিখা জ্বলেছিল ৭১-এ, যুগ যুগ ধরে তা জ্বলুক আমাদের অন্তরে। সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। #VictoryDay2021?

 

✔️বীরের অহংকার দেশপ্রেম। দেশের প্রতি তাঁদের এই অকৃত্রিম ভালবাসা আমাদের কাছে গৌরবের চেয়েও বেশি কিছু। আসুন আমরা লাল-সবুজের রঙে জীবনকে রাঙিয়ে তুলি। অনুপ্রাণিত করি সবাইকে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই সামনের দিকে।?

 

উপরে আপনাদের জন্য কিছু জনপ্রিয় ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা শেয়ার করলাম। সামনে অন্য কোনো বিষয়ে উক্তি শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ

Bangla Quote